অভিনয়টা বাদ দিলে ফুটবল অন্ত প্রাণ 'কাপুর পুত্র' রণবীরের। বহু সাক্ষাৎকারে তিনি বলেছেন অভিনেতা না হলে তিনি হয়ত ফুটবলার হতে চাইতেন। আর তাই বহু আগেই মুম্বই সিটি এফসি ফুটবল টিমটি কিনে ফেছিলেন রণবীর কাপুর। শনিবার মুম্বইয়ে ছিল হায়দরাবাদ এফসি-র সঙ্গে মুম্বই মুম্বই সিটি এফসি-র খেলা। সেই খেলা দেখতে ছোট্ট রাহাকে নিয়ে পৌঁছে গিয়েছিলেন রণবীর-আলিয়া।
এখন প্রশ্ন শেষ পর্যন্ত ISL-এর ম্যাচে জিতল কে?
এই ম্যাচে জিতেছে রণবীরের টিম মুম্বই সিটি এফসি। নিজের দল জেতার পরই উচ্ছ্বসিত হয়ে পড়েন রণবীর কাপুর। রাহাকে কোলে নিয়েই আলিয়া-রণবীরকে ম্যাচ শেষে মাঠে নেমে পড়তে দেখা যায়। স্টেডিয়ামে দর্শকদের দিকে হাত নাড়তেও দেখা যায় তাঁদের। এদিন খেলার ময়দান থেকে রণবীর-আলিয়ার নানান মুহূর্ত উঠে এসেছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে রণবীরের পাশাপাশি ছোট্ট রাহাকে মুম্বই সিটি এফসি জার্সি পরে থাকতে দেখা যায়। অপলক দৃষ্টিতে কিছু না বুঝেই ম্য়াচের দিকে জুল জুল করে তাকাতে দেখা যায় রাহাকে। আলিয়াকেও তাঁদের দলের খোলেয়াড়দের উৎসাহ দিতে দেখা যায়।
আরও পড়ুন-‘একদিন তুমি আমার মা হবে…', সেদিন সলমনের এই কথায় আমি হতভম্ব হয়ে যাই: দিয়া মির্জা
রণবীর-আলিয়া-রাহার এই ভিডিয়ো দেখে বেজায় খুশি নেটিজেনরা। ভিডিয়োর নিচে কমেন্টের বন্যা বয়ে গিয়েছে।
২০২২ রণবীর-আলিয়ার জীবনে আসে ছোট্ট রাহা। চলতি মাসেই দুই বছর পূর্ণ হয়েছে রাহার। পরিবারের সঙ্গেই মেয়ের জন্মদিন সেলিব্রেট করতে দেখা গিয়েছিল রণবীর-আলিয়াকে। কাজের ক্ষেত্রে আলিয়াকে শেষবার দেখা গিয়েছিল ‘জিগরা’ ছবিতে। যদিও ছবিটি বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। আর রণবীরকে শেষ দেখা গিয়েছিল সন্দীপ রেড্ডি ভাঙ্গার ‘অ্যানিম্যাল’ ছবিতে। রণবীর ও আলিয়া দুজনেই বর্তমানে সঞ্জয় লীলা বনশালির ‘লাভ অ্যান্ড ওয়ার’ ছবির শুটিং করছেন, যা ২০২৬ সালে মুক্তি পাবে।