জোরচর্চা বলিউডের নতুন রাম হচ্ছেন রণবীর কাপুর। জোর খবর নীতিশ তিওয়ারির পরিচালনায় তৈরি ‘রামায়ণ’-এ নামভূমিকায় তিনি। এর মাঝে রামমন্দিরে রামলালার প্রাণপ্রতিষ্ঠা অনুষ্ঠানে হাসিমুখে পাওয়া গেল রণবীর কাপুরকে। ধুতি-পাঞ্জাবিতে সেজে একদিন সবার চেয়ে অনন্য সাজে রণবীর। চোখে কালো রোদচশমা, পাশে বউ আলিয়া। আরও পড়ুন-অমিতাভকে দেখে থমকে দাঁড়ালেন মোদী! হাত চাপড়ে বিগ বি-কে কী বললেন প্রধানমন্ত্রী?
রামভক্তি এদিন মিলিয়ে দিল রণবীরের প্রাক্তন ও বর্তমানকে। রণবীরের জীবনে প্রেম এসেছে বারবার। আলিয়ায় থিতু হওয়ার আগে ক্যাটরিনার সঙ্গে সম্পর্কে ছিলেন রণবীর। তাঁদের বিয়ে নিয়েও কমচর্চা হয়নি, তবে নিন্দকদের দাবি ক্যাটরিনাকে ‘ঠকিয়ে’ তারই বান্ধবী আলিয়ার প্রেমে পড়েন নায়ক। অপর প্রাক্তন দীপাক পাড়ুকোনের সঙ্গে রণবীরের বর্তমান সমীকরণ দুর্দান্ত, তবে ক্যাটরিনার সঙ্গে তেমন মুখ দেখাদেখি নেই। তবে রামলালার প্রাণপ্রতিষ্ঠার দিন প্রাক্তন প্রেমিকা ও তাঁর বর ভিকি কৌশলের পাশে দেখা মিলল রণবীরের।
শুধু কী দেখা মিলল! একসঙ্গে সেলফির জন্য হাসিমুখে পোজও দিলেন তাঁরা। ভিকি কৌশলের ভরসার হাত সেখানে রণবীরের কাঁধে। ছবিতে ভিক্যাট ও রালিয়ার পাশাপাশি দেখা মিলল রোহিত শেট্টি, রাজ কুমার হিরানি, আয়ুষ্মান খুরানা এবং মাধুরী দীক্ষিত ও তাঁর স্বামী ডাঃ শ্রীরাম নেনের।
এদিন অযোধ্যায় বলি তারকারা ঝলমল করলেন সাবেকি সাজে। সবুজ রঙা শাড়ি আর ম্যাচিং শালে দেখা মিলল রাহা-র মায়ের। চুলে খোঁপা আর ছিমছাম সাজ। অন্যদিকে সোনালি শাড়িতে সেজেছিলেন ক্যাটরিনা। বেছে নিয়েছিলেন ম্যাচিং থ্রি কোয়াটার ব্লাউজ। শেরওয়ানি পরেছিলেন ভিকি। হলুদ শাড়ি ও ফুল হাতা ব্লাউজে গ্ল্যামারাস দেখালো মাধুরী দীক্ষিতকে। সকলের পরনেই ছিল গেরুয়া রঙের উত্তরীয়।
দেখুন সেই ভাইরাল ছবি-
শুধু অযোধ্যা নয়, গোটা দেশজুড়ে আজ ‘মহোৎসব’! রামলালা-র বিগ্রহে প্রাণপ্রতিষ্ঠা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দীর্ঘ ১১ দিন ধরে অন্ন গ্রহণ করেননি প্রধানমন্ত্রী। সব-রকম রীতি মেনে আজ পুজো সম্পন্ন হল, রামলালার প্রথম আরতি করেন মোদী। আজ সরয়ূ নদীর তীরে অবিস্মরণীয় মুহূর্তের সাক্ষী থাকল বলিউডের রথী-মহারথীরা। সকাল থেকেই অযোধ্যার রামমন্দির চত্বরে দেখা মিলেছে বি-টাউনের একঝাঁক তারকার। এদিন রামলালার প্রাণপ্রতিষ্ঠায় গর্ভগৃহের মধ্যে মোদী ছাড়াও ছিলেন ছিলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। ছিলেন আরএসএস প্রধান মোহন ভাগবতও।
উপরের ছির তারকাদের পাশাপাাশি দেখা মিলেছে অমিতাভ বচ্চন,অভিষেক বচ্চন, কঙ্গনা রানাওয়াত, জ্যাকি শ্রফের মতো তারকার। পৌঁছেছিলেন শঙ্কর মহাদেবন, সোনু নিগমের মতো সঙ্গীত তারকারাও।