রবিবার রাতেই মুম্বই থেকে ইতালিতে উড়ে গেলেন রণবীর কাপুর এবং আলিয়া ভাট, সঙ্গে ছিল তাঁদের মেয়ে রাহা কাপুরও। মুম্বইয়ের কালিনা বিমানবন্দর থেকে তাঁদের বেশ কয়েকটি ছবি এবং ভিডিয়ো ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে এসেছে।
এক পাপারাৎজি তাঁদের ছবি শেয়ার করেছেন। ছবিতে দেখা গিয়েছে, রাহা তার বাবার কোলে বসে আছে। তবে বিমানবন্দরের দিকে যাওয়ার সময় আলিয়ার কোলেই ছিল সে, পরে রাহাকে বাবার কোলে দেখা যায়। রণবীর গাড়ি থেকে নেমে পাপারাৎজিদের দেখে হাতও নাড়ান।
আরও পড়ুন: 'এরকম করবেন না', রাঘবকে নিয়ে সিদ্ধিবিনায়ক মন্দিরে, নির্বাচনের প্রসঙ্গ উঠতেই ক্ষেপে লাল পরিণীতি
আলিয়া পরনে ছিল ছাই রঙা হুডি ও প্যান্ট। অন্য দিকে, রণবীরকে দেখা গিয়েছে সাদা টি-শার্ট ও ধূসর রঙের ট্রাউজারে। রাহাও সেজে উঠেছিল সাদা পোশাকে। জানা গিয়েছে তাঁরা অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের প্রাক-বিবাহের অনুষ্ঠানে যোগ দেবেন বলে ইতালিতে যাচ্ছেন। তিন দিন ধরে ক্রুজে হবে এই অনুষ্ঠান। ক্রুজটি ইতালি থেকে ফ্রান্সের দিকে যাবে। প্রসঙ্গত, এর আগেও জামনগরে তিন দিন ব্যাপি প্রাক-বিবাহের অনুষ্ঠান হয়েছিল। সেখানে দেশ-বিদেশের বহু অতিথি ছিলেন, ছিলেন রাহা-রণবীর-আলিয়াও।
অন্যদিকে, রবিবার আলিয়া রাহার একটি ছবি ইনস্টাগ্রামে শেয়ার করে নিয়েছিলেন। ছবিতে, দেখা গিয়েছিল মেয়েকে কোলে নিয়ে একটি সোফায় বসে আছেন অভিনেত্রী। মা-মেয়ে মিলে 'বেবি বি কাইন্ড' নামের একটি বই পড়ছেন। ছবিটি শেয়ার করে আলিয়া ক্যাপশনে লেখেন, 'বেবি বি কাইন্ড'।
আরও পড়ুন: ঘোষণার ৩ বছর পর শুরু হচ্ছে 'জি লে জরা'র কাজ! আলিয়া-ক্যাটরিনা-প্রিয়ঙ্কার কি থাকছেন?
আলিয়া এবং রণবীর কাপুর পাঁচ বছর ডেট করার পর, ১৪ এপ্রিল, ২০২২-এ বান্দ্রার ফ্ল্যাটেই সাতপাকে বাঁধা পড়েন। ওই বছরের নভেম্বরেই তাঁদের জীবনে আসে মেয়ে রাহা।
কাজের সুত্রে, আলিয়াকে এরপর বেদাং রায়নার সঙ্গে 'জিগরা' ছবিতে দেখা যাবে। ভাসান বালা পরিচালিত 'জিগরা'য় করণ জোহর সঙ্গে সহ-প্রযোজনা করেছেন আলিয়াও। ছবিটি ২৭ সেপ্টেম্বর, ২০২৪-এ প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। এছাড়াও তাঁকে স্পাই ইউনিভার্স একটি ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। তার জন্য প্রস্তুতি নিচ্ছেন নায়িকা। এই বছরের শেষের দিকে শুরু হবে ছবির শ্যুটিং।
মাত্র এক সপ্তাহ আগেই লন্ডনের গুচি ক্রুজ শোতে আলিয়াকে দেখা গিয়েছিল। চলতি বছরের মার্চ মাসে, আলিয়া লন্ডনে তাঁর প্রথম চ্যারিটি গালা অনুষ্ঠানের আয়োজন করেছিলেন। সালাম বোম্বে ফাউন্ডেশনের সহায়তায় ভারতের সুবিধাবঞ্চিত ছেলে-মেয়েদের জন্য তহবিল সংগ্রহ কররা জন্য নায়িকা হোপ গালায় ভাগ নেন।