বলি পাড়ায় জোর গুঞ্জন, এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে সাত পাকে বাঁধা পড়তে চলেছেন রণবীর কাপুর এবং আলিয়া ভাট। পরিবার ও কাছের বন্ধুদের উপস্থিতিতে হবে বিয়ের সমস্ত আয়োজন। মা-বাবার মতো চেম্বুরের আরকে হাউজেই বিয়ে করবেন রণবীর।
কিন্তু অনুরাগীদের মনে প্রশ্ন, জেঠু রণধীর কাপুর কী বিয়েতে হাজির থাকবেন? প্রসঙ্গত, ডিমেনশিয়ায় প্রাথমিক লক্ষণ দেখা গিয়েছে জেঠু রণধীর কাপুরের মধ্যে, সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছিলেন অভিনেতা রণবীর কাপুর। ভাইপোর মন্তব্যের পালটা প্রতিক্রিয়া জানিয়েছিলেন প্রবীণ অভিনেতা।
টাইমস অফ ইন্ডিয়া নাওকে দেওয়া এক সাক্ষাৎকারে রণবীরের বক্তব্যে হেসে ফেলেন রণধীর। বলেন, ‘এমন কিছুই হয়নি। তেমন কোনও ব্যাপার নয়। কিছু দিন আগেই আমার কোভিড হয়েছে। আমি পুরো সুস্থ আছি। রণবীরের ইচ্ছে; ওর যা খুশি বলার অধিকার আছে।’
এরপরই জল্পনা উড়েছিল, রণবীরের বক্তব্যে মোটেই খুশি নন রণধীর। তাই ভাইপো-এর বিয়েতে উপস্থিত থাকতে না-ও পারেন। কিন্তু কাপুর পরিবারের এক ঘনিষ্ঠ সূত্রে খবর, রণধীর কাপুর অবশ্যই ‘রালিয়া’র বিয়েতে হাজির থাকবেন।
সূত্রের খবর, ১৩ এপ্রিল থেকে শুরু হবে বিয়ের অনুষ্ঠান। ওই দিন মেহেন্দি অনুষ্ঠান। আলিয়ার দাদু এন রাজদানের শারীরিক অবস্থার কথা মাথায় রেখে বিয়ের অনুষ্ঠান ১৭ তারিখ থেকে এগিয়ে ১৩ তারিখে করা হয়েছে। যদিও এখনও পুরোপুরো সব ঠিক হয়নি। মেহেন্দি অনুষ্ঠানের একদিন আগে ১২ এপ্রিল পর্যন্ত করণ জোহরের ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’র শ্যুটিং করতে চলেছেন আলিয়া।
সূত্র মারফত আরও খবর, আলিয়া-রণবীরের বিয়ের পর কোনও রিসেপশন পার্টির ব্যবস্থা থাকছে না। পরিবর্তে দম্পতির ঘনিষ্ঠ বন্ধু, সহযোগী এবং পরিবারের সদস্যরা সবাই বিয়ের দিনের অংশ হবেন।