একসময় একাধিক অভিনেত্রীর সঙ্গে চুটিয়ে প্রেম করেছেন। তবে আলিয়াকে বিয়ে করে রণবীর আপাতত পুরো দস্তুর সংসারী। আর রাহা আসার পর রণবীরের এখন মেয়ে অন্ত প্রাণ। কাজের ফাঁকে তাই আলিয়া ও মেয়ের সঙ্গেই সময় কাটাতে দেখা যায় 'কাপুর' পুত্রকে। সম্প্রতি বউ-মেয়েকে নিয়ে বেড়াতে বের হতে দেখা গেল তাঁকে।
সোমবার বিলাসবহুল বেন্টলি গাড়িতে করে আলিয়া ও রাহাকে নিয়ে বেড়াতে বের হয়েছিলেন রণবীর। আর তাঁদের এই 'আউটিং' পাপারাৎজির নজর এড়ায়নি। গত বছরই নিজেই নিজেকে এই লাসবহুল বেন্টলি গাড়ি উপহার দিয়েছিলেন রণবীর কাপুর। সেই গাড়িতেই দেখা গেল তাঁদের। ড্রাইভার নয়, নিজেই গাড়ি চালাচ্ছিলেন অভিনেতা, তখন তাঁর পাশে বসেছিলেন স্ত্রী আলিয়া, ছিল ছোট্ট রাহাও।
রণবীর যে গাড়িটি চালাচ্ছিলেন সেটি হল গাঢ় নীল রঙের বেন্টলি কন্টিনেন্টাল জিটি ভি ৮। এই গাড়ির বাজার মূল্য প্রায় ৬ কোটি টাকা। গতবছরই অ্যানিম্যাল-এর সাফল্যের পর নিজেই নিজেকে এই গাড়িটি উপহার দিয়েছিলেন তারকা।
এদিকে কাজের ক্ষেত্রে শেষবার দেখা গিয়েছে ব্লকবাস্টর ছবি 'অ্যানিম্যাল'-এ। যেটি কিনা শুধুমাত্র ভারতীয় বক্স অফিসেই ৯১৫ কোটি টাকার ব্যবসা করেছিল। এদিকে কাজের ক্ষেত্রে রণবীরকে খুব শীঘ্রই সঞ্জয় লীলা বানশালির 'লাভ অ্যান্ড ওয়ার' ছবিতে দেখা যাবে। যে ছবিতে তাঁর সঙ্গে দেখা যাবে ভিকি কৌশল ও আলিয়া ভাটকেও। ২০০৭ সালে প্রথম ছবি 'সাওয়ারিয়া'র পর এই প্রথম বনশালির সঙ্গে ফের কাজ করতে চলেছেন রণবীর।
অন্যদিকে নীতিশ তিওয়ারির ‘রামায়ণ’-এরও একটি পার্টের শ্যুটিং সেরে ফেলেছেন অভিনেতা। সেখানে রাম-এর ভূমিকায় দেখা মিলবে 'কাপুর' পুত্রের। আবার অভিনয়ের পাশাপাশি সম্প্রতি লাইফস্টাইল ব্র্যান্ডও খুলেছেন রণবীর কাপুর। নাম রেখেছেন ARKS। গত ১৪ ফেব্রুয়ারি, শুক্রবার মুম্বইয়ের বান্দ্রায় নিজেই ARKS-স্টোরের উদ্বোধনে গিয়েছিলেন।
নিজের ব্র্যান্ড সম্পর্কে কথা বলতে গিয়ে রণবীর একটি প্রেস নোটে বলেন, ‘ARKS এমন পণ্য তৈরি করবে যে পোশাকগুলিতে কোনও উগ্রতা নেই, অথচ এগুলি সুন্দর স্টাইল স্টেটমেন্ট তৈরি করবে। এর ডিজাইন হবে খুবই ছিমছাম। যে পোশাক পরে আপনি আরও আত্মবিশ্বাসী হয়ে উঠবেন। আপনি কী পরেন, আপনি কী ব্যবহার করেন এবং কীভাবে জীবনযাপন করেন তারই একটা সুন্দর ধারনা দেবে এই পোশাকগুলি।’