বাংলা নিউজ > বায়োস্কোপ > Ranbir-Alia: এপ্রিলের দ্বিতীয় সপ্তাহেই বিয়ে! কেন এই সিদ্ধান্ত নিতে বাধ্য হলেন রণবীর-আলিয়া?

Ranbir-Alia: এপ্রিলের দ্বিতীয় সপ্তাহেই বিয়ে! কেন এই সিদ্ধান্ত নিতে বাধ্য হলেন রণবীর-আলিয়া?

রণবীর-আলিয়া

চেম্বুরে রণবীরের পৈতৃক ভিটেতেই বসবে বিয়ের আসর। কেন তড়িঘড়ি বিয়ের সিদ্ধান্ত নিলেন দুজনে? 

কবে সাত পাকে বাঁধা পড়বেন রণবীর কাপুর ও আলিয়া ভাট? এই প্রশ্নের উত্তর খুঁজছে গোটা দেশ। গত দু-বছর ধরে নানান সময়ে ‘রালিয়া’র বিয়ের গুঞ্জন মাথাচাড়া দিয়েছে, অবস্থা এমন পর্যায়ে পৌঁছেছে যে দিন কয়েক আগে অভিনেত্রী আলিয়া ভাট নিজের মুখে বলেছেন ‘আমি যখন সত্যি বিয়ে করব, হয়ত মানুষজন তখনও সেটাকে গুজবই ভাববে, তবে সেটা আমার জন্য ভালো ব্যাপার’। 

গত কয়েকদিন ধরে ফের একবার রণবীর-আলিয়ার বিয়ের খবরে সরগরম বলিউড। ETimes সূত্রে পাকা খবর এপ্রিলের দ্বিতীয় সপ্তাহেই গাঁটছড়া বাঁধবেন রণবীর-আলিয়া। কাপুর ও ভাট পরিবারের এক ঘনিষ্ঠ জানিয়েছে আলিয়ার দাদু খুবই অসুস্থ, এবং তাঁর শেষ ইচ্ছা নাতনির বিয়ে দেখে যাওয়া। সোনি রাজদানের বাবা এন রাজদান নাকি ভীষণ পছন্দ করেন রণবীরকে। তিনি একান্তভাবে চাইছেন রণবীর-আলিয়া দ্রুত বিয়েটা সেরে ফেলুক। দাদুর ইচ্ছের মর্যাদা দিতেই নাকি তড়ঘড়ি বিয়ের সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন তারকা জুটি। 

সূত্রের তরফে আরও জানা যাচ্ছে বিয়ের তারিখ খুব সম্ভবত ১৭ই এপ্রিল। তবে আলিয়ার দাদুর শারীরিক পরিস্থিতি জেরে দু-একদিন হেরফের হতে পারে বিয়ের তারিখ। বিয়েতে কেবলমাত্র দুই পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুরাই হাজির থাকবে। এক বা দু-দিনের অনুষ্ঠান হবে, কোনওরকম জাঁকজমক থাকবে না। চেম্বুরের পৈতৃক ভিটেতেই আলিয়াকে নিজের ঘরণী করবেন রণবীর। সেই আয়োজন চলছে খুব চুপিসাড়ে। আলিয়া-রণবীর পরিবারের সকলের সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলে একটি তারিখ ঠিক করবার চেষ্টা চালাচ্ছেন, দুজনেই চান ওই বিশেষ দিনে পরিবারের সবাই হাজির থাকুক। 

ইতিমধ্যেই কাপুর পরিবারের সকলে বউমার চোখেই দেখে আলিয়াকে। তাই অতিরিক্ত কোনও জাঁকজমক নয়, খুব সাদামাটাভাবেই বিয়ের অনুষ্ঠানটা সেরে ফেলতে চাইছে ‘রালিয়া’। 

যদিও গতকালই রণবীর-আলিয়ার বিয়ের গুঞ্জন উড়িয়ে দিয়েছেন কাপুর পরিবারের প্রবীণ সদস্য তথা রণবীরের জেঠু রণধীর কাপুর।হিন্দুস্তান টাইমসকে মহারাষ্ট্রের শিরডি থেকে বর্ষীয়ান অভিনেতা জানান, 'আমি মুম্বইতে নেই আপাতত, বিয়ের ব্যাপারে আমি তো অন্তত কিছু শুনিনি। যদি আমার বাড়িতে এমন একটা বিয়ের অনুষ্ঠান ঘটত, তাহলে আমি নিশ্চিত কেউ অন্তত আমাকে ফোন করে জানাতো। সত্যিটা আদতে কী? সেটা জানতে আর মাত্র দিন কয়েকের অপেক্ষা। 

 

 

বন্ধ করুন