২০২২ সালে সাত পাকে বাঁধা পড়েছিলেন রণবীর কাপুর-আলিয়া ভাট। বিয়ের পর, বিশেষ করে সন্তান হওয়ার পর নিজেকে একেবারে পাল্টে ফেলেছেন রণবীর। এখন তিনি আদ্যপ্রান্ত একজন ঘরোয়া মানুষ। স্ত্রী এবং মেয়ে ছাড়া আর কিছুই বোঝেন না তিনি।
২০২২ সালের নভেম্বর মাসে কন্যা সন্তান রাহার জন্ম হয়। একেবারে ছোট্ট পুতুল যেন সে। রাহার বয়স এখন দু'বছর। মেয়ে একটু বড় হতেই আবার ফ্যামিলি প্ল্যানিং শুরু করে দিয়েছেন রণবীর এবং আলিয়া। রণবীরের বার্তায় অন্তত সেই ইঙ্গিতই পাওয়া গেল।
আরও পড়ুন: 'শরীর খারাপ হলেই নাটক...', স্ত্রীর অসুস্থতা নিয়ে এ কী বললেন নাগা!
আরও পড়ুন: 'আমরা সবাই খুব…', গৌরীকে নিয়ে কী মত আমিরের দিদি নিখাতের?
এখনকার বেশিরভাগ তারকাদেরই দুটি করে সন্তান। বিয়ের কয়েক বছরের মধ্যেই ফ্যামিলি প্ল্যানিং কমপ্লিট করে ফেলছেন তাঁরা। প্রথম সন্তানের জন্মের পর খুব একটা বিরতি নিচ্ছেন না কেউ। সেই তালিকায় রয়েছেন আলিয়াও। প্রথম সন্তানের দুবছর হতে না হতেই এবার দ্বিতীয় সন্তান নেওয়ার প্ল্যানিং শুরু করে দিয়েছেন আলিয়া, অন্তত রণবীরের বার্তা শুনে সেটাই বোঝা যাচ্ছে।
মেয়ের জন্মের পর মেয়ের নাম নিজের শরীরে খোদাই করেছিলেন রনবীর। অভিনেতার জীবনের প্রথম উল্কি ছিল সেটাই। সম্প্রতি একটি সাক্ষাৎকারে রণবীর বলেন, ‘খুব শীঘ্রই দ্বিতীয় উল্কি করাব। দ্বিতীয় উল্কি ৮ সংখ্যা হতে পারে আবার দ্বিতীয় সন্তানের নাম হতে পারে।’
আরও পড়ুন: 'মায়ের কথা না শুনে...', হেমা মালিনীর কোন কথা অগ্রাহ্য করেছিলেন এষা?
আরও পড়ুন: মুক্তির মাস ঘুরতে না ঘুরতেই অনলাইনে ফাঁস ভিকির ‘ছাবা’, কড়া পদক্ষেপ মুম্বই পুলিশের
তবে শুধু রণবীর নন, আলিয়াকেও কিছুদিন আগে একটি সাক্ষাৎকারে দ্বিতীয় সন্তানের প্রসঙ্গ তুলতে শোনা যায়। এবার একই কথা বললেন রনবীরও। দুজনের কথা শুনে বোঝাই যাচ্ছে, খুব শীঘ্রই রাহা দিদি হতে চলেছে। আলিয়ার গর্ভে আসতে চলেছে ছোট্ট আলিয়া বা ছোট্ট রনবীর।
প্রসঙ্গত, এই মুহূর্তে রণবীর এবং আলিয়া সঞ্জয়লীলা বনশালি পরিচালিত ‘লাভ অ্যান্ড ওয়ার’ সিনেমার শুটিং নিয়ে ভীষণ ব্যস্ত। পরবর্তী সময়ে ‘ব্রহ্মাস্ত্র ২’ সিনেমাতেও একসঙ্গে দেখা যাবে এই তারকা জুটিকে।