বলিউড অভিনেতা রণবীর কাপুর গতকাল বিকেলে মুম্বাইয়ে পৌঁছালেন ভোট দিতে। অভিনেতার পরণে ছিল সাদা শার্ট, জিন্স। তবে যা দৃষ্টি আকর্ষণ করেছিল তা হল সোনালী স্টাড যা তিনি তার কানে পরেছিলেন। এটি তাঁর আপকামিং ছবি‘রামায়ণ’-এর অংশ হিসাবে হয়তো তিনি পড়েছেন বলে মনে করা হচ্ছে।
রণবীর কাপুর ভোটকেন্দ্রে প্রবেশ করার মুহুর্তে, তিনি প্রবীণ অভিনেতা প্রেম চোপড়া এবং তার জামাই এবং অভিনেতা শারমন জোশিকে দেখতে পান। আর দেখা মাত্রই শ্রদ্ধার চিহ্ন হিসাবে প্রেম চোপড়ার পা ছুঁয়ে প্রণাম করেন। দেখা করেন শারমনের সঙ্গেও।
ভোট দেওয়ার জন্য ভোট কেন্দ্রের ভিতরে যাওয়ার আগে এই তিনজনের মধ্যে চলে কয়েক মিনিটের মিষ্টি ব্যবহার ও কথোপকথন। চলে যাওয়ার আগে, শ্রদ্ধার চিহ্ন হিসাবে প্রেম চোপড়ার পা স্পর্শ করেন আর কে।
অপরদিকে গোটা বলিউড কাল উপস্থিত ছিলেন নির্বাচন কেন্দ্রে। অভিনেত্রী শ্রদ্ধা কাপুর তার মা, মাসি পদ্মিনী কোহলাপুরি, ভাই সিদ্ধান্তের সাথে তাদের ভোট দিতে এসেছিলেন।ভোট কেন্দ্রের ভিতরে যাওয়ার সময় শ্রদ্ধাকেও সাদা স্যুট পরা দেখা গেছে।
আরও পড়ুন: (‘ইমি ইমি’ গানে ট্রেন্ডিংয়ে থাকার পর এবার কান উৎসবে সকলের নজর করলেন জ্যাকলিন)
ভোট দিতে এসেছিলেনটাইগার শ্রফও । ভোট দেওয়ার বিষয়ে তিনি বলেন:‘প্রত্যেকেরই এই এক আঙুলের উপর ক্ষমতা রয়েছে। অনুগ্রহ করে যান এবং ভোট দিন।’
এর আগে করিনা কাপুর, সইফ আলি খান, কিয়ারা আদভানি, গুলজার, অনিল কাপুর, সুনীল শেঠি, শিল্পা শেঠি সহ অনেক বলিউড সেলিব্রিটিদের ভোট দিতে দেখা গেছে। দীপিকা পাড়ুকোনকেও তাঁর ছোট্ট বেবী বাম্প নিয়ে উপস্থিত থাকতে দেখা গেছে ভোট কেন্দ্রে, ছিলেন ছায়া সঙ্গী স্বামী রণবীর। ভোটকেন্দ্রে ঢোকার সময় তিনি রণবীরের হাত ধরে ছিলেন।
আরও পড়ুন: (‘লোকে বলে ভালো জিনিস…’! মিঠাই রানির প্রেম নিয়ে চর্চা, ইনস্টায় কী ইঙ্গিত সৌমিতৃষার)
ধর্মেন্দ্র, শোভা খোটের মতো বর্ষীয়ান অভিনেতারাও ভোটকেন্দ্রে পৌঁছেছেন এবং তাদের ভোটাধিকার নিশ্চিত করেছেন।
ভোরবেলা, জাহ্নবী কাপুর, রাজকুমার রাও, অক্ষয় কুমারকে তাদের ভোট দিতে দেখা গেছে কারণ এরপর তাঁদের নিজেদের শ্যুটিং-এর কাজে চলে যেতে হয়। গত বছর কানাডার নাগরিকত্ব ছেড়ে দেওয়ার পর ভারতে অক্ষয় কুমারের এই প্রথমবার ভোটদান।