১৫০ কোটির ছবি, আয় করে মাত্র ৪২ কোটি টাকা। ২০২২-এ মুক্তি পাওয়া রণবীর কাপুরের 'শামসেরা' বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। রণবীরের অভিনয় প্রশংসিত হয়ছে ঠিকই তবে দুর্বল চিত্রনাট্য ছবিটির সাফল্যে বাধা হয়ে দাঁড়ায়। তবে তারপরেও রণবীরকে তাঁর এক মহিলা অনুরাগী বলেন, 'শামসেরা' তাঁর ভালো লেগেছে। আর তা শুনে রণবীর ঠিক কী উত্তর দিলেন জানেন?
'শামসেরা'র মতো চূড়ান্ত ব্যর্থ একটা ছবি ভালো লেগেছে শুনে রণবীর তাঁর অনুরাগীকে বলেন, 'আপনি অন্ধ ভক্ত।' প্রিয় অভিনেতার কথা শুনে ওই মহিলা বলেন, আমার কনসেপ্ট ভালো লেগেছে। এই ছবি ৯০ এর দশকে মুক্তি পেলে বড় হিট হত।' রণবীর উত্তরে বলেন, ‘শামশেরার গল্পটা একটু পুরনো ছিল। দেখে মনে হবে আপনি আগেও এমন ছবি দেখেছেন, এতে কোনও নতুনত্ব নেই।’ রণবীরের কথায়, ‘এটি বক্স অফিসে কোনও কাজেই আসেনি। আসল দর্শকরাই রাজা। তাঁরা পছন্দ করছেন না মানে বুঝতে গণ্ডোগোল আছে।’
আরও পড়ুন-আরও পড়ুন-‘দুই রণবীরের জন্যই আমার কেরিয়ারে প্রভাব পড়েছিল’! বলছেন আয়ুষ্মান
রণবীরের 'শামসেরা' অভিনয় করেছেন সঞ্জয় দত্ত ও বাণী কাপুর। ছবি সঞ্জয় দত্তের অভিনয়ও প্রশংসিত হয়েছে। প্রশংসিত হয়েছিল রণবীরের অভিনয়ও। ছবিতে লার্জার দ্যান লাইফ হিরোর ভূমিকায় অভিনয় করেন রণবীর কাপুর। চকোলেট বয় ইমেজ ছেড়ে নতুন লুকে দেখা গিয়েছিল তাঁকে। ১৮৭১-এর প্রেক্ষাপটে তৈরি হয় ছবির গল্প। ছিল সঞ্জয় দত্তের সঙ্গে রণবীরের অ্যাকশন দৃশ্যও। এখানে পরাধীন ভারতবর্ষের সময়ের গল্প উঠে আসে, যেখানে ‘শামসেরা’ নিজের লোকজনদের স্বাধীন দেখতে চায়, কিন্তু তাঁণর বিরুদ্ধে ষড়যন্ত্র রচনা হয়। বিশ্বাসঘাতকতা করেন পুলিশ আধিকারিক ‘শুদ্ধ সিং’ (সঞ্জয় দত্ত)। 'শামসেরা'র মৃত্যুর পর বাবার প্রতিশোধ নিতে আসে ছেলে 'বল্লি'। ছবিতে শামসেরা ও বল্লি দুই চরিত্রেই রণবীর কাপুর অভিনয় করেছেন। রণবীর, সঞ্জয় দত্ত দারুণ অভিনয় করেও এখানে কিছুই করতে পারেননি, গল্পই ছবিকে ডুবিয়ে দেয়। ছবিতে ছিল পরিচালক করণ মালহোত্রার অযত্নের ছাপ।