রণবীর কাপুর অভিনীত সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত ‘অ্যানিম্যাল’ বক্স অফিসে ব্যপক সাফল্য পাওয়ায়, তাঁরা দর্শকদের উত্তেজনার পারদ বাড়িয়ে দেওয়ার জন্য ছবির সিক্যুয়াল 'অ্যানিম্যাল পার্ক' -এর ঘোষণা করেছিলেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে দর্শকদের আরও চমক দিয়ে রণবীর জানান যে, পরিচালক 'অ্যানিম্যাল'কে একটি ট্রিলজিতে আনতে চান। তাছাড়াও তিনি তাঁর স্ত্রী অভিনেত্রী আলিয়া ভাটের সঙ্গে তাঁর পরবর্তী ছবি 'ব্রহ্মাস্ত্র ২' সম্পর্কেও নানা কথা প্রকাশ করেন।
ডেডলাইন হলিউডকে দেওয়া এক সাক্ষাৎকারে রণবীর বলেছেন যে তাঁরা ২০২৭ সালের মধ্যে 'অ্যানিমেল' এর সিক্যুয়েল অর্থাৎ ‘অ্যানিম্যাল পার্ক’ -এর শুটিং শুরু করবেন, কারণ পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা বর্তমানে অন্য একটি ছবির কাজে ব্যস্ত রয়েছেন। রণবীর আরও জানান যে, 'অ্যানিম্যাল'- এর জন্য সন্দীপের দৃষ্টিভঙ্গি ঠিক যা তিনি সেটাই পর্দায় ফুটিয়ে তোলার চেষ্টা করেছিলেন। পরিচালক গল্পটিকে তিনটি অংশে দেখানোর পরিকল্পনা করেছেন। তিনি জানিয়েছেন যে, দ্বিতীয় পর্বের নাম 'অ্যানিমেল পার্ক' তা বহু আগেই প্রকাশ করা হয়েছে। এই সিক্যুয়াল নিয়ে আলোচনা প্রথম ছবির সেটেই শুরু হয়েছিল।
আরও পড়ুন: ঋষি কৌশিক নন, লীনার মেগায় অপরাজিতার বিপরীতে নতুন নায়ক! জানেন তিনি কে?
‘অ্যানিম্যাল পার্ক’ -এ তাঁর ভূমিকা নিয়ে কথা বলার সময়, রণবীর বলেন, ‘এই চরিত্রটা উত্তেজনার পারদ আরও কিছুটা বাড়িয়ে দেবে কারণ এখন আমি এই ছবিতে দুটি চরিত্রে অভিনয় করব, সেখানে প্রতিপক্ষও আমি আবার নায়কও আমি।’ আরও বিশদভাবে, অভিনেতা ব্যাখ্যা করেছিলেন যে, প্রতিপক্ষ প্রথম অংশে প্লাস্টিক সার্জারি করে, নায়কের সঙ্গে সাদৃশ্য দেখানোর জন্যই। এই নতুন প্লট যে গল্পের মোড় দ্বিতীয় ছবিতে আরও ঘুরিয়ে দেবে তা বলাই বাহুল্য।
তবে কেবল 'অ্যানিম্যাল' নয় অভিনেতার ঝুলিতে আরও অনেক ছবি রয়েছে। তাঁর মধ্যে অন্যতম হল ‘ব্রহ্মাস্ত্র’। এই ছবির পরবর্তী পার্টের জন্য বহু দিন থেকেই মুখিয়ে আছেন দর্শকরা। এই ছবির সিক্যুয়াল সম্পর্কেও আপডেট শেয়ার করেছেন নায়ক। তিনি জানান যে, ‘দেব’ ছবিটির চিত্রনাট্য লেখা হচ্ছে। প্রথম অংশে ছিল 'শিবা'। রণবীর সিক্যুয়েলের কাস্ট সম্পর্কেও তাঁর চাপা উত্তেজনার আভাস দিয়েছেন, তবে ছবিতে কী কী চমক অপেক্ষা করছে বা কারা কারা থাকছেন সেই বিষয়ে অবশ্য গোপনীয়তা রেখেছেন অভিনেতা।
আরও পড়ুন: 'পুরো কৃতিত্ব করণ জোহরের…' কাল হো না হো মুক্তির ২১ বছর পর কেন এমন বললেন পরিচালক
রণবীর ছবির পরিচালক এবং ঘনিষ্ঠ বন্ধু অয়ন মুখোপাধ্যায়ের প্রশংসা করেছেন। তিনি বিশ্বাস করেন যে 'ব্রহ্মাস্ত্র' ফ্র্যাঞ্চাইজির ভবিষ্যতে অনেক সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ‘ব্রহ্মাস্ত্র ২’তেও আলিয়া ভাট থাকছেন কিনা জানতে চাওয়া হলে রণবীর বলেছেন ‘অবশ্যই’। ইতিমধ্যে, রণবীর সাই পল্লবীর সঙ্গে বহুল প্রত্যাশিত ছবি 'রামায়ণ ১'- এ কাজ শেষ করেছেন।