২০১৩ সালে মুক্তি পেয়েছিল ‘ইয়ে জওয়ানি হে দিওয়ানি’। দীপিকা পাডুকোন, রণবীর কাপুর, কল্কি কোয়েচিন, আদিত্য রায় কাপুর, কুনাল রয় কাপুর অভিনীত এই সিনেমাটি মানুষকে শিখিয়েছিল বাঁচার আসল মানে। ১০ বছর অতিক্রান্ত হলেও সিনেমাটির প্রতি ভালবাসা বিন্দুমাত্র কম হয়নি মানুষের। এবার সিনেমাটির দ্বিতীয় পর্ব নিয়ে জোর জল্পনা কল্পনা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়া জুড়ে।
সম্প্রতি ধর্মা প্রোডাকশনের তরফ থেকে একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে। ছবিটি দেখে ফের আরও একবার ‘ইয়ে জওয়ানি হে’ দিওয়ানি সিনেমার কথা মানুষের মনে পড়ে যায়। ২০১৩ সালের মুক্তিপ্রাপ্ত ওই সিনেমার মতোই ঠিক একই ভাবে এই ছবিতেও দাঁড়িয়ে রয়েছে চার বন্ধু। যদিও প্রত্যেকের মুখ পিছনের দিকে করা, কিন্তু প্রেক্ষাপট একেবারে এক।
আরও পড়ুন: ১৮ দিনেই বিশ্বজুড়ে ১৫০০ কোটি টপকে গেল আল্লু অর্জুনের ছবি! ভারতে কত আয় করল পুষ্পা ২?
ছবিটি পোস্ট করে ক্যাপশনে লেখা রয়েছে, ইনসে পেয়ার হো যায়েগা... ফির সে!! স্টে টিউনড। (ভালোবেসে ফেলবেন.. আবার!! সঙ্গে থাকুন।) হ্যাঁ, গোটা সিনেমায় এই ডায়লগটি ভীষণভাবে মানুষের মনে আছে কারণ এই সিনেমাটি মুক্তির কিছুদিন আগেই রণবীর এবং দীপিকার ব্রেকআপ হয়ে যায়। স্বাভাবিকভাবেই এটি শুধু ডায়লগ নয়, এটি ছিল একটি ইমোশন।
ধর্মা প্রোডাকশনের তরফ থেকে ছবিটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই অনেকে রণবীর এবং দীপিকা অভিনীত ইয়ে জওয়ানি হে দিওয়ানি সিনেমার স্মৃতি রোমন্থন করেছেন। একজন লিখেছেন, দ্বিতীয় পর্ব আসছে? নাকি ১০ বছর উপলক্ষে এটি আবার মুক্তি পাবে? দ্বিতীয় একজন লিখেছেন, ‘কাল হো না হো’ বা ‘করণ অর্জুন’-এর মতো এটি হয়ত রি রিলিজ হতে পারে।
আরও পড়ুন: করণ আঁজলাকে শোম্যান তকমা করণ জোহরের! মুম্বই কনসার্টে প্রযোজকের সঙ্গী হলেন কে?
আরও পড়ুন: আল্লুর বাড়িতে হামলার নেপথ্যে কি ‘হাত’? অভিযোগ অস্বীকার করে কী বলছে কংগ্রেস?
প্রসঙ্গত, ‘ইয়ে জওয়ানি হে দিওয়ানি’ সিনেমাটির সিকুয়েল মুক্তির প্রসঙ্গ উঠেছিল কিছু বছর আগে। সিকুয়েল প্রসঙ্গে প্রশ্ন করায় রনবীর বলেছিলেন, এটি দুর্দান্ত একটি সিনেমা। গল্পটিও ভীষণ ভালো। এই সিনেমার দ্বিতীয় পর্ব তৈরি করাই যেতে পারে। অয়ন ভীষণ ভালো গল্প বলে। সিনেমাটি দ্বিতীয় পর্ব হয়তো বছর দুয়েক পরে ও তৈরি করতে পারে। রণবীরের সেই কথাগুলোই এখন সত্যি বলে মনে হচ্ছে ধর্মা প্রোডাকশনের পোস্ট করা এই ছবিটি দেখে।