চলতি বছরে বক্স অফিসে একের পর এক মুখ থুবরে পরেছে একাধিক হিন্দি ছবি। আশঙ্কা ছিল ‘ব্রহ্মাস্ত্র’র সঙ্গেও তেমনটাই হবে। তবে নিন্দুকদের মুখে ছাই দিয়ে বেশ ভালো ব্যবসা করেছে অয়ন মুখোপাধ্যায় পরিচালিত এই সিনেমা। তবে অনেকেই দাবি করছেন বক্স অফিসের যে রিপোর্ট সামনে আসছে তা ভুল, বিশেষ করে বলি নায়িকা কঙ্গনা রানাওয়াত এমনটাই মনে করছেন। এবার এই নিয়ে কথা বলতে শোনা গেল ছবির নায়ক রণবীর কাপুরকে। অভিনেতা জানালেন ‘ব্রহ্মাস্ত্র’র অর্থনীতি অনেকটাই আলাদা, ব্রহ্মাস্ত্র-র বাজেট নিয়ে যে খবর বের হচ্ছে সেটাও ‘ভুল’ বলে দাবি করলেন রণবীর।
ব্রহ্মাস্ত্র নিয়ে কঙ্গনা প্রশ্ন তুলেছিলেন মাত্র ২০০-২৫০ কোটি আয় করার পরেই কীভাবে এই ছবিকে হিট বলা হচ্ছে? যেখানে সিনেমার বাজেট তাঁর থেকে কয়েক গুণ বেশি। কঙ্গনা নিজের ইনস্টা স্টরিতে লিখেছিলেন, ২৪৬ কোটি আয় করার পর ৬৫০ কোটির বাজেটের এই ছবিকে কীভাবে হিট বলা যায়? আরও পড়ুন: মন ফাগুন শেষ হতেই সৃজলা গুহ নায়িকা থেকে লেখিকা, প্রকাশ করলেন প্রেমের কবিতার বই
অয়ন মুখোপাধ্যায় এই সাই-ফাই থ্রিলার নিয়ে আসবেন তিনটি পার্টে। যার মধ্যে প্রথম ‘ব্রহ্মাস্ত্র পার্ট ওয়ান: শিবা’। ছবিতে রণবীরের পাশাপাশি রয়েছেন আলিয়া ভাট, মৌনি রায়, অমিতাভ বচ্চন, নাগার্জুনা। একাধিক সূত্র বলছে ব্রহ্মাস্ত্রর বাজেট ৪১০ কোটি মতো। এখনও পর্যন্ত গোটা বিশ্বে ছবিটা আয় করেছে ৩৫০ কোটি মতো। আর ভারতে ২০০ কোটি।
বাজেট আর বক্স অফিস রিপোর্ট নিয়ে এত কথা চালাচালিতে মুখ খুলেছেন রণবীর কাপুর। দৈনিক ভাস্করকে দেওয়া এক সাক্ষাৎকারে জানান, ‘কদিন ধরে আমরা দেখছি মানুষ খুব ব্রহ্মাস্ত্র-র বাজেট নিয়ে আলোচনা করছে। বলছে এই বাজেট ছিল, এই আয় হয়েছে। কিন্তু ব্রহ্মাস্ত্র ইউনিক। কারণ এখানে বাজেট শুধুমাত্র একটা ছবির জন্য নয়, বরং গোটা ট্রিলজিটার জন্যই।’ আরও পড়ুন: এয়ারপোর্টের বাইরে তাঁর নাম ধরে কাঁদছে খুদে ভক্ত, কার্তিক আরিয়ান যা করলেন তা সবার মন গলাবে
রিপোর্ট বলছে শুধু এই ছবিতে ভিএফএক্সের জন্যই খরচ হয়েছে ১০০ কোটির বেশি। যদিও রণবীর ব্রহ্মাস্ত্র ১-এর বাজেটের সংখ্যা নিয়ে মুখ খোলেননি, তবে তাঁর কথা থেকে বোঝা যাচ্ছে পার্ট ওয়ান বানানোর জন্য যে খরচ হয়েছে, তা দিয়ে পরের দুটো পার্টের বেশ খানিকটা কাজ হবে। রণবীর বলেন, ‘আমরা এই ছবির জন্য যে অ্যাসেট তৈরি করেছি, যেমন ফায়ার ভিএফএক্স বা অন্যান্য় সুপার পাওয়ারস, ওগুলো তিনটে ছবিতেই ব্যবহার করা সম্ভব হবে। সুতরাং যে সংখ্যাটা বাজেট হিসেবে ভেসে বেড়াচ্ছে তা ঠিক নয়, তা ১০০ টাকা হোক বা ২০০ টাকা। এই ছবির অর্থাবস্থা কখনই বলিউডে তৈরি হওয়া অন্য ছবির মতো নয়। এখন আমরা খুব সহজেই পার্ট ২ আর পার্ট ৩ বানাতে পারব। কারণ অয়ন পার্ট ১ থেকে শিখে নিয়েছে এই ধরনের ছবি কীভাবে বানাতে হয়।’