বাংলা নিউজ > বায়োস্কোপ > Ranbir Kapoor: ‘আমায় আরকে বলো’, এক খুদে কাকা বলে ডাকতেই সাফ মানা করলেন বছর ৪০-এর রণবীর কাপুর

Ranbir Kapoor: ‘আমায় আরকে বলো’, এক খুদে কাকা বলে ডাকতেই সাফ মানা করলেন বছর ৪০-এর রণবীর কাপুর

কাকা বলে ডাক পছন্দ নয় রণবীরের।  (Utpal Sarkar)

সদ্য বাবা হয়েছেন রণবীর কাপুর। আপাতত ব্যস্ত তু ঝুটি ম্যায় মক্কার-এর প্রচারে। আর সেই সময়ই এক খুদে তাঁকে ডেকে ফেলে কাকা বলে। দেখুন কাপুর-নন্দনের প্রতিক্রিয়া। 

গত বছরই বাবা হয়েছেন রণবীর কাপুর। নভেম্বর মাসে ফুটফুটে মেয়ে সন্তানের জন্ম দিয়েছেন তিনি আর আলিয়া। কিন্তু যতই বাবা হোন না কেন, কেউ কাকা বলে ডাকুক একদম পছন্দ নয় কাপুর-নন্দনের। সম্প্রতি ইন্ডিয়ান আইডল ১৩-তে আসন্ন ছবি তু ঝুটি মে মাক্কার-এর প্রচারের জন্য হাজির হয়েছিলেন তিনি। সেখানেই এক প্রতিযোগী তাঁকে ‘কাকা’ বলে ডাকলে মনে মনে একটু কষ্টই পান তিনি।

৪০ বছর বয়সী অভিনেতা সেই প্রতিযোগীর সঙ্গে কথা বলছিলেন যখন তাঁকে ডাকে সে কাকা বলে। আর তাতেই রণবীর সঙ্গে সঙ্গে বাধা দিয়ে বলে ওঠেন, ‘আরে আমাকে কাকা বলে ডেকো না’। এরপর ওই প্রতিযোগীই ফের প্রশ্ন করেন, ‘তাহলে আপনিই বলুন কী বলে ডাকব?’ তাতে ব্রহ্মাস্ত্র অভিনেতা জবাব দেন, ‘আরকে বলে ডাকো’।

এরপর সেই খুদে রণবীরকে বলেন তাঁর মুখটা খুব খালি খালি লাগছে, সেখানে সে আবীর লাগাতে চায়। শুনে চট করে রাজি হয়ে যান। রণবীরের এই দুষ্টুমি ভরা জবাব মন কেড়ে নিয়েছে সকলের। আরও পড়ুন: বাথরুমে পল্লবী-রুবেলের মাখো মাখো আদর! আরও বাড়াবে ‘নিম ফুলের মধু’র টিআরপি

মেয়ে রাহার মুখ না দেখালেও, একাধিক সাক্ষাৎকারে মেয়েকে নিয়ে কথা বলেছেন রণবীর। জানিয়েছে, খুদে এখন হাসতে শিখেছে। আর তাই তো বাবার কাজে বের হতেও মন চায় না। সারাক্ষণ মনে হয় মেয়ের পাশে বসে মেয়ের মুখের দিকে তাকিয়ে থাকবেন। বাড়িতে যতক্ষণ থাকেন, রাহার সঙ্গেই খেলা করেন। আরও পড়ুন: ঘুচে গেল ৩৫ বছরের বিচ্ছেদ, এক ছাদের তলায় থাকছেন রণধীর-ববিতা! খুশি করিনা-করিশ্মা

রণবীর বর্তমানে তার নতুন ছবি ‘তু ঝুটি মে মক্কার’-এর প্রচারে ব্যস্ত। ৮ মার্চ ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। লাভ রঞ্জন পরিচালিত ছবিতে তিনি শ্রদ্ধা কাপুরের সঙ্গে অভিনয় করেছেন। যাতে রয়েছেন ডিম্পল কাপাডিয়া, বনি কাপুরও রয়েছেন।

এর পাশাপাশি রাহার বাবাকে এরপর দেখা যাবে ‘অ্যানিমাল’ ছবিতে। এতে রশ্মিকা মন্দানা, অনিল কাপুর, ববি দেওল এবং সৌরভ শুক্লা অভিনয় করেছেন এবং ১১ আগস্ট ছবিটির মুক্তি পাওয়ার কথা রয়েছে।

 

(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)

বন্ধ করুন