বাংলা নিউজ > বায়োস্কোপ > Ranbir Kapoor: 'চাই না সন্তানের জন্য আলিয়া ওর স্বপ্নগুলো ভাসিয়ে দিক', স্ত্রীকে নিয়ে ভাবিত রণবীর

Ranbir Kapoor: 'চাই না সন্তানের জন্য আলিয়া ওর স্বপ্নগুলো ভাসিয়ে দিক', স্ত্রীকে নিয়ে ভাবিত রণবীর

সন্তানকে একসঙ্গে বড় করবেন রণবীর-আলিয়া।

'গাঙ্গুবাই কাথিয়াওয়ারি', 'আরআরআর'- একের পর এক ছক্কা হাঁকাচ্ছেন আলিয়া। পা রেখেছেন হলিউডেও। রণবীর চান, স্ত্রীর সাফল্যের এই দৌড় থাকুক অব্যাহত।

মা হওয়ার পরেও পুরোদস্তুর কাজ করবেন স্ত্রী। এগিয়ে যাবেন কাঙ্ক্ষিত লক্ষ্যের দিকে। এমনটাই চান রণবীর কাপুর। সম্প্রতি এক সাক্ষাৎকারে আগাম পরিকল্পনার কথা জানালেন অভিনেতা স্বয়ং।

সন্তানকে একসঙ্গে বড় করবেন রণবীর এবং আলিয়া ভাট। দু'জনে কাঁধে কাঁধ মিলিয়ে পালন করবেন সব দায়িত্ব। এ বিষয়ে ঋষি-পুত্র বলেন, 'এ বিষয়ে আমি আর আলিয়া বেশ কিছু দিন ধরে কথা বলছি। আমরা দায়িত্ব এবং সময় ভাগাভাগি করে নেব। আমরা এমন একটা সময়ে বড় হয়েছি যখন বাবারা কাজ নিয়ে ব্যস্ত থাকতেন। আমরা সকলেই কমবেশি মায়ের কাছে বড় হয়েছি। তাই আমরা মায়েদের অনেক বেশি কাছের। কিন্তু আমি চাই আমার সন্তানদের সময় দিতে। চাই, ওরা আমারও কাছের হবে।'

'গাঙ্গুবাই কাথিয়াওয়ারি', 'আরআরআর'- একের পর এক ছক্কা হাঁকাচ্ছেন আলিয়া। পা রেখেছেন হলিউডেও। রণবীর চান, স্ত্রীর সাফল্যের এই দৌড় থাকুক অব্যাহত। তাঁর কথায়, 'ইন্ডাস্ট্রিতে আলিয়া একজন ব্যস্ত তারকা। আমি চাই না সন্তানের জন্য ও ওর স্বপ্নগুলো ভাসিয়ে দিক। আমরা পেশাগত এবং ব্যক্তিজীবনে ভারসাম্য বজায় রাখার চেষ্টা করব।'

গত এপ্রিল মাসে সাতপাক ঘোরেন রণবীর-আলিয়া। জুন মাসের শেষের দিকে অন্ত:সত্ত্বা হওয়ার কথা প্রকাশ্যে আনেন মহেশ-কন্যা। আপাতত নতুন অতিথির অপেক্ষায় তাঁরা। পাশাপাশি চলছে কাজ। 'শামশেরা'র প্রচারে ব্যস্ত রণবীর। ইতিমধ্যেই প্রকাশ পেয়েছে আলিয়ার নতুন ছবি 'ডার্লিংস'-এর প্রথম ঝলক।

বন্ধ করুন