বাংলা নিউজ > বায়োস্কোপ > Ranbir-Uorfi: ‘ব্যাড টেস্ট!’, উরফির অতরঙ্গি পোশাক একেবারেই পছন্দ করেন না রণবীর কাপুর

Ranbir-Uorfi: ‘ব্যাড টেস্ট!’, উরফির অতরঙ্গি পোশাক একেবারেই পছন্দ করেন না রণবীর কাপুর

উরফির স্টাইলিং নিয়ে নেতিবাচক মন্তব্য করলেন রণবীর কাপুর। 

করিনা কাপুরের টক শো-তে এসে উরফি জাভেদের ফ্যাশনকে ‘ব্যাড টেস্ট’ বললেন রণবীর! আপনিও কি একমত?

রণবীর কাপুরকে আজকাল বেশ খোলামেলা আড্ডাতেই পাওয়া যাচ্ছে। ‘তু ঝুটি ম্য়ায় মক্কার’-এর প্রচারে কোনও খামতি রাখেননি কাপুর-নন্দন। তারই মাঝে নানা বিষয় নিয়ে কথা বলেছেন। বেশিরভাগটাই যদিও বউ আলিয়া আর মেয়ে রাহাকে নিয়ে। সঙ্গে আশেপাশের নানা বিষয় তো রয়েছেই। রণবীরকে এরকমই এক সাক্ষাৎকারে জানতে চাওয়া উরফির ‘অতরঙ্গি’ ফ্যাশন নিয়ে তাঁর কী মত। তাতে অভিনেতা জানান, ‘ব্যাড টেস্ট’ (খারাপ)!

পুরোটাই ঘটেছে করিনা কাপুরের টক শো ‘হোয়াট উইমেন ওয়ান্ট’-এ। সেখানে করিনা মুখ ছাড়া কিছু মহিলার ছবি দেখিয়ে তাঁদের স্টাইলিং দেখিয়ে নাম গেস করতে বলছিলেন রণবীরকে, এবং জানাতে বলছিলেন মতামত। উরফির ছবি দেখালে রণবীর উত্তর দেন, ‘এটা কি Uorfi-র ছবি?’ তারপর বলতে থাকেন, ‘এই ধরনের ফ্যাশনের সঙ্গে আমি খুব একটা অভ্যস্ত নই। তবে আজকাল আমরা যে দুনিয়ায় বাস করছি তাতে নিজে স্বাচ্ছন্দ্যবোধ করলেই হল।’ করিনা এরপর তুতো ভাইকে মাঝপথেই থামিয়ে বলে ওঠেন, ‘ভালো না খারাপ’? তাতে আলিয়ার বর জবাব দেন, ‘খারাপ’।

প্রসঙ্গত, বিগ বস ওটিটি দিয়ে জনপ্রিয়তা পাওয়া উরফিকে নিয়ে কম গোলমাল হয় না। কখনও নিউজপেপার, কখনও শামুকের খোল কখনও আবার কাঁচ দিয়ে লজ্জা নিবারণ করেন। বিকিনি পরে এয়ারপোর্টে পৌঁছে যেতেও দ্বিধা নেই তাঁর। ধর্মে মুসলিম হওয়ায় বহু কটাক্ষ এসেছে তাঁর উপর। তবে সেসবে তোয়াক্কা করেন না এই কন্যে বিশেষ একটা। এমনকী চেতন ভগত, ইউটিউবার হিন্দুস্তানি ভাউ, হকি প্লেয়ার যুবরাজ বাল্মীকির সঙ্গে মৌখিক ঝামেলাতেও জড়িয়েছেন। 

সপ্তাহখানেক আগেই সোশ্যাল মিডিয়া প্রভাবশালী ফাইজান আনসারি উরফি জাভেদকে আইনি নোটিশ পাঠিয়েছেন। ফাইজান জানান, ‘উরফি জাভেদ যদি মুম্বইয়ে থাকতে চান, তাহলে তাকে তার সীমা ও শর্ত পরিবর্তন করতে হবে। অন্যথায় তাঁকে এখানে থাকতে দেওয়া হবে না। ওর সঙ্গে আমার লড়াই বহুদিন ধরেই চলছে। অনেক মসজিদ ও কবরস্থানে চিঠি দিয়েছি। দিল্লি ও মুম্বইতেও চিঠি দিয়েছি। উরফির বিরুদ্ধে এখন আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমি তাকে আদালতে টেনে নিয়ে যাচ্ছি।’

(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)

বন্ধ করুন