দীপাবলির আগেই বেজায় চটলেন রণবীর কাপুর। কিন্তু নতুন ছবি অ্যানিমাল মুক্তি আগে আচমকা ক্ষেপে গেলেন কেন রণবীর? পাপারাৎজিদের ধমকই বা দিলেন কেন?
কী করেছেন রণবীর কাপুর?
সম্প্রতি রণবীর কাপুরের এমন একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে যেখানে তাঁকে ভীষণই রেগে উত্তেজিত হয়ে কথা বলতে দেখা যাচ্ছে পাপারাৎজিদের সঙ্গে। কী দেখা যাচ্ছে ভিডিয়োতে? রণবীর তাঁর গাড়ির উদ্দেশ্যে যখন হেঁটে যাচ্ছিলেন তখন তাঁকে পাপারাৎজিরা পোজ দেওয়ার কথা বলেন। তাঁরা ছবি তোলার জন্য তাঁকে বলেন, 'রণবীর ভাই একটু দাঁড়ান না।' উত্তরে তিনি আচমকাই মেজাজ হারিয়ে বলেন, 'কী করব ভাই, কী করব?' এরপর তিনি রেগে গিয়ে গাড়িতে উঠে পড়েন। তাঁকে উপস্থিত অনেকেই দীপাবলির শুভেচ্ছা জানান কিন্তু একটা কথারও উত্তর দেন না তিনি।
আরও পড়ুন: শুভেচ্ছা জানাতে অস্বীকার, তবুও মহম্মদ শামি দীর্ঘদিন দলে থাকুন কেন চান তাঁর প্রাক্তন স্ত্রী?
আরও পড়ুন: এসেছিল গার্হস্থ্য হিংসার অভিযোগ, অবশেষে বিয়ের ১১ বছর পর স্ত্রীর সঙ্গে ডিভোর্স করলেন হানি সিং
রণবীরের এই ভিডিয়ো দেখে কী বলছেন সবাই?
রণবীর কাপুরের এই ভিডিয়ো প্রকাশ্যে আসতেই অনেকে বিরক্ত হয়েছেন। এক ব্যক্তি ক্ষোভ প্রকাশ করে লেখেন, 'রণবীর কাপুর এরম অসভ্যের মতো ব্যবহার করছেন কেন?' আরেকজন পাপারাৎজিদের উদ্দেশ্যে লেখেন, 'কেন যান ওঁদের কাছে, কেন নিজেদের বেইজ্জতি করেন?'
রণবীরের আগামী প্রজেক্ট
রণবীর কাপুরকে আগামীতে অ্যানিমাল ছবিতে দেখা যাবে। আগামী ২৪ নভেম্বর মুক্তি পেতে চলেছে এই ছবি। এখানে রণবীরের বিপরীতে দেখা যাবে রশ্মিকা মন্দানাকে। অন্যান্য চরিত্রে আছেন ববি দেওল, অনিল কাপুর, প্রমুখ।
কিছুদিন আগেই রণবীর আলিয়ার মেয়ে রাহার জন্মদিন গেল, সেদিন অভিনেতাকে মেয়ের জন্য বাড়িতে হাউজ পার্টির আয়োজন করতে দেখা যায়।