২০২৩ সালের ডিসেম্বর মাসে মুক্তি পেয়েছিল অ্যানিম্যাল। বক্স অফিসে যেমন চুটিয়ে ব্যবসা করেছিল ছবিটি, তেমনি একাধিক বিতর্ক উসকে দিয়েছিল। কটাক্ষের মুখে পড়েছিল রণবীরের ছবি। এতদিন পর এই ছবি নিয়ে একটি অজানা তথ্য প্রকাশ্যে আনলেন ছবির পরিচালক। জানালেন এই ছবিতে নগ্ন হয়ে হাঁটার দৃশ্য আছে শুনে তৎক্ষণাৎ এই ছবি করতে রাজি হন রণবীর।
আরও পড়ুন: সা রে গা মা পা শেষ হতেই নতুন শুরুর ঘোষণা ফার্স্ট রানার আপ ময়ূরীর! এবার কোথায় শোনা যাবে তাঁর গান?
আরও পড়ুন: বড় পর্দায় ফের একসঙ্গে বিক্রম-শোলাঙ্কি! কোন ছবিতে দেখা যাবে 'ইচ্ছে নদী'র জুটিকে?
কী জানালেন সন্দীপ রেড্ডি ভাঙ্গা?
কোমল নাহতাকে দেওয়া একটি সাক্ষাৎকারে সন্দীপ রেড্ডি ভাঙ্গা জানিয়েছেন অ্যানিম্যাল ছবিটি আসলে তাঁর এবং রণবীরের বোঝাপড়ার জন্যই বক্স অফিসে সফল হয়েছিল। তিনি এদিন জানান অভিনেতা পরিচালকের কথায় চোখ বন্ধ করে বিশ্বাস করেছিলেন। শুধু তাই নয়, সন্দীপ রেড্ডি ভাঙ্গা যখন তাঁকে জিজ্ঞেস করেন যে তাঁরা সঠিক পথে এগোচ্ছেন কিনা রণবীর তাঁকে উৎসাহ জুগিয়েছিলেন। বলেন তাঁর যেটা ইচ্ছে সেটাই যেন করেন এবং কিছু যেন জিজ্ঞেস না করে।
এদিন সন্দীপ রেড্ডি ভাঙ্গা আরও জানান যে তাঁরা ওই নগ্ন হয়ে হাঁটার দৃশ্য ফোকাস করেই শ্যুট করতে চেয়েছিলেন। প্রপস ব্যবহার করে গোপনাঙ্গ ঢাকার কথা ভাবেন অভিনেতার। কিন্তু শ্যুটিংয়ের সময় সেটা ভালো লাগেনি। প্রস্থেটিক্স ভালো করে কাজ করেনি। তখন তাঁরা ঠিক করেন যে এই দৃশ্য আউট অব ফোকাসে শ্যুট করবেন। সন্দীপ রেড্ডি ভাঙ্গা জানান, 'আমি ওকে যখন বলি আউট অব ফোকাসে শ্যুট করব দৃশ্য, সেটা নিয়ে কোনও আলোচনা হয়নি। খালি ১০ মিনিট কথা বলেই সব রেডি হয়ে যায়। ওকে বলি যে আউট অব ফোকাসে শ্যুট করলে ব্যাপারটা আরও মনোগ্রাহী হবে। সেটা শুনেই ও রাজি হয়ে যায়।'
আরও পড়ুন: বয়স হচ্ছে! শ্যুটিং ফ্লোরে একাধিক 'ভুল' করছেন, অকপটে স্বীকার 'বৃদ্ধ' অমিতাভের
আরও পড়ুন: জল্পনা সত্যি করে মাসখানেকেই বদলাচ্ছে অপরাজিতার 'চিরসখা'? সুদীপকে সরিয়ে আসছেন কে?
প্রসঙ্গত অ্যানিম্যাল ছবিটির সিক্যুয়েল আসার কথা। তাই দর্শকরা সকলেই সেই ভাগের জন্য অপেক্ষারত। রণবীর কাপুরের হাতে এখন ভর্তি কাজ। তাঁকে আগামী রামায়ণ ছবিতে দেখা যাবে। সেটাও একাধিক পার্টে আসবে। অন্যদিকে লাভ অ্যান্ড ওয়ার ছবিটিও আছে। সঞ্জয় লীলা বনসালির সেই ছবিতে তাঁর সঙ্গে থাকবেন আলিয়া ভাট এবং ভিকি কৌশল।