বলিউডের প্লে-বয় ইমেজ ভেঙে রণবীর কাপুর এখন হ্যাপিলি ম্যারেড-ম্যান। রণবীরের প্রাক্তন প্রেমিকার সংখ্যা নেহাত কম নয়। দীপিকা পাড়ুকোন থেকে ক্যাটরিনা কাইফ, এই হ্যান্ডসাম হাঙ্ককে মন দিয়েছিলেন অনেকেই। তবে শেষমেষ আলিয়া ভাটই পেরেছেন অসম্ভবকে সম্ভব করতে- রণবীরকে ছাদনা তলায় দাঁড় করিয়ে আজীবনের বাঁধনে বেঁধে ফেলতে। এই তারকা জুটির বিয়ের গন্ধ এখনও ম ম করছে নেটপাড়ায়। এর মধ্যেই প্রকাশ্যে এল রণবীর-আলিয়ার বিয়ের রিসেপশনের অদেখা ছবি। ওই দিন কালো রঙা স্যুটে ধরা দিয়েছিলেন ঋষি কাপুর পুত্র, অন্যদিকে অস্কার ডে লা রেন্টার ডিজাইনার ড্রেসে ঝলমল করেছেন আলিয়া। এই জুটি দেখে সকলেই বলছে, ‘রব নে বানাদি জোড়ি’।
‘রালিয়া’র রিসেপশনের অন্দরের বেশ কিছু ছবি এবার এল সামনে। তিন-পিস স্যুট আর টাই-তে রণবীরের রূপ দেখে ফ্যানেরা বলছে ‘আহা মরি মরি যাই’। কেউ আবার লিখেছেন, ‘হায় গরমি’। রণবীরের হ্যান্ডসম লুকে ফিদা ফ্যানেরা বলছেন, ‘আলিয়া, তুমি জিতে গেলে। উফ কী হ্যান্ডসাম বর মাইরি’।
ছবিতে জামা-কাপড়ে ভরা সুসজ্জিত আলমারির দিকে পিঠ করে বসে থাকতে দেখা গিয়েছে রণবীরকে, অনেকেরই প্রশ্ন- 'ওটা কি রণবীরের ওয়ারড্রব?
গত বৃহস্পতিবার (১৪ই এপ্রিল) রণবীরের বাড়ি ‘বাস্তু’তে চার পাক ঘুরে নতুন জীবন শুরু করেছেন রণবীর-আলিয়া। এদিন পূর্ণতা পেল তাঁদের পাঁচ বছরের প্রেম। ২০১৭ সালে ‘ব্রহ্মাস্ত্র’ ছবির সেটে শুরু এই প্রেমের গল্প। শনিবার ঘনিষ্ঠদের জন্য একটি পার্টিরও আয়োজন করেছিল নবদম্পতি। সেই পার্টিতে হাজির ছিলেন শহারুখ-গৌরী, মালাইকা আরোরা, অর্জুন কাপুর, করণ জোহর থেকে একাধিক বলিউড সেলেব।
.