নাম সামাইরা সাহানি। সম্পর্কে এই কিশোরী রণবীর কাপুরের ভাগ্নী আর নীতু কাপুরের নাতনি। ২৩ জানুয়ারি, রবিবার ১৪ বছরের পা রেখেছে ঋদ্ধিমা কাপুর ও ভারত সাহানির মেয়ে। নাতনির জন্মদিনে তাই ছোট্ট সামাইরার অদেখা মুহূর্তের ভিডিয়ো শেয়ার করেছেন দিদিমা নীতু।
নীতু কাপুর রবিবার নিজের ইনস্টাস্টোরিতে যে ভিডিয়োটি পোস্ট করেছিলেন, সেটি সামাইরার ছোট্ট বয়সের ভিডিয়ো। নীতুর শেয়ার করা ভিডিয়োতে সামাইরাকে রণবীর-দীপিকার 'ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি' ছবির বালাম পিচকারি গানটি গাইতে শোনা যাচ্ছে। ভিডিয়োতে সামাইরাকে টেবিলে বসে গানটি আধো আধো উচ্চারণে নিজের পা নিয়ে খেলতে খেলতে গাইতে শোনা যাচ্ছে।
গলা শুনে বোঝা যাচ্ছে, নীতুু ও ভারত সাহানির তত্ত্বাবধানেই গানটি গাইছিলেন সামাইরা। এরপর সামাইরা টেবিল থেকে নেমে পালাতে গেলে তাকে আবারও টেনে এনে ‘দিল্লি ওয়ালি গার্লফ্রেন্ড’ গাইতে বলা হয়।নীতু ভিডিওটি শেয়ার করেছেন ক্যাপশনে, 'আমাদের সুন্দরতার প্রত্যাবর্তন।" সামারার ১৪তম জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে অভিনেতা লিখেছেন, "শুভ জন্মদিন, আমাদের আনন্দের বান্ডিল। আমরা তোমাকে ভালোবাসি।'
নীতু কাপুর নাতনির এই ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে লেখেন, ‘Throwback of our cuteness।’ সামাFরার ১৪তম জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে ফের তিনি লেখেন, ‘শুভ জন্মদিন, আমাদের আনন্দের বান্ডিল। আমরা তোমাকে ভালোবাসি।’
প্রসঙ্গত, ২০১৩ সালে যখন ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’ মুক্তি পায় তখন সামাইরার বয়স ছিল মাত্র দুই বছর।
প্রসঙ্গত, সামাইরা সাহনি হল কাপুর বাড়ির নাতনি। ঋষি কাপুর ও নীতু কাপুরের মেয়ে ঋদ্ধিমা কাপুর সাহনি এবং ভারত সাহনির কন্যা। যার জন্ম হয় ২৩শে মার্চ, ২০১১ সালে। ভারত সাহানি পেশায় একজন ব্যবসায়ী, আর ঋদ্ধিমা কাপুর গত বছর নেটফ্লিক্স সিরিজ ‘ফ্যাবুলাস লাইভস অফ বলিউড ওয়াইভস’ সিজন ৩ দিয়ে তার রূপোলি পর্দায় ডেবিউ করেছেন। ঋদ্ধিমা পেশায় জুয়েলারি ডিজাইনার। তবে কাপুর বাড়ির মেয়ে হলেও অভিনয়কে নিজের পেশা করেননি ঋদ্ধিমা। তবে শোনা যায়, সামাইরা তাঁর মামার বাড়ির রীতি মেনে অভিনেত্রী হতে চায়। যদিও আপাতত সে পড়াশোনায় মন দিয়েছে।