বাংলা নিউজ > বায়োস্কোপ > Ranbir-Alia: প্রেগন্যান্ট বউ আলিয়াকে মোটা বলে বিপাকে রণবীর, ক্ষমা চেয়ে বললেন, 'আমার রসবোধ…’

Ranbir-Alia: প্রেগন্যান্ট বউ আলিয়াকে মোটা বলে বিপাকে রণবীর, ক্ষমা চেয়ে বললেন, 'আমার রসবোধ…’

বউকে মোটা বলায় ক্ষমা চাইল রণবীর কাপুর। 

এসএস রাজামৌলি আর নাগার্জুনার সঙ্গে ‘ব্রহ্মাস্ত্র’র প্রেস কনফারেন্সে হাজির ছিলেন রণবীর। আর সেখানেই মিডিয়ার সঙ্গে কথাপ্রসঙ্গে ক্ষমা চান তিনি, আলিয়াকে মোটা বলার জন্য।

আলিয়াকে ‘মোটা’ বলে কটাক্ষ করায় কঠোর সমালোচনার মুখে পড়তে হয়েছে রণবীর কাপুরকে। ইউটিউবের লাইভ সেশনে রণবীর আলিয়কে শরীর নিয়ে কটাক্ষ করেন আর বেবি বাম্পের দিকে তাকিয়ে বলেন আলিয়ার অবস্থা দিনদিন ‘phailoed’ টাইপ হচ্ছে। তবে রণবীরের এই কথা একদম পোষায়নি নেট-নাগরিকদের। প্রকাশ্যেই শুরু হয় সমালোচনা। অবশেষে বউকে নিয়ে এরকম মন্তব্য করার জন্য ক্ষমা চাইতে হল রণবীরকে। 

এসএস রাজামৌলি আর নাগার্জুনার সঙ্গে ‘ব্রহ্মাস্ত্র’র প্রেস কনফারেন্সে হাজির ছিলেন রণবীর। আর সেখানেই মিডিয়ার সঙ্গে কথাপ্রসঙ্গে ক্ষমা চান তিনি। সাংবাদিকদের তরফে তাঁকে প্রশ্ন করা হয়, আলিয়াকে মোটা বলা নিয়ে কিছু বলতে চান কি না তিনি, কারণ তা নিয়ে এখন চারদিকে সমালোচনা হচ্ছে। সঙ্গে সঙ্গে কাপুর-নন্দন ক্ষমা চেয়ে নেন, এমনকী এটাও স্বীকার করে নেন যে তাঁর সেন্স অফ হিউমার একটু বেশিই খারাপ। 

রণবীর বলেন, ‘হ্যাঁ অবশ্যই!!! প্রথমেই এটা বলে দেই যে আমি আমার বউকে ভালোবাসি, জীবনের সবটুকু দিয়ে। আর যেটা হয়েছে, আমি মজা করেই বলেছিলাম। যদিও তাতে কারও হাসি পায়নি। আমি সত্যি ক্ষমা চাইতে চাই যদি কেউ কষ্ট পেয়ে থাকে। কারণ সেটা আমার উদ্দেশ্য ছিল না। আমি আলিয়ার সঙ্গেও এই নিয়ে কথা বলেছি। ও তো আমার কথা হেসে উড়িয়ে দিয়েছে। এটা ঠিক আমার সেন্স অফ হিউমার খুব খারাপ। আর মাঝে মাঝে তা সপাটে আমার মুখের উপরেই এসে পড়ে। তাই যদি আমার কথায় কেউ কষ্ট পেয়ে থাকে তাকে আমি সরি বলতে চাই।’ আরও পড়ুন: অবিন্যস্ত চুল, মায়াবী চাউনি, পুলের নীল জলে দিতিপ্রিয়াকে দেখে ঘুম উড়ল ভক্তদের

এপ্রিলে বিয়ে করেন আলিয়া ভাট আর রণবীর কাপুর। প্রায় পাঁচ বছর সম্পর্কের পর গাঁটছড়া বাঁধেন রণবীরের বাড়ি ‘বাস্তু’তে। তারপর জুনে সন্তান আসার খবর দেন আলিয়া সোশ্যাল মিডিয়ায়। ইউএসজি-র সময়ের ছবি তিনি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিয়েছিলেন। সেপ্টেম্বরেই মুক্তি পাচ্ছে ‘ব্রহ্মাস্ত্র’। ছবিতে রালিয়া জুটি ছাড়াও অভিনয় করেছেন অমিতাভ বচ্চন, নাগার্জুনা আর মৌনি রায়। 

 

বন্ধ করুন