বাংলা নিউজ > বায়োস্কোপ > Ranbir Kapoor: আলিয়াকে ছাড়াই গণপতি বিসর্জন সারলেন রণবীর কাপুর! পাশে থাকলেন মা নীতু

Ranbir Kapoor: আলিয়াকে ছাড়াই গণপতি বিসর্জন সারলেন রণবীর কাপুর! পাশে থাকলেন মা নীতু

গণপতি বিসর্জন অনুষ্ঠানে রণবীর কাপুর ও নীতু কাপুর

রণবীর কাপুর এবং নীতু কাপুর তাদের পারিবারিক ঐতিহ্য মেনে গণপতি বিসর্জন করেছিলেন। রণবীরকে পরবর্তীতে নিতেশ তিওয়ারির রামায়ণে দেখা যাবে।

রণবীর কাপুরকে গণপতি বিসর্জনে অংশ নিতে দেখা গিয়েছে। প্রয়াত অভিনেতা ঋষি কাপুরের সময় থেকে এই প্রথা চলে আসছে। রণবীর এখনও বাবা শুরু করা রীতি পালন করে যাচ্ছেন। ১১ সেপ্টেম্বর বুধবার, রণবীরকে তাঁর মা নীতু কাপুরের সঙ্গে গণপতি বিসর্জনের সমস্ত আচার নিয়ম পালন করতে দেখা গিয়েছে।

রণবীর কাপুরের গণপতি বিসর্জন

একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে সেখানে দেখা গিয়েছে বিশেষ মন্ত্রোচ্চারণের মাধ্যমে রণবীরকে গণেশের মূর্তিটি বিসর্জনের জন্য তুলে নিয়েছেন (একটি সংস্কৃত শব্দ যা বিদায়ের প্রতীক যা একটি মূর্তি বা দেবতাকে জলের মধ্যে নিমজ্জিত করার রীতিকে বোঝায়, হিন্দুদের একটি উৎসব বা ধর্মীয় অনুষ্ঠানের সমাপ্তি বোঝায়।) অন্যদিকে, নীতুকে তাঁর কর্মীদের নানা নির্দেশ দিতে দেখা গিয়েছে। বিসর্জনের আগে মূর্তির কাছে মা-ছেলেকে একসঙ্গে হাত জোড় করে প্রার্থনা করতে দেখা গিয়েছে। এই সুন্দর দৃশ্য দেখে এক ভক্ত মন্তব্য করেছেন, ‘খুব খুব সুন্দর।’ একজন নেটিজেন লিখেছেন, ‘আলিয়া কোথায়? কেন সে কখনও উপস্থিত থাকে না এই অনুষ্ঠানে?’

আর কে স্টুডিওতে গণপতি বিসর্জন

১৯৫২ সালে গণপতি বিসর্জন শুরু করেছিলেন রাজ কাপুর। তবে সেটা ছিল অন্য আর একটি স্টুডিওতে, সেই স্টুডিও ছিল তাঁর বাবা পৃথ্বীরাজ কাপুরের। চলচ্চিত্র নির্মাতা তথা অভিনেতা তাঁর পরিবার এবং ক্রু সদস্যদের সঙ্গে তাঁর স্টুডিওতে সমস্ত উত্সব উদযাপন করতেন। কাপুর পরিবার ছাড়াও, সলমন খানের পরিবার ধর্মনিরপেক্ষ হওয়ার জন্যও তাঁরা তাঁদের আত্মীয়স্বজন এবং বন্ধুদের সঙ্গে সমস্ত ভারতীয় উৎসব উদযাপন করেন।

রণবীর কাপুরের আসন্ন প্রজেক্ট সম্পর্কে

রণবীরকে শেষ দেখা গিয়েছিল সন্দীপ রেড্ডি ভাঙ্গার বহুল চর্চিত ও বিতর্কিত ছবি ‘অ্যানিম্যাল’-এ। তিনি পরবর্তীতে শোনা যায় তিনি নিতেশ তিওয়ারির রামায়ণে অভিনয় করবেন। এই ছবিতে তাঁকে ভগবান রামের ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে। ছবিটি ঋষি বাল্মীকির প্রাচীন গ্রন্থের উপর ভিত্তি করে তৈরি। বর্তমানে এই ছবির কাজেই ব্যস্ত নায়ক। রণবীরের বিপরীতে দেবী সীতার চরিত্রে অভিনয় করতে দেখা যাবে সাই পল্লবীকে। তাছাড়াও অরুণ গোভিল, লারা দত্তকে অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেতে দেখা যাবে। অভিনেতা ২০২৫ সালের পরে সন্দীপের ‘অ্যানিমেল পার্ক’-এর শুটিং করবেন বলে শোনা যাচ্ছে। এটি ‘অ্যানিম্যাল’-এ সিক্যুয়াল।

Haryana and JNK Election Haryana and JNK Election
বায়োস্কোপ খবর

Latest News

কেন পুজো শুরুর আগে বোধনের নিয়ম? কী বিশেষত্ব এই প্রথার? পুজোর ক'দিন জিম যাওয়া হবে না? বাড়িতেই মেনে চলুন এই ওয়ার্ক আউট রুটিন জ্যাম এড়িয়ে ঠাকুর দেখার প্ল্যান? রইল কলকাতার তিন মেট্রোপথের সম্পূর্ণ গাইড রুশ 'বংশোদ্ভূত' টি-৯০ ট্যাংকের নতুন রূপ, প্রকাশ্য়ে এল ভারতীয় সেনাবাহিনীর 'ভীষ্ম' মেরিনা বিচে এয়ার শো দেখার হিড়িক! ট্রেনের মাথায় ওঠার চেষ্টা, ভিডিয়োগুলো দেখুন লাস ভেগাসের স্ফিয়ারের বিশেষত্ব কী? কীসের চমক সন্তোষ মিত্র স্কোয়ারে? পুরনো নিয়মেই নিয়োগ করবে রেল, ‘বাতিল’ করা হল নয়া মডেল, কবে থেকে চালু করা হবে? অধিনায়কের শতরানে ইংরেজদের বিরুদ্ধে ভালো জায়গায় পাকিস্তান! মুলতানে ফের ফ্লপ বাবর… পুজোয় জমবে জলসা! প্রাক্তন প্রেমিকার সঙ্গে তেজের ঘনিষ্ট মুহুর্তের ছবি দেখবে সুধা শ্যুটিং সেট থেকে সোজা হাসপাতালে স্টার জলসার নায়িকা! হল অস্ত্রোপচার, কেমন আছেন…

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.