বৃহস্পতিবার সকালে যশ চোপড়ার স্ত্রী পামেলা চোপড়ার আকষ্মিক মৃত্যুর খবর বড় আঘাত হয়ে এসেছিল বলিউড তারকাদের কাছে। বয়সজনিত সমস্যার কারণেই না ফেরার দেশে চলে যান পামেলা। চোপড়া পরিবারে সেদিনই সমবেদনা জানাতে উপস্থিত হয়েছিলেন শাহরুখ-আরিয়ান-হৃতিক-ক্যাটরিনা-সহ তারকারা। শুক্রবার রাতে পামেলা চোপড়ার জন্য আয়োজন করা হয়েছিল এক বিশেষ প্রার্থনা সভার। যাতে উপস্থিত আলিয়া আর রণবীরের কীর্তি আপাতত ইন্টারনেটের চর্চার বিষয়।
পাপারাজ্জিরা যশ চোপড়ার বাসভবনের বাইরে ছিলেন। সেখান থেকে যে দুজনের একটি ভিডিয়ো ক্যামেরাবন্দি করেছেন। যাতে দেখা যাচ্ছে চোপড়া ম্যানসনে ঢোকার মুখেই বাইরের ঘরে জ্বালোনো প্রদীপকে লক্ষ্য করে পায়ের চটি খুলে বাইরেই রেখে ভিতরে ঢুকে যান আলিয়া। বউয়ের পিছন পিছন আসা রণবীর তা তুলে নিয়ে রেখে দেন ভিতরে একধার দিয়ে। নিজে অবশ্য চটি পরেই প্রবেশ করেন। এই ভিডিয়ো এখন হু হু করে ভাইরাল। তবে বউয়ের চটি তুলে রাখায় যেমন প্রশংসা শুনতে হল রণবীরকে, তেমন নিন্দেও।
দেখে নিন ভাইরাল হওয়া সেই ভিডিয়ো-
কমেন্ট বক্সে একজন লিখলেন, ‘কী সুন্দর করে বউয়ের চটি তুলে রেখে দিল। দেখেই মনটা ভরে গেল যেন। সব মেয়েই তো চায় এরকম যত্ন নেওয়া স্বামী।’ অপরজন লিখলেন, ‘সবাই রণবীরকে জুতো তুলতে দেখে বাহবা দিচ্ছে। এদিকে এটা কেউ বুঝল না প্রদীপ জ্বলছে দেখেই ভিতরে চটি পরে যায়নি আলিয়া। তা বাড়ির বাইরেই খুলে রাখে। আর গর্দভের মতো রণবীর সেটিকে ঠাকুরের আসনের সামনেই রেখে দিল।’ তৃতীয়জন লিখলেন, ‘ব্রহ্মাস্ত্রর মতো ছবিতে অভিনয় করেছে এদিকে এটুকু জ্ঞান নেই এভাবে ঠাকুরের সামনে রাখা প্রদীপের সামনে চটি খুলে রাখতে নেই। আলিয়া বুদ্ধিমানের মতো কাজই করেছিল। বোঝাই যায় কাপুর পরিবার কিছুই শেখাতে পারেনি তাঁদের ছেলেদের।’ চতুর্থজন কমেন্টে লিখলেন, ‘যশ চোপড়াদেরই উচিত ছিল জুতো রাখার একটা জায়গা করার। আমার তো মনে হয় আলিয়াই একমাত্র বুদ্ধিমানের মতো কাজ করেছে। আর সবাই চটি পরেই ভিতরে ঢুকে গেছে।’
বৃহস্পতিবার ২০ এপ্রিল মুম্বইতে শেষ নিশ্বাস ত্যাগ করলেন প্রয়াত চলচ্চিত্র নির্মাতা যশ চোপড়ার স্ত্রী পামেলা চোপড়া। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫। ১৫ দিন ধরে লীলাবতী হাসপাতালে ভেন্টিলেটরে ছিলেন। আক্রান্ত ছিলেন নিউমোনিয়ায়।
রণবীর এবং আলিয়াকে শেষ দেখা গিয়েছে একসঙ্গে ব্রহ্মাস্ত্র ছবিতে। যা ছিল ২০২২ সালের সবচেয়ে উপার্জিত বলিউড ছবি। এরপর আলিয়াকে দেখা যাবে রকি অউর রানি কি প্রেম কাহানি। মাঝে মুক্তি পেয়েছে রণবীর আর শ্রদ্ধার ‘তু ঝুটি ম্যায় মক্কার’ ছবিটি। যা বক্স অফিসে ভালোই ব্যবসা করেছে। এরপর আসার কথা রয়েছে ‘অ্যানিমেল’-এর।
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)