জিমে কঠোর পরিশ্রম করে চলেছেন অভিনেতা রণবীর কাপুর। তাঁর ফিটনেস ট্রেনার প্রায়শই অভিনেতার কঠোর ওয়ার্কআউট সেশনগুলিতে কড়া নজরদারি চালাচ্ছেন। রণবীরের একটি নতুন ভিডিয়োতে দেখা যাচ্ছে যে, তিনি জিমে ঘাম ঝরাচ্ছেন। অভিনেতার ভক্তরাও তাঁর প্রশিক্ষণে মুগ্ধ, এমনকী স্ত্রী আলিয়া ভাটও প্রতিক্রিয়া জানিয়েছেন ভিডিয়োটিতে।
আরও পড়ুন: (চিনির মতো মিষ্টি! মেয়ে নিয়ে হাসপাতাল থেকে বের হলেন বরুণ-নাতাশা, কেমন দেখতে খুদেকে?)
ভিডিয়োতে রণবীরকে জিমে রিং দিয়ে প্রশিক্ষণ নিতে দেখা যাচ্ছে। তাঁর প্রশিক্ষক ক্যাপশন সহ ইনস্টাগ্রামে ভিডিয়োটি পোস্ট করেছেন,‘নতুন দিন নতুন দক্ষতা।#muscleup #romanrings #ringmuscleup #ranbirkapoor #rk #trainingwithnam (sic)।’ রণবীর প্রতিক্রিয়া পেয়েছেন স্ত্রী আলিয়ার থেকেও।স্বামীর ওয়ার্কআউটের এই ভিডিয়ো দেখে খুশি রাহার মা।
জিমে ঘাম ঝরাচ্ছেন রণবীর কাপুর, দেখুন সেই ভিডিয়ো
ভিডিয়োটি শেয়ার হতেই ভক্তদের দৃষ্টি আকর্ষণ করেছে নিমেষে। প্রশংসায় ভরিয়ে দিয়েছেন তাঁরা। তাদের মধ্যে একজন ভিডিয়োটিতে মন্তব্য করেছেন যে,‘নিজের লক্ষ্যে কিভাবে পৌঁছতে হয় সেটাই দেখার’। আরেকজন লিখেছেন,‘ওহহহ ম্যান!’ অপর একজন লিখেছেন,‘হটেস্ট ম্যান অ্যালাইভ’।
'রামায়ণ'-এ নিজের চরিত্রের জন্যই এই প্রস্তুতি নিচ্ছেন কি না, তা এখনও জানা যায়নি। যদিও ইতিমধ্যেই জানা গিয়েছে, রণবীরকে আলিয়া ভাট এবং ভিকি কৌশলের সঙ্গে মুখ্য ভূমিকায় 'লাভ অ্যান্ড ওয়ারে'দেখা যাবে। পরিচালনায় থাকবেন সঞ্জয় লীলা বনশালি। এখনও অনুষ্ঠানিকভাবে ঘোষণা হয়নি 'রামায়ণের'। কিন্তু ছবির সেটের বেশ কিছু ছবি ইন্টারনেটে ভাইরাল হয়েছে।
আরও পড়ুন: (‘ভালোবাসার মরসুম’... বিয়ের ২৫ বছরের জন্মদিনে স্ত্রীর সঙ্গে রোমান্টিক ডেটে মাধবন)
'লাভ অ্যান্ড ওয়ার'সম্পর্কে বিস্তারিত জানিয়ে, বনশালি বলেছিলেন,'এটা একটি প্রেমের গল্প যা আমি অনেক দিন পরে তৈরি করছি। সমসাময়িক কাজ, নাচ, স্থাপত্য, ড্রেপস, পর্দা এবং গহনা থেকে এটি অনেক আলাদা। এটা আমার জন্য একটি নতুন ভাষা এবং পরিবেশ।'
রণবীর কাপুরের ট্রেনিং সেশনের অপর একটি ভিডিয়ো
রণবীর কাপুরকে শেষ দেখা গিয়েছিল সন্দীপ রেড্ডি ভাঙ্গার'অ্যানিমালে’। ফিল্মটি ব্যবসায়িক সাফল্য পেলেও বিতর্কিত দৃশ্য থাকায় ফিল্ম সমালোচকদের দ্বারা সমালোচিতও হয়।