বাংলা নিউজ > বায়োস্কোপ > Ranbir Kapoor-Alia Bhatt: 'লজ্জার বিষয়!' স্ত্রী আলিয়ার ব্যক্তিগত মুহূর্তে ছবি তোলা নিয়ে আইনি পথে রণবীর

Ranbir Kapoor-Alia Bhatt: 'লজ্জার বিষয়!' স্ত্রী আলিয়ার ব্যক্তিগত মুহূর্তে ছবি তোলা নিয়ে আইনি পথে রণবীর

রণবীর-আলিয়া

রণবীর সাফ জানান, বিষয়টি নিয়ে আইনি পথে হাঁটতে চলেছেন তিনি। রণবীর বলেন, ‘এটা একেবারেই ব্যক্তিগত পরিসরে হস্তক্ষেপ! আমার বাড়িতে কী হচ্ছে, সেখানে আপনি অনুমতি ছাড়া উঁকি দিতে পারেন না, শ্যুট করতে পারেন না। আমরা বিষয়টি নিয়ে আইনি পথে হাঁটছি, যেটা ঘটেছে সেটা জঘন্য।’

ফটো শিকারিদের ব্যক্তিগত ছবি তোলার ঘটনায় বেজায় বিরক্ত আলিয়া ভাট, এবং তাঁর অভিনেতা স্বামী রণবীর কাপুর। বিষয়টি নিয়ে আগেই প্রকাশ্যে ক্ষোভ উগরে দিয়েছিলেন আলিয়া। অভিনেত্রীর পাশে দাঁড়িয়েছিলেন বলিউডের বহু তারকাই। কিছুদিন আগে ঘটনায় বিরক্ত সইফ আলি খান পাপারাৎজিদের উদ্দেশ্যে বলেই বসেছিলেন, ‘আসুন এবার তাহলে আমাদের বেডরুমে চলে আসুন’। বিষয়টি নিয়ে বেশ চটেছিলেন রণবীর কাপুর নিজেও। তবে তিনি এতদিন চুপই ছিলেন, অবশেষে এবার মুখ খুলেন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে রণবীর সাফ জানান, বিষয়টি নিয়ে আইনি পথে হাঁটতে চলেছেন তিনি। রণবীর বলেন, ‘এটা একেবারেই ব্যক্তিগত পরিসরে হস্তক্ষেপ! আমার বাড়িতে কী হচ্ছে, সেখানে আপনি অনুমতি ছাড়া উঁকি দিতে পারেন না, শ্যুট করতে পারেন না। আমরা বিষয়টি নিয়ে আইনি পথে হাঁটছি, যেটা ঘটেছে সেটা জঘন্য।’

<p>রণবীর-আলিয়া</p>

রণবীর-আলিয়া

রণবীর বলেন, আমরা পাপারাৎজিকে সম্মান করি। আমি মনে করি পাপারাৎজি বিনোদন দুনিয়ার একটা অংশ। আমদের সঙ্গে ওদের একটা সম্পর্ক রয়েছে, 'ওঁরা জানেন ওঁরা আমাদের সঙ্গে কাজ করেন, আমরাও ওদের সঙ্গে কাজ করি'। কিন্তু এই ধরনের ঘটনা দেয়ালে পিঠ ঠেকে যায়। তখন ওই মানুষগুলোর প্রতি লজ্জা অনুভব করি।' রণবীরের কথাতেই স্পষ্ট, তিনি এতদিন বিরক্তি মুখে না প্রকাশ করলেও স্ত্রী আলিয়ার সঙ্গে যেটা ঘটেছে, তাতে তিনি একেবারেই খুশি নন।

এর আগে গোটা ঘটনায় ক্ষোভ উগরে দিয়ে আলিয়া ইনস্টাগ্রামে লিখেছিলেন, আলিয়া ইনস্টাগ্রাম লেখেন, ‘এটা ইয়ার্কি হচ্ছে নাকি? নিজেরই বাড়ির লিভিং রুমে রয়েছি, নিজের মতো করে সময় কাটাচ্ছি, হঠাৎ দেখি আমার উপর কেউ নজরদারি চালাচ্ছে… সামনে তাকেতেই দেখলাম, দুজন ব্যক্তি আমার দিকে ক্যামেরা তাক করেছে, তাও আবার সেটা আমার প্রতিবেশীর বিল্ডিংয়ের ছাদে উঠে! এটাকে কোথায় উচিত কাজ বলে মনে করা হয়? কোথা থেকে এধরনের কাজের অনুমতি পেলেন? কারোর ব্যক্তিগত পরিসরে সরাসরি ঢোকার চেষ্টা! সবকিছুর একটা সীমা থাকে, যা পার করা কখনওই উচিত নয়। আজ আপনারা সেটাই করে ফেলেছেন!’

বায়োস্কোপ খবর

Latest News

‘ও আমার কাছে মেয়ের মতো, কিংবা তার থেকেও বেশি’, কার কথা বললেন রুক্মিণী? স্বামীকে খুন করে পালাল স্ত্রী, ২ দিন মৃতদেহের সঙ্গে ঘর পাহারা দিল পোষ্য কুকুর ঘণ্টাখানেক আগেও ছিলেন বিজেপির প্রচারে, সটান হাজির রাহুলের মঞ্চে প্রাক্তন এমপি নবরাত্রির প্রথম দিন আজ, পুজো হয় দেবী শৈলপুত্রীর বাবর আজমের পদত্যাগের পরেই হঠাৎ করে অবসর ঘোষণা করলেন পাকিস্তানের ৩১ বছরের স্পিনার শনির রাহুর নক্ষত্রে গমন! অর্থ সম্পদ নাকি অশনিসংকেত, কীসের দিচ্ছে ইঙ্গিত জেনে নিন ভর্তি হতে পারছেন না রোগীরা, চিন্তায় দেবাংশু!'সিনিয়ররা কোথায়?' প্রশ্ন নেটিজেনের ‘ট্রোলের জন্য তৈরি…', বিচারের আগ আন্দোলনের মুখ লগ্নজিতা পুজোয় USA যাচ্ছেন, কেন? BJP, CPIM নয়, TMC বিধায়কের বিরুদ্ধে ‘চোর’ ‘গদ্দার’ স্লোগান উঠল TMCরই মিছিল থেকে ১ বা ২ না,১৬টি বনেদি পুজো নিয়ে মুর্শিদাবাদের এই গ্রাম হয়ে উঠেছে ‘দুর্গা গ্রাম’

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.