বাংলা নিউজ > বায়োস্কোপ > Ranbir Kapoor: ‘সেরা অজুহাত ছিল’ তবু মেয়ের জন্মের পর জিমে যেতে ভোলেননি রণবীর! প্রশংসা ট্রেনারের

Ranbir Kapoor: ‘সেরা অজুহাত ছিল’ তবু মেয়ের জন্মের পর জিমে যেতে ভোলেননি রণবীর! প্রশংসা ট্রেনারের

ফিটনেস সচেতন রণবীর

Ranbir Kapoor: মেয়েকে সামলেও জিমে যেতে ভোলেননি রণবীর কাপুর। ফিটনেসের প্রতি নায়কের সমর্পণ দেখে মুগ্ধ তাঁর ফিটনেস কোচ। 

জিমে না যাওয়ার বাহানা খোঁজেন অনেকেই, তবে প্রকৃত ফিটনেস সচেতন মানুষ শত ব্যস্ততার মধ্যেও নিজেকে ফিট রাখবার উপায় খুঁজে নেন। সদ্য বাবা হয়েছেন রণবীর কাপুর। কিন্তু তাই বলে একদিনের জন্যও জিমে যেতে ভোলেননি ‘শামশেরা’ তারকা। শরীরচর্চার প্রতি রণবীরের এই সমপর্ণ দেখে মুগ্ধ তাঁর ফিটনেস কোচ ড্রিউ নীল (Drew Neal)। সোশ্যাল মিডিয়ায় নায়ককে নিয়ে দীর্ঘ পোস্ট লেখেন তাঁর ট্রেনার।

ছবিতে নীল রঙা টি-শার্টে দেখা গেল রণবীরকে, সঙ্গে কালো শর্টস আর জুতো। ট্রেনারকে একহাতে জড়িয়ে ধরে হাসিমুখে ক্যামেরার জন্য পোজ দিচ্ছেন রণবীর। ড্রিউ ক্যাপশনে লেখএন- ‘এই লোকটার কাছে সবচেয়ে সেরা অজুহাত ছিল এই সপ্তাহে জিমে না আসার, তাঁর কন্য়া সন্তানের জন্ম হয়েছে। কিন্তু তাই বলে সে একটা সেশনও মিস করেনি। আবার অনেক শুভেচ্ছা জানাই রণবীর আর আলিয়াকে।’ সঙ্গে হ্যাশট্যাগে জুড়ে দেন- ‘মনডে মোটিভেশন’, ‘নো-এক্সকিউজ’।

রণবীরের এই কীর্তিতে মুগ্ধ তাঁর ফ্যানেরাও। বলিউডের অন্যতম ফিট অভিনেতা রণবীর। তাঁর ‘সিক্স প্যাক অ্যাবস’ নিয়ে বিশেষ চর্চা না হলেও একথা অস্বীকার করবার জায়গা নেই ‘শামশেরা’, ‘সঞ্জু’র মতো ছবিতে রণবীরের সুঠাম চেহারা নজর কেড়েছে সবার।

গত ৬ই নভেম্বর রণবীর-আলিয়া ফুটফুটে কন্যা সন্তানের বাবা-মা হয়েছেন। গত সপ্তাহেই মেয়েক নিয়ে বাড়ি ফিরেছেন আলিয়া। মেয়ের জন্মের পর সোশ্যাল মিডিয়া পোস্টে আলিয়া লেখেন- ‘আমাদের জীবনের সেরা খবর…. আমাদের সন্তান ভূমিষ্ঠ হয়েছে… একদম জাদুতে ভরপুর আমাদের কন্যে। আমরা ভালোবাসার জোয়ারে ভাসছি। আর্শীবাদ-ধন্য বাবা-মা আমরা….রণবীর ও আলিয়ার তরফে অনেক ভালোবাসা!!!!'

দীর্ঘ ৫ বছর চুটিয়ে প্রেম করবার পর চলতি বছর এপ্রিলেই গাঁটছড়া বাঁধেন ‘রালিয়া’। বিয়ের দেড় মাসের মাথায় মা হতে চলার সুখবর ভাগ করে নিয়েছিলেন আলিয়া, আর পাঁচ মাস যেতে না যেতেই তাঁর কোল আলো করে এল মেয়ে।

দীর্ঘদিন রুপোলি পর্দা থেকে গায়েব থাকবার পর চলতি বছরে ‘শামশেরা’ হয়ে কামব্যাক করেন রণবীর। যদিও বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে রণবীরের কামব্যাক ফিল্ম। গত ৯ই সেপ্টেম্বর মুক্তি পেয়েছিল রণবীর-আলিয়া জুটির ‘ব্রহ্মাস্ত্র’। ‘রালিয়া’র রসায়ন দেখতে হল ভরিয়েছে দর্শক। বক্স অফিসে হিটের তকমা পেয়েছে এই ছবি।

বাবার দায়িত্ব পালনে কোনও খামতি রাখছেন না রণবীর, তবে পিতৃত্বকালীন ছুটি কাটিয়ে এই সপ্তাহেই কাজে ফিরছেন নায়ক! ঘনিষ্ঠসূত্রে খবর বেশ কয়েক সপ্তাহের বিরতির পর আগামী ১৭ই নভেম্বর শ্যুটিং সেটে ফিরছেন রণবীর। ‘অ্যানিম্যাল’ ছবির শ্যুটিং করবেন নতুন বাবা। এই ছবির পরিচালক ‘কবীর সিং’ খ্যাত সন্দীপ ভঙ্গা রেড্ডি।

 

বন্ধ করুন