প্রভাস-কৃতির ‘আদিপুরুষ’ বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। ছবির মান হোক কিংবা ভিএফএক্স কোনটাই মন জিততে পারেনি দর্শকের। এর মাঝেই জানা যায়, রণবীর কাপুর এবার রামের চরিত্রে অভিনয় করবেন। ছবি পরিচালনায় দঙ্গল খ্যাত নীতিশ তিওয়ারি। স্বভাবতই পরিচালক-অভিনেতা সকলের থেকেই প্রত্যাশার পারদ তুঙ্গে। আরও পড়ুন-ভারতীয় সেনাকে অসম্মান করেছেন? রামায়ণ নিয়ে চর্চার মাঝেই 'বয়কট সাই পল্লবী' ট্রেন্ডে বিপাকে অভিনেত্রী
এই ছবিতে বলিউড তারকাদের পাশাপাশি একঝাঁক দক্ষিণী সেলেবের দেখা মিলবে। দীর্ঘ প্রতীক্ষার পর আনুষ্ঠানিকভাবে রামায়ণ-এর ঘোষণা সারল প্রযোজনা সংস্থা। প্রযোজক নমিত মালহোত্রা জানিয়েছেন, ছবিটি দুটি ভাগে মুক্তি পাবে। রামায়ণ পার্ট ওয়ান ২০২৬ সালের দীপাবলিতে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এবং ঠিক এক বছর পর, ২০২৭ সালের দিওয়ালিতে আসবে ছবির পার্ট টু।
রামায়ণের পোস্টার, মুক্তির তারিখ ঘোষণা
ছবিতে রামের ভূমিকায় রণবীর, সীতার চরিত্রে দক্ষিণী অভিনেত্রী সাই পল্লবী। রাবণের চরিত্রে অভিনয় করছন কন্নড় ছবি ‘কেজিএফ’ খ্যাত তারকা যশ। আশ্চর্যজনকভাবে রাহার জন্মদিনে রণবীর ভক্তরা এই দারুণ উপহার পেল।
নমিত মালহোত্রা যে পোস্টারটি উন্মোচন করেছেন, যেখানে আকাশের দিকে তাক করে একটি জ্বলন্ত তীর ছোড়া হয়েছে। ক্যাপশনে তিনি লেখেন, ‘এক দশকেরও বেশি সময় আগে আমি এই মহাকাব্যটি বড় পর্দায় আনার জন্য একটি মহৎ অনুসন্ধান শুরু করেছিলাম, যা ৫০০০ বছরেরও বেশি সময় ধরে কোটি কোটি হৃদয়ে রাজত্ব করেছে। এবং আজ, আমি এটিকে সুন্দরভাবে রূপ নিতে দেখে রোমাঞ্চিত হয়েছি কারণ আমাদের টিম কেবল একটি উদ্দেশ্য নিয়ে অক্লান্ত পরিশ্রম করছে: আমাদের ইতিহাস, আমাদের সত্য এবং আমাদের সংস্কৃতির সবচেয়ে খাঁটি, পবিত্র এবং দৃষ্টিনন্দন অভিযোজন - আমাদের রামায়ণ - বিশ্বজুড়ে মানুষের জন্য উপস্থাপন করা।’
তিনি আরও লেখেন, 'আমাদের সাথে যোগ দিন কারণ আমরা গর্ব ও শ্রদ্ধার সাথে আমাদের সর্বশ্রেষ্ঠ মহাকাব্যকে জীবন্ত করে তোলার স্বপ্ন পূরণ করি ... পার্ট ১ দিওয়ালি ২০২৬ এ এবং পার্ট ২ দীপাবলি ২০২৭-এ মুক্তি পাবে। স্বভাবতই রণবীর, যশ এবং সাই পল্লবী ভক্তরা দারুণ উত্তেজিত এই সুখবর পেয়ে।
এই ছবিতে কৈকেয়ীর চরিত্রে লারা দত্ত, হনুমানের চরিত্রে সানি দেওল এবং মন্থরার চরিত্রে দেখা যাবে শিবা চাড্ডাকে। শ্যুটিং চলাকালীন ছবির সেট থেকে রণবীর ও সাই পল্লবীর লুক ফাঁস হয়, যা নেটপাড়ায় ঝড় তুলেছিল।