আসছে নীতীশ তিওয়ারি পরিচালিত ছবি রামায়ণ। তবে জানা গিয়েছে একেবারে নয়, বরং পার্টে পার্টে আসবে এই ছবি। ইতিমধ্যেই তার পার্ট ১ এর শ্যুটিং সেরে ফেলেছেন রাম ওরফে রণবীর কাপুর। নিজের অভিজ্ঞতা সম্পর্কে কী জানালেন অভিনেতা?
আরও পড়ুন: ৭০-এও চিরযৌবনা! কপিলের শোতে সালামে ইশকের তালে ঠুমকা রেখার, সঙ্গ দিলেন কে?
কী জানিয়েছেন রণবীর?
সোমপতি সৌদি আরবে রেড সি ফিল্ম ফেস্টিভ্যালে যোগ দিয়েছিলেন রণবীর কাপুর। জেড্ডার এই অনুষ্ঠানে অভিনেতা কথা বলেন নীতীশ তিওয়ারির এই ম্যাগনাম অপাস নিয়ে। এখনও পর্যন্ত এই ছবির সেট থেকে সেভাবে কিছু ভাইরাল বা লিক হয়নি। যথেষ্ট রাখঢাক বজায় রেখেছেন নির্মাতারা। তবে রণবীর এই চলচ্চিত্র উৎসবে যোগ দিয়ে জানিয়েছেন তিনি রামায়ণ পার্ট ১ এর শ্যুটিং শেষ করে ফেলেছেন। তিনি কৃতজ্ঞ এই চরিত্রটি করতে পেরে।
রণবীর এদিন জানিয়েছেন রামায়ণ ছবিটি দুটো পার্টে আসবে। তার মধ্যে তিনি পার্ট ১ এর শ্যুটিং সেরে ফেলেছেন। এবার পার্ট ২ এর শ্যুটিংও শীঘ্রই শুরু হবে। তবে রামের চরিত্র পর্দায় করতে পেরে যে তিনি ধন্য মনে করছেন নিজেকে এদিন সেটা জানাতে ভোলেন না। এই আইকনিক চরিত্র প্রসঙ্গে তিনি বলেন, 'এই গল্পের অংশ হওয়া, রামের চরিত্র করতে পেরে নিজেকে ধন্য মনে হচ্ছে। এটা আমার কাছে একটা স্বপ্নের মতো। এটা এমন একটা ছবি যা আমাদের ভারতের সংস্কৃতির বিষয়ে, পরিবারের বিষয়ে, স্বামী স্ত্রীর সম্পর্কের বিষয়ে শেখায়।'
কেবল রণবীর কাপুর নন। এই ছবির বিষয়ে সম্প্রতি মুখ খুলেছেন ছবির প্রযোজকও। তিনি নভেম্বর কাছে একটি টুইট করে লেখেন, 'প্রায় এক দশক আগে আমি এই মহাকাব্য তৈরি করার স্বপ্ন দেখেছিলাম যা গত ৫০০০ বছর ধরে লক্ষ লক্ষ মানুষের মনে রাজত্ব করে এসেছে। আজ সেটা আকার নিচ্ছে দেখে শিহরণ জাগছে।'
আরও পড়ুন: ৪ বছরে কাজ জোটেনি সিরিজ-সিনেমায়! 'দুই শালিক' খ্যাত চাঁদনি লিখলেন, 'হয়তো খালি অভিনয় যথেষ্ট নয়'
প্রসঙ্গত আগামী ২০২৬ সালের দীপাবলির সময় মুক্তি পাবে রামায়ণ পার্ট ১। আর পার্ট ২ মুক্তি পাবে দীপাবলি ২০২৭ এর সময়। রণবীর কাপুর ছাড়াও এই ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে সাই পল্লবী, রবি দুবে, যশ, প্রমুখকে।