আলিয়াকে বিয়ে করে সুখে সংসার করছেন 'কাপুর পুত্র' রণবীর। তাঁদের আদরের এক মেয়েও রয়েছে, নাম রাহা। তবু নিজের ইমেজ থেকে 'ক্যাসানোভা' তকমা থেকে মুছতে পারেননি রণবীর। 'ক্যাসানোভা' অর্থাৎ পাতি বাংলায় যাকে বলে কিনা মেয়েবাজ। জীবনের বেশিরভাগ সময়টায় রণবীর নামের সঙ্গে মিলেমিশে গেছে এই 'ক্যাসানোভা' তকমা।
সম্প্রতি, নিখিল কামাথের WTF অনুষ্ঠানে যোগ নিজের জীবনের নানান গোপন কথা ফাঁস করেছেন রণবীর কাপুর। অনুষ্ঠানে এসে রণবীরকে তাঁর অতীত জীবন, ‘প্রতারক’ তকমা, মেয়ে রাহা এবং নিজের প্রয়াত বাবা, অভিনেতা ঋষি কাপুরের সঙ্গে তাঁর বন্ধন নিয়েও আলোচনা করেছেন। শনিবার অনুষ্ঠানের ট্রেলার মুক্তি পেতেই বিষয়টা নিয়ে অনুরাগীদের মধ্যে উত্তেজনা তুঙ্গে।
ক্যাসানোভা ও প্রতারক তকমা
আলিয়ার আগে দীপিকা পাড়ুকোন ও ক্যাটরিনা কাইফের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন রণবীর। দীপিকার সঙ্গে সম্পর্কে থাকাকীলানই ক্যাটের সঙ্গে সম্পর্কে জড়ান কাপুর পুত্র। একবার কফি উইথ করণ-এ দীপিকা ও সোনম কাপুর রণবীরকে 'ক্যাসানোভা' ট্যাগ ট্যাগ দিয়েছিলেন। WTF-এ এসে সেবিষয়েই কথা বলতে দেখা গিয়েছে রণবীরকে। তিনি বলেন, 'অতীতে আমি দুজন সফল অভিনেত্রীর সঙ্গে প্রেম করেছি, যা একসময় আমার পরিচয় হয়ে দাঁড়িয়েছিল। আমি ওদের থেকে ‘ক্যাসানোভা এবং প্রতারক দুটো ট্যাগই পেয়েছি। আমি নিজের জীবনের অনেকটা সময় এই দুই তকমা নিয়েই বেঁচে আছি।’
রণবীর ও রাহা
২০২২ সালের নভেম্বরে রণবীর-আলিয়ার জীবনে আসে তাঁদের মেয়ে রাহা। মেয়েকে নিয়ে নিজের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে রণবীর বলেন, ‘মনে হচ্ছে কেউ আমার হৃদয় বের করে আমার হাতে ধরিয়ে দিয়েছে। রাহা আলিয়াকে নিজেরই একটা অংশ ভাবে, আমার সঙ্গে ওর মজা, মশকরার সম্পর্ক।’
রণবীর ও ঋষি কাপুর
সাক্ষাৎকারে রণবীর নিজের বাবাকে নিয়েও কথা বলেন। তাঁর কথায়, 'আমার বাবা ছিলেন বদমেজাজী মানুষ, কিন্তু খুব ভালো মানুষ। আমি কখনো ওঁর চোখের রঙ দেখিনি। উনি যখনই আমায় কিছু বলতেন আমি মাথা নিচু করে কথা বলতাম। আমি বাবাকে কখনওই না বলিনি।'
রণবীর জানান, তিনি ভীষণই অন্তর্মুখী স্বভাবের একজন মানুষ। বলেন, তিনি সহজে নিজেকে ঠিক প্রকাশ করতে পারি না, তাই আমি সহজে কাঁদিও না। আমি আসলে নিজেকে উন্মুক্ত করতে খুব ভয় পাই '।
কাজের ক্ষেত্রে, রণবীরকে সর্বশেষ সন্দীপ রেড্ডি ভাঙ্গার ‘অ্যানিম্যাল’ ছবিতে দেখা গিয়েছিল> যা বক্স অফিসে ব্লকবাস্টার। পরবর্তীতে নীতেশ তিওয়ারি পরিচালিত বহুল 'রামায়ণ'-এ দেখা যাবে রণবীর কাপুরকে।