রণবীর কাপুর দর্শকদের কাছে তাঁর ধৈর্য এবং নম্র ব্যবহারের জন্য সব সময়ই প্রশংসা পেয়েছেন। উদ্যোক্তা নিখিল কামাথের সঙ্গে এক সাক্ষাৎকারে, অভিনেতা জানিয়েছেন যে, তিনি কাপুর পরিবারের অনেক সদস্যের ব্যর্থতা নিজের চোখে দেখেছেন। এ প্রসঙ্গে রণবীর বাবার কথাও উল্লেখ করে জানান যে, কীভাবে বাবা ঋষি কাপুরের অনুরাগীদের প্রতি অভদ্র আচরণ করতেন এবং তাঁর এই আচরণ তাঁকে নিজের ভক্তদের কাছে আরও বেশি করে নীচু করে দিত। তাঁর এই ব্যবহারের জন্য তাঁর সহকর্মী ও ভক্তরাও তাঁর নিন্দা করতেন।
কাপুর পরিবারের ব্যর্থতা থেকে শিক্ষা নেওয়া নিয়ে রণবীর
রণবীর কাপুর এমন এক পরিবারে জন্মগ্রহণ করেন, যারা চলচ্চিত্র জগতের সঙ্গে বহুদিন ধরে জড়িত। সেই পরিবারের বহু সদ্য বলিপাড়ার জনপ্রতিয় অভিনেতা-অভিনেত্রী। কিন্তু কেবল জনপ্রিয়তা ও সাফল্য নয়, এই পরিবারের অনেকে ব্যর্থও হয়েছেন। তিনি তাঁর আত্মীয়দের সাফল্য এবং ব্যর্থতার অভিজ্ঞতার কথা স্মরণ করে বলেন, 'আমি বিনোদন জগতের সাফল্য ও ব্যর্থতাকে খুব তাড়াতাড়ি উপলব্ধি করেছি, কারণ আমি এমন একটি পরিবারে বড় হয়েছি যেখানের বেশির ভাগ সদস্যই এই জগতের সঙ্গে জড়িত। আমি আমার পরিবারে অনেক সফল ব্যক্তিকে দেখেছি। আবার পাশাপাশি, আমি অনেক ব্যর্থতাও দেখেছি। যারা ব্যর্থ হয়েছেন, তাঁরা কেন ব্যর্থ হলেন আমি জানি না। আমি সকলকেই খুব ছোটবেলা থেকে লক্ষ্য করতাম।'
আরও পড়ুন: মাত্র ২৪ বছরে সিঙ্গল মাদার হন সুস্মিতা! মায়ের পথে হেঁটে বলিউডে বড় মেয়ে রেনে?
পরিবারের কথা বলতে গিয়ে অভিনেতা তাঁর বাবার প্রসঙ্গ টেনে জানান, ঋষি কাপুর কীভাবে অটোগ্রাফ নিতে বা ছবি তুলতে আসা ভক্তদের প্রতি অভদ্র আচরণ করতেন। এই নিয়ে রণবীর বলেন, 'না, আমি এরকম করতে চাই না। কাউকে আমি না বলতে পারব না। আমি ভক্তদের মুখ দেখতে পেতাম তাঁরা আমার বাবার দিকে অনেকটা ঘৃণা ও হতাশা নিয়ে তাকাতেন। আমার সঙ্গে সেটা কেউ করুক এটা আমি কিছুতেই মানতে পারব না। কেউ যদি আমার সঙ্গে ছবি তুলতে আসেন বা অটোগ্রাফ নিতে আসেন, সেক্ষেত্রে আমি বাধ্য হয়ে বেশি খুশি প্রকাশ করি।'
রণবীর কাপুরের অভিনয় জীবন সম্পর্কে
সঞ্জয় লীলা বনসালির 'সাওয়ারিয়া' দিয়ে বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে রণবীর কাপুর পা রাখেন। তিনি তাঁর আগে অমিতাভ বচ্চন ও রানি মুখোপাধ্যায় অভিনীত ব্ল্যাক সিনেমায় সঞ্জয়কে সাহায্য করেছিলেন। অভিনেতাকে শেষ দেখা গিয়েছিল সন্দীপ রেড্ডি ভাঙ্গার 'অ্যানিম্যাল' ছবিতে।
আরও পড়ুন: ‘আমি এই নিয়ে…’ সত্যিই কি দেবযানীকে ডিভোর্স দিচ্ছেন? হিন্দুস্তান টাইমস বাংলাকে যা বলেন ঋষি কৌশিক
রণবীর কাপুরের আসন্ন প্রজেক্ট সম্পর্কে
রণবীরকে সাই পল্লবীর বিপরীতে নীতেশ তিওয়ারির 'রামায়ণ'-এ দেখা যাবে। 'লাভ অ্যান্ড ওয়ার'-এ তিনি সঞ্জয় লীলা বনসালির কাজ করবেন, যেখানে সহ-অভিনেতা হিসেবে থাকবেন আলিয়া ভাট এবং ভিকি কৌশল। তাছাড়াও সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত 'অ্যানিমেল পার্ক'-এরও রণবীরকে আবার দেখা যাবে।