বাংলা নিউজ > বায়োস্কোপ > Ranbir-Sourav: 'সৌরভের বায়োপিকের প্রস্তাব পাইনি': রণবীর, একথা বলেই ব্যাট হাতে ইডেনে ছুটলেন দাদার কাছে

Ranbir-Sourav: 'সৌরভের বায়োপিকের প্রস্তাব পাইনি': রণবীর, একথা বলেই ব্যাট হাতে ইডেনে ছুটলেন দাদার কাছে

সৌরভের ভূমিকায় তবে কে? 

Ranbir Kapoor on Sourav Ganguly's Biopic: ‘আমাকে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিক অফার করা হয়নি', কলকাতায় ‘তু ঝুঠি মেয় মক্কার’-এর প্রচারে এসে জানালেন রণবীর কাপুর। 

সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিক নিয়ে গত কয়েকদিনে চর্চার শেষ নেই। চলতি সপ্তাহের গোড়াতেই খবর রটে যায়, পর্দায় দাদার ভূমিকায় দেখা যাবে রণবীর কাপুরকে, কথাবার্তা প্রায় পাকা। সেই নিয়ে কার্যত হইচই কাণ্ড! রণবীর ভক্তরা তো দারুণ উত্তেজিত হয়ে পড়ে। পরে অবশ্য ছবির প্রযোজক অঙ্কুর গর্গ জানান, ‘এই নিয়ে এখনও আপটেড দেওয়ার মতো কোনও খবর নেই’। তবু আশা জিইয়ে রেখেছিলেন তিনি। কিন্তু কলকাতায় এসে অনুরাগীদের সব আশায় ঠাণ্ডা জল ঢাললেন রণবীর কাপুর নিজে!

রবিবার নিজের আসন্ন ছবি ‘তু ঝুঠি মেয় মক্কার’-এর প্রচারে কলকাতায় হাজির হয়েছেন রণবীর। স্বভাবসিদ্ধ হাসি মুখে নিয়ে সাংবাদিকদের মুখোমুখি কাপুর খানদানের এই চিরাগ। শুরুতেই বাংলায় বলে উঠলেন ‘কেমন আছো?’ দাদার শহরে এসে সৌরভের বায়োপিক নিয়ে প্রশ্নের মুখে পড়বেন না রণবীর, তাও কী সম্ভব? সৌরভের বায়োপিকের প্রসঙ্গ উঠতেই রণবীর সোজাসাপটা জানান, ‘আমাকে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিক অফার করা হয়নি। আমি এ সম্পর্কে কিছুই জানি না এখন’। একথা শুনে তো মাথায় হাত ভক্তদের, তবে পুরোটাই মিথ্যা রটনা? প্রস্তাব এলে কি সেই অফার গ্রহণ করবেন রণবীর? তা নিয়ে অবশ্য এখনই কিছু জানাতে চান না তিনি।

এর আগে সঞ্জয় দত্তের বায়োপিক (সঞ্জু)-এ অভিনয় করেছেন রণবীর। নিজের দীর্ঘ ফিল্মি কেরিয়ারে একবার মাত্রই রিয়েল লাইফ চরিত্রকে পর্দায় জীবন্ত করেছেন তিনি। স্পোর্টসের প্রতি ঝোঁক থাকলেও সৌরভের বায়োপিকে অভিনয় বড় চ্যালেঞ্জ হবে রণবীরের কাছে। কিন্তু প্রশ্ন হল সত্যি কি রণবীরের সঙ্গে কোনও কথা হয়নি নির্মাতাদের? জানা যাচ্ছে, এখনও চূড়ান্ত হয়নি সৌরভের বায়োপিকের চিত্রনাট্য। কে সৌরভের ভূমিকায় অভিনয় করবেন তা চূড়ান্ত হতে অন্তত আট মাস সময় লাগবে। অর্থাৎ এই বছরের শেষের দিকেই জানা যাবে সৌরভের বায়োপিকে কে অভিনয় করবেন।

<p>রবিবার ইডেন গার্ডেনে রণবীর-সৌরভ</p>

রবিবার ইডেন গার্ডেনে রণবীর-সৌরভ

সৌরভ এক সাক্ষাৎকারে নিজেই জানিয়েছেন, বায়োপিকের চিত্রনাট্য লিখছেন তিনি নিজে। দাদার জীবনের প্রতিটি ধাপ খুব স্পষ্টভাবে তুলে ধরতে চান নির্মাতারা। সৌরভের বৈচিত্র্যময় জীবনে কোনটা রাখা হবে, কোনওটা বাদ পড়বে সবটা নিয়েই ভাবনা-চিন্তা চলছে।

সৌরভের বায়োপিকে প্রস্তাব না পাওয়ার কথা জানালেও এদিন সাংবাদিক বৈঠক শেষে ইডেনে একান্তে সৌরভের সঙ্গে দেখা করলেন রণবীর কাপুর। রবিবাসরীয় ইডেন গার্ডেনসে ব্যাট হাতে পরস্পরের মুখোমুখি সৌরভ গঙ্গোপাধ্যায় ও রণবীর কাপুর! আসলে ‘তু ঝুঠি মেয় মক্কার’-এর প্রচারেই প্রীতি ম্যাচের আয়োজন হয়েছিল। সেখানে সৌরভের ‘ঝুঠি' একাদশ মুখোমুখি রণবীরের ‘মক্কার’ একাদশের। এদিন ব্যাট হাতে সৌরভের বলে ছক্কা হাঁকালেন রণবীর, আবার বল হাতেও পাওয়া গেল তাঁকে। এই ছবি যেন কোথাউ গিয়ে জানান দিচ্ছে পুরোটাই যেন সৌরভের বায়োপিকের প্রস্তুতি। তাই মুখে রণবীর যাই বলুন না কেন, সৌরভের ‘ব্রহ্মাস্ত্র’ হতে চলেছেন এই বলি-তারকা, এদিনের ইডেনের ছবিটা তেমনই ইশারা করছে।

বন্ধ করুন