বাংলা নিউজ > বায়োস্কোপ > মেয়ের নামের উচ্চারণ শেখালেন পাপা রণবীর, খুদেকে নিয়ে আর কিছু বললেন নাকি?

মেয়ের নামের উচ্চারণ শেখালেন পাপা রণবীর, খুদেকে নিয়ে আর কিছু বললেন নাকি?

মেয়ের নামের উচ্চারণ শেখালেন রণবীর কাপুর। 

রণবীর কাপুর বরাবরই খুব প্রাইভেট পার্সন। এতটাই যে সোশ্যাল মিডিয়াতেও কোনও অ্যাকাউন্ট নেই তাঁর। তবে মেয়ে হওয়ার পর থেকে নানা প্রশ্নের মুখে পড়তেই হয় কাপুর-নন্দনকে। 

মেয়ের নামের উচ্চারণ সকলে ভুল করুক এমনটা একেবারই চান না রণবীর কাপুর। ৬ নভেম্বর মেয়ের জন্ম দেন আলিয়া-রণবীর। ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে মেয়ের নাম সকলকে জানিয়েছিলেন অভিনেত্রী। তবে তাঁদের অনেক অনুরাগীই কনফিউজড কীভাবে উচ্চারণ করা হবে তা নিয়ে। 

রেড সি ফিল্ম ফেস্টিভ্যালে সাক্ষাৎকারে মেয়ের নাম জোরে জোরে উচ্চারণ করে শোনালেন রণবীর। চিৎকার করে বললেন, ‘হ্যাঁ থ্যাঙ্ক ইউ। ওর নাম রা-হা’। এই ভিডিয়ো ছড়িয়ে পড়তেই রণবীর ফের একবার মন জিতে নিলেন সোশ্যাল মিডিয়ায়। একজন লিখলেন, ‘একদম ওভার এক্সাইটেড ড্যাডি। যেমনটা হয়ে থাকি আর কী সাধারণত’। অরেকজন লিখলেন, ‘সত্যি রণবীর কতটা খুশি বাবা হয়ে, চোখে মুখে একেবারে গর্ব ফুটে উঠছে।’

একরত্তি মেয়েকে ঘিরে এখন দিন কাটছে রণবীর কাপুর এবং আলিয়া ভাটের। বলিউড তারকা দম্পতি আদর করে মেয়ের নাম রেখেছেন রাহা কাপুর। নাতনির জন্য ‘রাহা’ নামটি বেছেছেন নীতু কাপুর। ইনস্টাগ্রামে একরত্তি মেয়ের সঙ্গে প্রথম ফ্যামিলি ছবি শেয়ার করেছিলেন রালিয়া জুটি দিনকয়েক আগে। ছবিতে দেখা গিয়েছিল, একরত্তিকে আগলে পাপা রণবীর, রাহার দিকে তাকিয়ে রয়েছেন আলিয়া।

আলিয়া ইনস্টাগ্রাম পোস্টে লেখেন- ‘রাহা নামটি বেছেছেন তাঁর অভিজ্ঞ এবং মিষ্টি দাদি (ঠাকুমা)। রাহার আক্ষরিক অর্থ হল ‘স্বর্গীয় পথ’। তবে সহিলি (Swahili) ভাষায় এই নামের অর্থ আনন্দ, সংস্কৃতে এর অর্থ বংশ আর বাংলায় রাহা নামের অর্থ বিশ্রাম, আরাম, ত্রাণ। আরবি ভাষায় এর অর্থ শান্তি, অথবা আনন্দ, মুক্তি এবং সুখ। আর একদম ওর নামের সঙ্গে মিলিয়েই প্রথমবার যখন ওকে আমরা হাতে ধরেছি, এই সবকিছু আমরা অনুভব করেছি! ধন্যবাদ রাহা, আমাদের পরিবারকে প্রাণশক্তিতে ভরিয়ে তোলবার জন্য। মনে হচ্ছে আমাদের জীবনটা সবে শুরু হল'।

 

বন্ধ করুন