নিজেকে ফিট রাখার জন্য খেলার থেকে ভালো আর কিছু হতে পারে না। যে কোনও আউটডোর গেম শরীরের জন্য খুবই উপকারি। আর রণবীর কাপুর খেলাধূলা করতে ভালোবাসেন একথাও কারুর অজানা নয়। তিনি যে বেশ বড় ফুটবল ফ্যান তা রাহার নাম প্রকাশ্যের পোস্ট থেকেই বোঝা গিয়েছিল। ২০২২ সালে যে পোস্টের মাধ্যমে আলিয়া রণবীর মেয়ের নাম অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন সেখানে সবচেয়ে বেশি নজর কেড়েছিল এফসি বার্সেলোনার জার্সি। আর সেখান থেকেই বোঝা গিয়েছিল যে রণবীর খেলাধূলা কতটা ভালোবাসসেন। আর নায়কের প্রিয় দল বার্সেলোনা।
আর এবার ফুটবল নয় অভিনেতাকে মুম্বইয়ে টেনিস খেলতে দেখা গেল। মাথায় টুপি, চোখে রোদচশমা আর খেলয়ারদের মতোই পোশাক পরে রণবীরকে টেনিস খেলতে দেখা গিয়েছে। ই টাইমস তাঁর টেনিস খেলার ভিডিয়োটি প্রকাশ করেছে।
আরও পড়ুন: 'এই মুহুর্তে আছে, পর মুহূর্তে নেই…', মাটিতে পা রেখে চলাতেই বিশ্বাসী, স্টারডম নিয়ে ভাবেন না রশ্মিকা!
কাজের সূত্রে, রণবীর কাপুরের ঝুলিতে বর্তমানে অনেক কাজ রয়েছে। অভিনেতাকে 'ধুম' ফ্র্যাঞ্চাইজি 'ধুম ৪' -এ মুখ্য ভূমিকায় দেখা যেতে পারে বলে শোনা গিয়েছে। তাছাড়াও বর্তমানে সঞ্জয় লীলা বানসালির পরিচালনায় মুম্বইতে 'লাভ অ্যান্ড ওয়ার' ছবির শ্যুটিংয়ে ব্যস্ত নায়ক। রনবীর তাঁর চলতে থাকা শ্যুটিংগুলি শেষ হলে ২০২৬ সালের এপ্রিল থেকে 'ধুম ৪'- এর শ্যুটিং শুরু করবেন বলে শোনা যাচ্ছে।
ইন্ডিয়া টুডে একটি রিপোর্ট প্রকাশ করেছে, যেখান থেকে জানা গিয়েছে যে রণবীর কাপুর 'ধুম ৪'- এ অন্যরকম ভাবে ধরা দেবেন। ‘ধুম ৪’- এর জন্য নাকি রণবীর কাপুরকে একেবারে ভোল পাল্টে ফেলতে হবে। তাই ছবির কাজ শুরু করার আগে, তিনি তাঁর হাতে থাকা দুটি ছবির কাজ শেষ করে নেবেন। আগামী এপ্রিলে শ্যুটিং শুরু হবে বলে আশা করা হচ্ছে।
আরও পড়ুন: 'সম্পর্কটাকে বাঁচিয়ে রাখা…' বিচ্ছেদ থেকে পৃথার সঙ্গে দাম্পত্য নিয়ে আনকাট সুদীপ
'ধুম ৪' ছাড়াও, রণবীর কাপুরের 'অ্যানিম্যাল'- এর সিক্যুয়েল ‘অ্যানিম্যাল পার্ক’-এর কাজও শুরু হবে। তাছাড়াও ‘লাভ অ্যান্ড ওয়ার’ রয়েছে। 'লাভ অ্যান্ড ওয়ার'-এ রণবীর ছাড়াও রয়েছেন আলিয়া ভাট এবং ভিকি কৌশল। অন্যদিকে, নীতীশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ’ও রয়েছে তাঁর পাইপলাইনে। 'রামায়ণ'- এ, রণবীর কাপুরকে ভগবান রামের ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে। সীতার চরিত্রে দেখা যাবে সাই পল্লবী এবং রাবণের চরিত্রে নজর কাড়তে চলেছেন যশ।