রণবীর অভিনীত অ্যানিমাল ছবিটি আগামীতে মুক্তি পেতে চলেছে। এই ছবির জন্য বিস্তর খেটেছেন অভিনেতা। ছবির একটা বড় অংশের শ্যুটিং লন্ডনে হয়েছে। সদ্যই এই ছবির শুট শেষ হল। আর তারপরই ছবির কলাকুশলীদের আনন্দ উৎসবে মেতে উঠতে দেখা যায়। ববি দেওল, রণবীর কাপুর সকলে মিলে কেক কাটেন এদিন।
সোশ্যাল মিডিয়ায় এই ছবির সেটের একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। সেখানে রণবীর কাপুর এবং ববি দেওয়াকে কেক কাটতে দেখা যাচ্ছে। তাঁরা দুজনেই শীত পোশাক পরে আছেন। ফলে সেই দেশে যে এখনও বেশ ভালো ঠান্ডা আছে সেটা ছবি দেখেই টের পাওয়া যাচ্ছে। তাঁদের চারপাশ ঘিরে দাঁড়িয়ে আছেন বাকিরা। দুজনকে কেক কাটতে দেখা যায় একসঙ্গে। কেক কাটার আগেই ববিকে জড়িয়ে ধরে তাঁর গালে একটা চুমু খান রণবীর। শুধু তাই নয়, তিনি তাঁকে বলেন, 'ধন্যবাদ ববি স্যার। আপনি ভীষণ ভালো।' এর উত্তরে ববি বলেন উপস্থিত সকলেই ভীষণ ভালো। ওঁরা দুজন একসঙ্গে কেক কাটেন, সঙ্গে অনেক চিৎকার করেন এই সময়। উচ্ছ্বাস প্রকাশ করেন। এই কেকের উপর ছবির পোস্টার দেখা যায়।
একজন পাপারাৎজি এই ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। তিনি সেই পোস্টের ক্যাপশনে লেখেন, 'অ্যানিমাল ছবির দুই অভিনেতা ববি দেওল এবং রণবীর কাপুর লন্ডনে এই ছবির শ্যুটিং শেষ করার পর সেটার উদযাপন করলেন। আমরা ওঁদের একসঙ্গে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে আছি।' এই ভিডিয়ো পোস্ট করার পরই অনেকেই সেখানে মতামত জানিয়েছেন। এক ব্যক্তি লেখেন, 'কাকা ভাইপো।' আরেকজন লেখেন, 'ববি স্যার আপনি দারুণ।'
এটি অ্যাকশন ছবি। ছবিটির পরিচালনা করেছেন সন্দীপ রেড্ডি ভাঙ্গা। এই ছবির পর এখন কিছুদিন বিরতি নিতে চলেছেন রণবীর এমনটাই তিনি জানিয়েছেন। তাঁর বক্তব্য অনুযায়ী, 'অ্যানিমালের পর আমি আর কোনও ছবি সাইন করিনি। এখন কোনও ছবি সাইন করব না। কিছুদিন বিরতি নেব। তু ঝুঠি ম্যায় মক্কার আর অ্যানিমালের পর দেখি আমার অবস্থান কী, এই ছবিগুলো কেমন সাড়া পেল সেই অনুযায়ী সিদ্ধান্ত নেব।'