আলিয়া আর রাহার সঙ্গে ৪২ বছরের জন্মদিন পালন করছেন রণবীর কাপুর। এরই মাঝে অভিনেতাদের ভক্তদের মিলল বড় সুখবর। শোনা যাচ্ছে, বলিউডের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চায়েডি ধুম ৪-এর অংশ হতে চলেছেন ঋষি-পুত্র। পিঙ্কভিলার একটি নতুন প্রতিবেদন অনুসারে, রণবীর থাকবেন ধুম ৪-এ। যা তাঁর ২৫তম ছবি হতে চলেছে।
'ধুম ৪'-এ রণবীর কাপুর?
নতুন প্রতিবেদনে যোগ করা হয়েছে যে, রণবীর ধুম ৪-এ দেখা যাবে মুখ্য চরিত্রে। ‘দীর্ঘদিন ধরেই রণবীরের সঙ্গে আলোচনা চলছে। গল্পটা শুনেই তাঁর পছন্দ হয়েছে। আগ্রহও দেখিয়েছেন অবশেষে। এবং ধুম ফ্র্যাঞ্চাইজির নতুন সিনেমা নেতৃত্ব দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। আদি চোপড়া মনে করেন, ধুমের ঐতিহ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য RK-ই আদর্শ পছন্দ।’
আরও পড়ুন: মা কি ডাল হোক বা মোমো, আশা ভোঁসলের রান্না জিভে আনবে জল! কেন হয় রাঁধুনি হওয়ার শখ
প্রতিবেদনে আরও বলা হয়েছে যে, ফ্র্যাঞ্চাইজির আগের কোনও অভিনেতা ধুম ৪ এ ফিরছেন না। সব ধুমেই চরিত্রের পুনরাবৃত্তি ছিল, যাতে অভিষেক বচ্চন এবং উদয় চোপড়া অভিনয় করেছিলেন। তবে এবার আর তা হবে না। বরং, তরুণ প্রজন্মের দুই বড় নায়ক 'ধুম ৪'-এ পুলিশের জুটির চরিত্রে অভিনয় করতে আসবেন। তবে এখনও কাস্টিং লক করা হয়নি।
ধুম ৩-এ অভিনয় করেছিলেন আমির খান, ক্যাটরিনা কাইফ, অভিষেক বচ্চন ও উদয় চোপড়া। এটি ২০১৩ সালে মুক্তি পেয়েছিল এবং বক্স অফিসে ব্লকবাস্টার ছিল। ধুম ৪ রণবীরের ক্যারিয়ারের ২৫ তম সিনেমা হবে এবং ছবিটি ২০২৫-এর শেষে বা ২০২৬ সালের প্রথম দিকে ফ্লোরে যাবে বলে আশা করা হচ্ছে।
আরও পড়ুন: ‘বড় আদরের ছোট বোন’, ইউভানের কোলে ইয়ালিনি, রাজ-শুভশ্রীর পুত্র-কন্যার আদুরে ছবি ভাইরাল
রণবীরকে শেষ দেখা গিয়েছিল সন্দীপ রেড্ডি ভাঙ্গার অ্যানিম্যাল ছবিতে, যা ব্লকবাস্টার হয়। ভক্তরা রণবীরকে আগামীতে নীতেশ তিওয়ারির রামায়ণে দেখতে পাবেন। এছাড়া সঞ্জয় লীলা বানশালির 'লাভ অ্যান্ড ওয়ার' সিনেমায় আলিয়া ভাট ও ভিকি কৌশলের সঙ্গে অভিনয় করেছেন তিনি। অ্যানিমেল পার্কের সিক্যুয়েলের কাজও চলছে। সঙ্গে রণবীর কাপুর বাবা হয়েছেন ২০২২ সালেই। আজকাল প্রায়ই তাঁকে দেখা যায় মেয়ে রাহা কোলে।