বাংলা নিউজ > বায়োস্কোপ > Ranbir Kapoor visits on His Daughter: একরত্তি রাহার মধ্যে এখনই পরিবর্তন! ‘বাবা’ রণবীর কলকাতায় এসে কী বললেন?

Ranbir Kapoor visits on His Daughter: একরত্তি রাহার মধ্যে এখনই পরিবর্তন! ‘বাবা’ রণবীর কলকাতায় এসে কী বললেন?

কন্যার কোন অজানা তথ্য কলকাতায় ফাঁস করলেন রণবীর?

Ranbir Kapoor visits on His Daughter: কলকাতায় আগামী ছবি তু ঝুঠি ম্যায় মক্কার ছবির প্রমোশনে এসেছেন রণবীর। আর কলকাতায় এসেই তাঁর তিন মাসের সন্তানকে নিয়ে কী বললেন জানেন? রাহার কোন কথা প্রকাশ্যে আনলেন অভিনেতা?

কলকাতায় এসেছেন রণবীর কাপুর। গোটা শহর তাঁকে নিয়ে উন্মাদনায় ভাসছেন। কিন্তু শত হলেও বাবার মন তো! একদিকে যেমন কাজ, ছবির প্রমোশন আছে। তেমনই তো বাড়িতে রয়েছে একরত্তি। তাঁকে ছেড়ে বাইরে কি আর মন টেকে? আর মাত্র কিছুদিনের অপেক্ষা তারপরই মুক্তি পাচ্ছে তু ঝুঠি ম্যায় মক্কার। আর এই ছবির প্রচারে এখন বিভিন্ন শহরে ঘুরে বেড়াচ্ছেন রণবীর। ফলে থাকা হয়ে উঠছে না মেয়ের কাছে। তাই খানিক যেন মন খারাপ। তবে মেয়ের প্রসঙ্গ উঠতেই সব মন খারাপের মেঘ যেন সরে গেল। বলে উঠলেন, 'মাত্র তিনমাস হয়েছে বাবা হয়েছি। এখনও শিখছি।'

কাজ মানে কি কেবলই কাজ হয়? কাজের ফাঁকে কত কিছু নিয়েই আড্ডা হয়। তেমনই ছবির প্রমোশনের মাঝেই নিজের পরিবার নিয়ে নানা অজানা কথা জানালেন রণবীর। আলিয়ার প্রতি তাঁর প্রেম থেকে কন্যা রাহার প্রতি ভালোবাসা, স্নেহ কিছুর কথাই জানাতে বাকি রাখলেন না অভিনেতা। আর সেখানেই মেয়েকে নিয়ে অজানা কথা ফাঁস করলেন রণবীর।

তু ঝুঠি ম্যায় মক্কারের অভিনেতা জানালেন মাত্র দু সপ্তাহ হয়েছে যে রাহা হাসতে শিখেছে। আর সেটা নিয়েই এখন কাপুর পরিবার মেতে আছে। তাঁর কথা অনুযায়ী, 'বাবা হওয়ার এই যে অনুভূতি, এটা অপূর্ব। মেয়ের মুখের হাসি দেখার জন্য মুখিয়ে থাকি। আজ কলকাতায় আসার আগে ওকে ২০ মিনিট কাছে পেয়েছিলাম। মন ভরে গেল যেন আমার। আসলে মাত্র তিনমাস হয়েছে যে বাবা হয়েছি। তাও এখনও অনেক কিছু জানার, বোঝার বাকি আছে। বাবা হওয়াটা না একটা আশীর্বাদের মতো। একরত্তির জন্য অনেক কাজ করতে হয়, এ কথা ঠিক, তবে আমি যখন বাড়ি থাকি ওকে ছেড়ে উঠি না। আমার মেয়ের সব কাজ করতেই ভালো লাগে।'

তবে কেবল কন্যা নয়। স্ত্রীর প্রসঙ্গে জানান এখন তাঁর মতো সুখী মানুষ খুব কম আছে। হবে নাই বা কেন শুনি! একদিকে ভরপুর কাজ অন্যদিকে সুখী পরিবার। ভালো যে থাকতেই হবে!

বন্ধ করুন