মহাদেব অনলাইন গেমিং অ্যাপ দুর্নীতিতে উঠে আসছে বি-টাউনের একের পর এক তারকার নাম। এই কাণ্ডে নাম জড়িয়েছে বলিউড তারকা রণবীর কাপুরেরও। বুধবারই জানা গিয়েছিল, এই মামলায় শুক্রবার ইডি দফতরে হাজিরা দিতে হবে রণবীরকে। ছত্তিশগঢ়, রায়পুরের ইডি অফিসে হাজিরা দেওয়ার কথা ছিল রণবীরের।
বেটিং অ্যাপের বিজ্ঞাপনী প্রচারের জেরে বিপাকে বলি অভিনেতা। ৬ অক্টোবর ইডি অফিসে হাজিরার শেষ দিনেও গরহাজির ছিলেন রণবীর। ইডির ডাকে সাড়া দেওয়ার জন্যে আরও কিছু দিন সময় চেয়েছেন তিনি। জানা গিয়েছে, কেন্দ্রীয় সংস্থার থেকে দু-সপ্তাহের সময় চেয়ে নিয়েছেন রণবীর কাপুর। এ দিন মুম্বইয়ের এক ক্লিনিকের বাইরে ক্যামেরাবন্দি হন অভিনেতা। আরও পড়ুন: আরও সুন্দরী হওয়ার চেষ্টা! প্লাস্টিক সার্জারি করতে গিয়ে মৃত্যু হলিউডের জ্যাকলিনের
এ দিন ক্লিনিকে প্রবেশের মুখে পাপারাৎজ্জিকে অভিনেতা বলেন, ‘ভিতরে এসো না’। গোলাপি সোয়েটশার্ট, নীল জিনস এবং সাদা জুতো পরে ক্লিনিকের বাইরে লেন্সবন্দি হন অভিনেতা। গোলাপি সোয়েটশার্টের পিছনে লেখা, ‘সো লো’ অর্থাৎ ‘মন খারাপ’। মাথায় টুপিও পরেছিলেন তিনি। রণবীরের ক্লিনিকে যাওয়ার কারণ এখন জানা যায়নি।
ইডি-র ঘনিষ্ঠ সূত্র জানিয়েছ, এই মুহূর্তে রণবীর কাপুর এই আর্থিক কেলেঙ্কারির অভিযুক্ত বা সন্দেহভাজন কোনওটাই নয়। পুরো বিষয়টাই তদন্ত সাপেক্ষ। বেআইনি বেটিং প্ল্যাটফর্ম মহাদেব অনলাইনের হয়ে সোশ্যাল মিডিয়ায় প্রচার সেরেছেন রণবীর। প্রচার সারার জন্য পারিশ্রমিক হিসাবে মোটা অঙ্কের টাকাও নিয়েছেন অভিনেতা। শুধু রণবীর নন, এই দুর্নীতি কাণ্ডে কেন্দ্রীয় সংস্থা ইডি-র নজরে রয়েছেন প্রায় ১৭ জন তারকা।
সংবাদ সংস্থা এনএনআই সূত্রের খবর, মহাদেব বেটিং অ্যাপ কেসে তলব করা হয়েছে কপিল শর্মা ও হুমা কুরেশিকে। অন্যদিকে নিউজ ১৮-এর রিপোর্টে দাবি করা হয়েছে টেলিভিশেনর আদর্শ বহুরানি অক্ষরা অর্থাৎ হিনা খানকেও জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠিয়েছে ইডি।
জানা যাচ্ছে, চলতি বছরেই সংযুক্ত আরব আমিরশাহিতে বিয়ে করেন মহাদেব অনলাইন গেমিং অ্যাপের কর্ণধার সৌরভ চন্দ্রকর। গত ফেব্রুয়ারি মাসে সেই বিলাসবহুল বিয়ের অনুষ্ঠানে হাজির ছিলেন একাধিক তারকা। বিয়ের জন্য খরচ হয়েছিল ২০০ কোটি টাকা, সেই টাকা নগদে দেওয়া হয়েছিল। কোথা থেকে এল ২০০ কোটি নগদ? প্রশ্নের মুখে সৌরভ চন্দ্রকরের সেই রূপকথার বিয়ে। যেখানে হাজির ছিলেন রণবীর-সহ প্রশ্নের মুখে থাকা বলি সেলেবরা।