২০১৩ সালে ‘ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি’-তে রণবীর কাপুর আর সিদ্ধার্থ রায় কাপুরের ব্রোম্যান্স মন কেড়েছিল দর্শকদের। HT India's Most Stylish ইভেন্টে দু'জনকে একসঙ্গে দেখতে পেয়ে নস্টালজিক হয়ে পড়ল নেটপাড়া। রণবীর তো আদিত্য রায় কাপুরকে চুমুও খেলেন, সেটা আবার ক্যামেরাবন্দি করল অনুষ্ঠানে উপস্থিত পাপারাৎজিরা।
ভিডিয়োতে দেখা যাচ্ছে পাপারাৎজিদের জন্য পোজ দিচ্ছেন রণবীর। অনুষ্ঠানে আদিত্যকে ঢুকতে দেখে হঠাৎই উত্তেজিত হয়ে পড়েন। ‘ব্রো’ বলে ডাক দিয়ে নিয়ে আসেন নিজের কাছে। এরপর দু'জনে একে-অপরকে জড়িয়ে ধরেন। কথাও বলেন একটু নিজেদের মধ্যে। আদিত্যর হাত ধরে টেনে কাছে এনে একসঙ্গে ছবি তোলেন। চুমুও খান। কেউ কেউ তো বানি আর অভি বলে ডাকতেএ থাকেন রণবীর আর আদিত্যকে।
অনলাইনে এই ভিডিয়ো ভাইরাল হতেই প্রশংসায় ভরিয়ে দিয়েছে সোশ্যাল মিডিয়া। নেট-নাগরিকরা লিখেছেন, ‘সুপারহিট জোড়ি’, ‘১০ বছর পর আবার দু'জনে এল একসঙ্গে’, ‘ইয়ে জাওয়ানির পার্ট টু চাই’।
‘শামশেরা’ মুক্তির অপেক্ষায় রয়েছেন রণবীর কাপুর। সেপ্টেম্বরে আসবে ‘ব্রহ্মাস্ত্র’। এদিকে, আদিত্যকে শেষ দেখা গিয়েছে ‘রক্ষা কবচ ওম’-এ, যাতে উল্টোদিকে ছিলেন সঞ্জনা সাংঘি। ‘গুমরাহ’-এর কাজও শেষ করে ফেলেছেন আদিত্য, এই ছবিতে রয়েছে ম্রূনাল ঠাকুর।