NEW DELHI : আলিয়া ভাটের সঙ্গে অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়েতে হাজির হয়েছিলেন রণবীর কাপুর। অভিনেতা এই অনুষ্ঠানের জন্য একটি কালো সূক্ষ্মকাজের শেরওয়ানি সেট পরেছিলেন এবং অ্যাকসেসরিজ হিসেবে হাতে ছিল একটি পাটেক ফিলিপের রিস্টওয়াচ। এই ঘড়ির দাম শুনলে যে কারও চোখ উঠবে কপালে।
রণবীর কাপুরের পাটেক ফিলিপের ঘড়ি-র দাম কত?
অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়ের অনুষ্ঠানে রণবীর কাপুর একটি দামি পাটেক ফিলিপ ঘড়ি পরেছিলেন। ‘সেলিব্রিটি ওয়াচ স্পটার’ নামে একটি ইনস্টাগ্রাম পেজ থেকে রণবীরের দামি অ্যাকসেসরিজের বিস্তারিত তথ্য শেয়ার করা হয়। ঘড়িটি বিলাসবহুল লেবেলের ৫২৭১ পি কালেকশনের। ঘড়িতে রয়েছে একটি কালো ডায়াল, এবং একটি চকচকে কালো অ্যালিগেটর স্ট্র্যাপ
আরও পড়ুন: হ্যান্ডসাম বাবার মিষ্টি মেয়ে! নেই ডোনা, সানার সঙ্গে কোথায় একান্তে গেলেন সৌরভ
ঘড়ির ডায়েলের চারপাশে ৫৮টি পান্না বসানো রয়েছে। এছাড়াও ঘড়ির ১২- নম্বরে একটি পান্না বসানো, সঙ্গে ঘড়ির ব্যান্ডেও রয়েছে ২২টি পান্না। মোট ৮১টি পান্না বসানো এই ঘড়ির দাম ৭00,000 মার্কিন ডলার, ভারতীয় টাকায় যার মূল্য প্রায় ৬ কোটি টাকা
আরও পড়ুন: ‘যখন বিয়ে করতে ইচ্ছে হবে, তখনই…’! রাহুল মোদীকে কবে বিয়ে, স্পষ্ট জবাব শ্রদ্ধার
আম্বানির বিয়েতে বিলাসবহুল ঘড়ি উপহার
অনন্ত তার বরযাত্রীতে থাকা তারকা শাহরুখ খান, রণবীর সিং এবং বীর পাহাড়িয়া এবং মিজান জাফরি-সহ বরযাত্রীতে থাকা ছেলেদের লিমিটেড এডিশনের অডেমার্স পিগে কোম্পানির হাতঘড়ি উপহারে দিয়েছেন।
অনন্ত আম্বানির উপহার দেওয়া ঘড়িটি রোজ গোল্ডের পাত দিয়ে তৈরি। ৯.৫ মি.মি. পুরু। ঘড়ির নীচের দিকের অংশটা স্যাফিয়ার ক্রিস্টালের। এই ঘড়ির মাধ্যমে সময়ের পাশাপাশি সপ্তাহ, দিন, তারিখ, জ্যোতির্বিদ্যার চাঁদ, মাস, লিপ ইয়ার সব দেখা যায়।
আরও পড়ুন: ভাতের হোটেল চালানো নন্দিনীর এ কী রূপ! হাতে পানীয়ের গ্লাস, নেচে ঝড় তুললেন পাবে
কাজের সূত্রে, ব্লকবাস্টার ২০২৩ ছিল রণবীর কাপুরের। অ্যানিমেল ভারতের বাজারে ৫০০ কোটির উপর ব্যবসা করে। সলমন খানের কেরিয়ারের সবচেয়ে সফল ছবি ছিল এটি। আপাতত রামায়ণের প্রস্তুতি নিচ্ছেন ঋষি-পুত্র। যেখানে তাঁকে দেখা যাবে রামের চরিত্রে। ছবিতে সীতা হিসেবে রয়েছে সাঁই পল্লবী। ছবির কোনও অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট না হলেও, সেট থেকে বেশ কিছু ছবি ভাইরাল হয়েছে।
এরপর অ্যানিম্যাল পার্কে কাজ করার কথা রয়েছে রণবীর কাপুরের। হাতে রয়েছে ব্রহ্মাস্ত্র ২-ও।