অ্যানিম্যালের সাফল্যের পর স্বভাবতই সপ্তম স্বর্গে রয়েছেন রণবীর কাপুর। কেরিয়ারের সবচেয়ে বড় হিট এসেছে তাঁর ঝুলিতে। শাহরুখ খান, সানি দেওলের সঙ্গে ৫০০ কোটির ক্লাবে নাম লিখিয়েছেন। তবে সাফল্যে বেশিদিন না মেতে থেকে, রণবীর এখন প্রস্তুতি নিচ্ছেন তাঁর পরবর্তী সিনেমার। রামায়ণ-এর জন্য চলছে কড়া ট্রেনিং।
নীতেশ তিওয়ারির বহুল প্রত্যাশিত চলচ্চিত্র রামায়ণে রামের ভূমিকার জন্য প্রস্তুত হচ্ছেন রণবীর কাপুর। সোমবার রণবীরের ফিটনেস কোচ রামায়ণের চিত্রগ্রহণ শুরু করার জন্য ঋষি-পুত্রের তীব্র প্রশিক্ষণের রুটিনের একটি আভাস দিয়েছেন। শার্টলেস অবতারে আলিয়ার বরকে দেখে যে কারও চোখ উঠবে কপালে। কখনও সাইকেলিং করছেন, কখনও হাইকিং আবার কখনও দৌড়।
আরও পড়ুন: চান্না মেরেয়া-র ‘আসল গায়ক’ অরিজিৎ নন! দাবি শাহিদ মাল্যর, ‘ক্ষমা চেয়েছিল প্রীতম…’
ভিডিয়োটিতে রণবীরের পিছনে রাহাকে এক ঝলক দেখা গিয়েছে, তার ন্যানির সময়। আবার হাইকিংয়ের সময় রণবীরের পিছনে দেখা গেল আলিয়াকেও, দাবি ভক্তদের।
সম্প্রতি রামায়ণের সেটের ছবি অনলাইনে ফাঁস হয়েছে। এতে রাজা দশরথের পোশাকে অরুণ গোভিল, কৈকেয়ীর চরিত্রে লারা দত্ত, শীবা চাড্ডা-সহ অন্যদের দেখা গিয়েছে। নিজেদের মধ্যে আলাপচারিতা করতে দেখা গিয়েছিল তাঁদের সকলকে।
আরও পড়ুন: বাংলায় ভিডিয়ো বানানো বং গাই কিরণ ‘বাংলার’ ছেলেই নন! বাবা পড়শি রাজ্যের, জানা গেল এতদিনে
প্রথমে রটেছিল আলিয়া ভাট নাকি এই ছবিতে হবেন সীতা। পরে জানা যায়, সাই পল্লবী দেবী সীতার ভূমিকায় অভিনয় করবেন। সানি দেওলকে ভগবান হনুমানের ভূমিকার জন্য বিবেচনা করা হয়েছে বলেই খবর। ববি দেওলকে দেখা যেতে পারে কুম্ভকর্ণ হিসেবে। রাবনের কনিষ্ঠ ভাই বিভীষণের চরিত্রে বিজয় সেতুপতি থাকতে পারেন বলেও খবর।
এছাড়াও খুব জলদি ফ্লোরে আসার কথা আছে অ্যানিম্যালের সিক্যুয়াল অ্যানিমাল পার্ক। ২০২৩-এর ব্লকবাস্টার সিনেমাটির পরের পার্ট দেখতে গভীর আগ্রহ দর্শকদের।
আরও পড়ুন: টেরেন্সের সঙ্গে প্রেম টেকেনি! ‘সুন্দর বাচ্চা পেতে চাই…’, মা হওয়ার আকাঙ্খা নোরার
তবে অভিনেতার পাশাপাশি, রণবীর কিন্তু বাবার দায়িত্বও পালন করছেন নিষ্ঠার সঙ্গে। সম্প্রতি, কপিল শর্মার নতুন কমেডি শো-তে এসে নীতু কাপুর ছেলেকে ‘হ্যান্ডসডাউন ড্যাড’ হিসেবে উল্লেখ করেছেন। রণবীর নিজেও মেনে নিয়েছেন, মেয়ের সঙ্গে সময় কাটানো তাঁর সবচেয়ে প্রিয়। আর যদি তাঁর হাতে সুযোগ থাকত, তাহলে সারাদিন বসে থাকতেন রাহা-র সামনে। এমনকী নিজেকে ‘বার্প স্পেশালিস্ট’ (সদ্যোজাত বাচ্চাদের খাবার খাওয়ানোর পর ঢেকুর ওঠানো) বলেও উল্লেখ করেন।