লেটেস্ট লুক নিয়ে হাজির অভিনেতা রণবীর কাপুর। আর তাঁর এই লুক দেখে অনুরাগীরা এক্কেবারে কুপোকাত! সেলিব্রিটি হেয়ার স্টাইলিস্ট আলিম হাকিম সোশ্যাল মিডিয়ায় রণবীরের নতুন লুকের ছবি শেয়ার করেছেন, যা দেখে সরগরম সোশ্যাল মিডিয়া। অনুরাগীরা মনে করছেন রণবীরের এই লুক হয়তো বা ধুম ৪ এর জন্য।
আরও পড়ুন: (তুম্বাদ-এর ৬ বছর পূর্তিতে নতুন ছবি ঘোষণা সোহমের, নতুন বছরে আসছে কী?)
নিউ লুকে রণবীর
মঙ্গলবার আলিম ইনস্টাগ্রামে রণবীরের নতুন লুকের ছবি শেয়ার করেন। আর ক্যাপশনে লেখেন, ‘হটনেস অ্যালার্ট!!’ ছবিগুলিতে রণবীরকে ছোট এবং স্লিক চুলের সঙ্গে একটি তীক্ষ্ণ লুকে দেখা গিয়েছে। রণবীরের পরনে ছিল একটি কালো শার্ট। সঙ্গে ছিল মানানসই হালকা দাড়ি ও কুচকুচে কালো সানগ্লাস।
মোট ৩টি ছবি পোস্ট করা হয়েছে। প্রথম ছবিতে রণবীরকে সাইড প্রোফাইলে দেখা যাচ্ছে, ছোট ছোট স্লিক চুলের উপর ফোকাস করা হয়েছে, দ্বিতীয় ছবিতে লুকের ক্লোজ-আপ। তৃতীয় ছবিতে দেখা যাচ্ছে আলিমের সঙ্গে পোজ দিয়েছেন তিনি। আলিমের কাজে খুশি রণবীর, তাঁর অভিব্যক্তিকে সেটা স্পষ্ট।
অনুরাগীদের অনুমান
অনুরাগীরা রণবীরের স্টাইলের খেলায় বেজায় খুশি। তবে এটি অ্যানিম্যাল পার্ক বা ধুম ৪ এর জন্য কিনা সেই নিয়ে দ্বন্দ্বে তাঁরা। কেউ কেউ অনুমান করছেন এটা আবার নতুন কোনও ছবির লুক নয় তো!
একজন কমেন্টে লিখেছেন, 'ধুম ম্যান ইজ হিয়ার', আরেকজনের কমেন্টে লেখা ছিল, 'ধুম ৪'। এক ভক্ত মন্তব্য করেছেন, 'অ্যানিমেল পার্কের প্রস্তুতি। ‘ আরেকজন মন্তব্য করেছেন, ’অসাধারণ লুক'। অন্য একজনের কথায়, 'হ্যান্ডসামনেস অন আদার লেভেল'। কেউ লিখেছেন, ‘ধুম ৪-এর জন্য’। এক অনুরাগী লিখেছেন, 'অ্যানিম্যাল টু ক্যারাক্টার রিভিল'।
আরও পড়ুন: (‘অনবদ্য মানুষ...’ রতন টাটার সঙ্গে সাক্ষাতের স্মৃতিচারণা পাকিস্তানি গায়ক জোহেবের)
ধুম ৪
রণবীর ধুম-৪ এর সঙ্গে বলিউডের অন্যতম বৃহত্তম ফ্র্যাঞ্চাইজিতে অভিনয় করার জন্য আলোচনায় রয়েছেন বলে জানা যাচ্ছে। পিঙ্কভিলার একটি নতুন প্রতিবেদন অনুসারে, রণবীর ‘ধুম ৪’ এ মূল ভূমিকায় থাকবেন, যা অভিনেতা হিসাবে তাঁর ২৫ তম ছবিকে চিহ্নিত করবে। আদিত্য চোপড়ার যশরাজ ফিল্মসের প্রযোজনায় রয়েছে এই প্রজেক্ট।
নতুন প্রতিবেদনে আরও বলা হয়েছে যে, একটি সূত্র প্রকাশ করেছে যে রণবীর ইতিমধ্যেই ধুম ৪-এ লিড রোলের জন্য কথা বলেছেন। সেখানে লেখা রয়েছে, 'দীর্ঘদিন ধরেই রণবীরের সঙ্গে আলোচনা চলছে। মূল আইডিয়াটি শুনে তিনি সবসময়ই ধুম ৪-এর অংশ হতে আগ্রহ প্রকাশ করেছেন। এদিকে খবর, আদিত্য চোপড়া মনে করেন, ধুমের ঐতিহ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য RK-ই আদর্শ ।
প্রতিবেদনে আরও বলা হয়েছে যে এই ফ্র্যাঞ্চাইজির আগের কোনও অভিনেতা ধুম ৪ এর জন্য ফিরে আসবেন না। অভিষেক বচ্চন এবং উদয় চোপড়া আগের অংশগুলিতে তাঁদের ভূমিকাগুলিতে পুনরায় অভিনয় করেছেন।
আরও পড়ুন: (দশেরার উদযাপনে একত্রিত হলেন ‘কিউকি সাস...’ জনপ্রিয় স্মৃতি-জয়া, খুশি ভক্তরা)
রণবীরের কাজ
রণবীরকে শেষ দেখা গিয়েছিল সন্দীপ রেড্ডি ভাঙ্গার ‘অ্যানিমাল’ ছবিতে, যা ব্লকবাস্টার হয়। ভক্তরা রণবীরকে এরপর নীতেশ তিওয়ারির ‘রামায়ণ’-এ দেখতে পাবেন। এছাড়াও তাঁর হাতে রয়েছে সঞ্জয় লীলা বনশালির ‘লাভ অ্যান্ড ওয়ার’। যেখানে আলিয়া ভাট ও ভিকি কৌশলও অভিনয় করেছেন। অপরদিকে 'অ্যানিমেল পার্ক' টাইটেল নিয়ে অ্যানিম্যালের সিক্যুয়েলের কাজও চলছে।