‘তু ঝুটি মেয় মক্কার’-এ চকোলেট বয় রণবীরকে ফিরে পেয়েছিল দর্শক। তবে আসন্ন ছবি ‘অ্যানিমেল’-এ একদম মাচো লুকে ধরা দেবেন রণবীর। ‘কবীর সিং’ পরিচালকের এই ছবির ফার্স্ট লুকে লম্বা চুল এবং একগাল গোঁফদাড়ি রক্তাক্ত রণবীরকে দেখে শিউরে উঠেছিল ভক্তরা। কিন্তু ছবির সেট থেকে ফাঁস হওয়া রণবীরের নতুন লুক দেখে হতবাক অনুরাগীরা। এবার বিনা গোঁফ-দাড়িতে স্কুলের পোশাকে দেখা মিলল রণবীরে।
পিছনে ব্ল্যাকবোর্ড। সাদা ফুল শার্ট আর টাই পরে দাঁড়িয়ে রয়েছেন রণবীর। যদিও রণবীর আদেও স্টুডেন্ট নাকি শিক্ষক তা স্পষ্ট নয় এই ছবিতে। কিন্তু ছবিতে রণবীরের আগের জীবনের গল্প দেখাতে এই দৃশ্য উঠে আসবে তা স্পষ্ট। মাত্র কয়েক সেকেন্ডের এই ভিডিয়োয় দেখা গেল ক্যামেরা টিমের কাছ থেকে নিজের পজিশন বুঝে নিচ্ছেন রণবীর। সামনের বেঞ্চে বসে রয়েছে ক্লাসের ছাত্রছাত্রীরা। রণবীরের ফ্যান পেইজগুলোর সুবাদে ভাইরাল পরিচালক সন্দীপ রেড্ডি ভঙ্গার অ্যানিমেলের এই দৃশ্য।
এই ভিডিয়োতে দেখা যাচ্ছে রণবীরের একদম নতুন রূপ। যা দেখে মুগ্ধ তাঁর অনুরাগীরা। একজন লেখেন, ‘এমন হ্যান্ডসাম টিচার হলে আমি রোজ স্কুল যাব’। অপর একজন লেখেন, ‘ক্লিনশেভে দুর্দান্ত লাগছে। এই লুকেই যেন রণবীর ছবিটার প্রচার করে’। সূত্রের খবর, গত বছর শ্যুট হওয়ার একটি দৃশ্যের অংশ এই ভাইরাল ক্লিপ। চরিত্রের প্রয়োজনে একজন অভিনেতাকে নিজেকে ভাঙতে হয় বারবার। এই ছবির জন্যও নিজের চেহারায় বড় বদল এনেছেন রণবীর।
পুরোদস্তুর অ্যাকশন থ্রিলার জঁর ছবি ‘অ্যানিম্যাল’। ছবিতে রণবীরের নায়িকা রশ্মিকা মন্দানা। রণবীর-রশ্মিকা ছাড়াও ছবিতে থাকছেন অনিল কাপুর এবং ববি দেওল। রণবীরের বাবার ভূমিকায় রয়েছেন অনিল কাপুর। খলনায়কের চরিত্রে থাকছেন ববি দেওল। রণবীরের স্ত্রীর চরিত্রে অভিনয় করছেন রশ্মিকা।
২০২৩ সালের ১১ আগস্ট মুক্তি পাওয়ার কথা ‘অ্যানিম্যাল’-এর। এই ছবিতেই প্রথমবার রণবীর-রশ্মিকার জুটি দেখতে পাবেন দর্শক। ‘কবীর সিং’ খ্যাত পরিচালক সন্দীর রেড্ডি ভাঙ্গার ‘অ্যানিমেল’-এর প্রযোজনায় গুলশান কুমার, টি-সিরিজ। যৌথভাবে এই দায়িত্বে রয়েছে মুরাদ খৈতান সিনেওয়ান স্টুডিওস ও প্রণয় রেড্ডি ভাঙ্গার ভদ্রকালি পিকচার্স। হিন্দির পাশাপাশি তামিল, তেলুগু, কন্নড় এবং মালায়ালাম ভাষাতেও মুক্তি পাবে এই ছবি।