অভিনেতা দম্পতি রণবীর কাপুর এবং আলিয়া ভাট এবং তাঁদের পরিবারের সদস্য নীতু কাপুর, মহেশ ভাটকে নিয়ে মুম্বইয়ের এক রেস্তোরাঁয় গিয়েছিলেন সোনি রাজদানের জন্মদিন পালন করতে। পূজা ভাট এবং শাহিন ভট্টও পার্টিতে তাদের সঙ্গে যোগ দিয়েছিলেন। কিন্তু রেস্তোরাঁ থেকে বেরনোর পথে, একটা কাণ্ড ঘটিয়ে ফেলেন রণবীর কাপুর।
রণবীর ও নীতু পরেছিলেন সাদা টি-শার্ট, ম্যাচিং প্যান্ট। গোলাপি ও কালো পোশাকে দেখা গেছে আলিয়াকে। শাহিন, পূজা ও মহেশ জুটি বেঁধেছিলেন কালো পোশাকে।
আরও পড়ুন: শো মাস্ট গো অন! 'অমি যে তোমার' নাচতে গিয়ে পড়ে গেলেন বিদ্যা, ফিরেও তাকালেন না মাধুরী
শ্বশুর মহেশের প্রেমে রণবীর
রেস্তোরাঁ থেকে বেরোনোর আগে রণবীরকে মহেশের মাথায় চুমু খেতে দেখা যায়। তাদের মধ্যে সংক্ষিপ্ত কথোপকথন হয়। পাপারাৎজিদের জন্য পোজ দেন এবং মহেশ চলে যান। পরিবারের বাকি সদস্যদেরও পাপারাজ্জিদের জন্য পোজ দিতে দেখা গিয়েছে।
আরও পড়ুন: গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নন্দিতা-শিবপ্রসাদের আমার বস, রয়েছে আরও ২ বাংলা ছবি
পাপারাৎজিদের উপর এরপরই রেগে যান রণবীর
আলিয়া ভাট ও রণবীর যখন তাঁদের গাড়ির দিকে হেঁটে যাচ্ছিলেন, তখন পাপারাৎজিদের উপর রেগে যান রণবীর। তিনি পাপারাজ্জিদের জিজ্ঞাসা করেছিলেন, ‘কেয়া কররাহে হো আপ লোগ (তোমরা কী করছ বলো তো)?’ আর এখানেই শেষ না করে, ঋষি-পুত্র রীতিমতো হাত ধরে টেনে সরিয়ে দেন এক পাপারাজ্জোকে।
আরও পড়ুন: ‘ভাইকে চিমটি কাটত, ফেলে দিত…’! ফাঁস করল অভিনেত্রী মা! বলুন তো কে বলিউডের এই ভাই-বোন জুটি
রণবীরের রাগ দেখানোয় নেটিজেনদের
ভিডিয়ো সামনে আসতেই ঝড়ের গতিতে ভাইরাল। একজন মন্তব্য করলেন, ‘রণবীর ও আলিয়া কি কোনো কারণে বিরক্ত? এরকম অবস্থা কেন চোখমুখের’! আরেকজন লেখেন, ‘এটা কি ধরনের অসভ্যতা’! তৃতীয়জনের মন্তব্য, ‘জয়া আন্টির ছোঁয়া লেগেছে দেখছি’। চতুর্থজন লিখলেন, ‘জুনিয়র জয়া আন্টি’।
তবে অনেকেই আবার রণবীর আলিয়ার পক্ষ নিয়ে মন্তব্য করেছেন। একজন লিখেছেন, ‘আপনাদের মুখের সামনে সবসময় এরকম ক্যামেরা নিয়ে এলে, আপনারাও এরকমই করতেন’! আরেকজন লেখেন, ‘আমিও এরকমই করতাম। আরে তারকারাও তো মানুষ’
কাজের সূত্রে, রণবীরকে এরপর দেখা যাবে রামায়ণ সিনেমায়, রামের চরিত্রে। তবে সবচেয়ে বেশি উত্তেজনা আলিয়া আর রণবীরকে একসঙ্গে বড় পর্দায় দেখার। সঞ্জয় লীলা বানসালির আসন্ন ছবি 'লাভ অ্যান্ড ওয়ার'-এ ফের একবার স্ক্রিনশেয়ার করতে চলেছেন তাঁরা। লাভ অ্যান্ড ওয়ার ছাড়াও আলিয়ার হাতে রয়েছে আলফা।