বাংলা নিউজ > বায়োস্কোপ > Viral Video: ‘ওকে ধর’, রণবীরকে নির্দেশ নীতুর, অন্তঃসত্ত্বা আলিয়ার খুব যত্ন নিচ্ছেন শাশুড়িমা

Viral Video: ‘ওকে ধর’, রণবীরকে নির্দেশ নীতুর, অন্তঃসত্ত্বা আলিয়ার খুব যত্ন নিচ্ছেন শাশুড়িমা

রণবীর-নীতু-আলিয়ার ডিনার ডেট

Ranbir-Alia dinner date: মা নীতু কাপুর ও অন্তঃসত্ত্বা স্ত্রী আলিয়াকে নিয়ে ডিনারে গেলেন রণবীর। ত্রয়ীর এই ভিডিয়ো এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। কেন জানেন? 

প্রেগন্যান্ট আলিয়া ভাটকে নিয়ে হুড়োহুড়ি লেগেই আছে পাপারাৎজিদের মধ্যে। নায়িকার প্রত্যেক গতিবিধি লেন্সবন্দি করার হিড়িক ছবি শিকারিদের মধ্যে। এমনতি প্রচণ্ড 'মিডিয়া ফ্রেন্ডলি' অন্তঃসত্ত্বা নায়িকা। বুধবার রাতে স্বামী আর শাশুড়িমা-কে সঙ্গে নিয়ে মুম্বইয়ের এক রেস্তোরাঁ-তে নৈশভোজে গিয়েছিলেন আলিয়া। ডিনার সেরে বেরানোর সময় এক সুন্দর মুহূর্ত লেন্সবন্দি হল পাপারাৎজিদের ক্যামেরায়।

এদিন কালো পোশাকে দেখা গেল মিঁয়া-বিবিকে। আলিয়ার পরনে ছিল শর্ট স্কার্ট আর ওভারসাইজ টপ, অন্যদিকে রণবীর পরেছিলেন কালো শার্ট আর জিনস। নীতু কাপুরের দেখা মিলল সাদা প্যান্ট-স্যুটে। রেস্টুরেন্ট থেকে বার হওয়ার সময় মায়ের হাত ধরেছিলেন রণবীর। কিন্তু রেস্তোরাঁর বাইরে আসতে বেশ কিছু সিঁড়ির ধাপ পার করতে হবে। তা চোখ পড়া মাত্রই ছেলেকে নীতু নির্দেশ দেন ‘ওকে ধর’। মায়ের বাধ্য সন্তানের মতো নীতুর হাত ছাড়িয়ে আলিয়ার হাত ধরতে এগিয়ে আসেন রণবীর। কিন্তু পিছন ঘুরে আলিয়া বলেন, ‘আমি ঠিক আছি’।

এরপর আলিয়া নিজেই সিঁড়ি দিয়ে নামেন এবং পাপারাৎজিদের সঙ্গে সৌজন্য় বিনিময় করে গাড়িতে উঠে বসেন। এরপর মা-কে গাড়িতে তুলতে যান রণবীর। এই ভিডিয়ো দেখে অনেকেই রণবীরের প্রশংসা করেছেন, আবার কেউ কেউ কটাক্ষও করেছেন। একজন লেখেন, ‘নীতুজি যেভাবে রণবীরকে আলিয়ার হাতটা ধরতে বলল উফ…’। কেউ আবার লিখেছেন, ‘রণবীরের শুরু থেকেই প্রেগন্যান্ট বউয়ের হাত ধরা উচিত ছিল’। নারীবাদীরা অবশ্য জোর গলায় লিখেছেন, ‘আলিয়া একদম ঠিক করেছে, সে প্রেগন্যান্ট, অসুস্থ নয়। নিজেকে নিজেই সামলাতে পারবে’।

এপ্রিল মাসেই পরিণতি পেয়েছেন রণবীর-আলিয়ার পাঁচ বছর দীর্ঘ প্রেমের সম্পর্ক। গত ১৪ই এপ্রিল বিয়ের বাঁধনে বাঁধা পড়েন রণবীর-আলিয়া। বিয়ের দেড় মাসের মাথাতেই প্রেগন্যান্সির খবর প্রকাশ্যে আনেন আলিয়া। সম্প্রতি অভিনেত্রীর বেবি শাওয়ার অনুষ্ঠানের আয়োজন করেছিলেন নীতু কাপুর। চলতি বছরেই ভূমিষ্ঠ হবে ‘রালিয়া’র সন্তান।

বক্স অফিসে রণবীর-আলিয়ার শেষ রিলিজ ছিল ‘ব্রহ্মাস্ত্র পার্ট ১-শিবা'। দু-হাতে ঘরে লক্ষ্মী এনেছে এই ছবি। রণবীরকে আগামিতে দেখা যাবে লাভ রঞ্জনের রোম্যান্টিক কমেডিতে। যে ছবিতে শ্রদ্ধার সঙ্গে জুটি বেঁধেছেন নায়ক। পাশাপাশি কবীর সিং পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গার ‘অ্যানিমেল’ও রয়েছে তাঁর ঝুলতি।

অন্যদিকে, চলতি বছর আলিয়ার কেরিয়ারের অন্যতম মাইলস্টোন। বড় পর্দায় দেখা গিলেছে, ‘গঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’, ‘আরআরআর’ এবং ‘ব্রহ্মাস্ত্র’ ছবিতে, তিনটে ছবিই সুপারহিট। এছাড়াও নেটফ্লিক্সের ‘ডার্লিংস’-এ ধরা দিয়েছেন আলিয়া। প্রত্যেক ছবিতেই প্রশংসিত আলিয়ার পারফরম্যান্স। এই বছরই নিজের প্রথম হলিউড ছবি ‘হার্ট অফ স্টোন’-এর শ্যুটিং সেরেছেন অন্তঃসত্ত্বা অভিনেত্রী।

বন্ধ করুন