বাংলা নিউজ > বায়োস্কোপ > Randeep Hooda Girlfriend: দিওয়ালিতে প্রেমিকা লিনের সঙ্গে সম্পর্কে শিলমোহর দিলেন রণদীপ, কে এই সুন্দরী?

Randeep Hooda Girlfriend: দিওয়ালিতে প্রেমিকা লিনের সঙ্গে সম্পর্কে শিলমোহর দিলেন রণদীপ, কে এই সুন্দরী?

প্রেম অফিসিয়াল করলেন লিন আর রণদীপ। 

খবর আগেই ছিল। এবার নিজেই একসঙ্গে ছবি শেয়ার করে প্রেমের খবরে দিলেন শিলমোহর। লিন লাইশরামের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন রণদীপ। 

বলিউড অভিনেতা রণদীপ হুডা দিওয়ালিতে অনুরাগীদের শুভেচ্ছা জানাতে যে ছবি শেয়ার করেছেন, তার থেকেই আভাস পাওয়া গেল তাঁর প্রেমের। আসলে চর্চিত প্রেমিকা লিন লাইশরামের সঙ্গে ছবি দিয়েছেন তিনি। যেখানে দেখা যাচ্ছে দুজনেই হাতে প্রদীপের  নিয়ে ছবির জন্য পোজ দিয়েছেন।

এক যুগের বেশি সময় ধরে বলিউডে আছেন রণদীপ। সর্বজিত, কিক-এর মতো ছবিতে কাজও করেছেন। তবে সেরকমভাবে কখনোই তাঁর ব্যক্তিগত জীবন আসেনি চর্চায়। তবে এবার সোশ্যাল মিডিয়ায় একসঙ্গে ছবি দেওয়ায় অনেকেই মনে করছেন প্রেমে অফিসিয়াল শিলমোহর পড়ল।

ছবিতে দেখা যাচ্ছে দুজনেই এথনিক পোশাকে সেজেছেন। রণদীপ পরেছেন অফ হোয়াইট কুর্তা-পাজামা। আর লিন সেজেছেন প্যাস্টেল হলুদ রঙের শাড়িতে। এই ছবি দেখে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা। শোনা যাচ্ছে, এক বছরের বেশি সময় ধরে একসঙ্গে আছেন রণদীপ আর লিন। এমনকী লিনের জন্মদিনে মধ্যপ্রদেশেও ছুটে গিয়েছিলেন হাইওয়ে অভিনেতা।

কে এই লিন লাইশরাম?

মনিপুরের মেয়ে লিন। নিজের গয়নার ব্যবসা আছে, মডেল-অভিনেত্রী হিসেবে কাজ করছেন বলিউডে দীর্ঘদিন। ইন্ডিয়া ফ্যাশন উইক, নিউইয়র্ক ফ্যাশন উইকের মতো শো-তে তাঁকে প্রায়ই দেখা যায়। কাজ করেছেন একাধিক বিজ্ঞাপনেও। মেরি কম, উর্মিকা, রঙ্গুন, অ্যাক্সোন-এর মতো সিনেমায় কাজ করে নজরে এসেছএন দর্শকদের। তবে প্রথম কাজ শাহরুখের ‘ওম শান্তি ওম’, যদিও তা কেমিও। 

কাজের সূত্রে রণদীপ হুডাকে শেষ দেখা গিয়েছে ‘স্ট্রিটস: দ্য ফাইনাল চ্যাপ্টার’ ছবিতে। এছাড়াও হাতে যে কাজগুলি রয়ছে তা হল ‘ক্যাট’ (CAT), ‘আনারি ইজ ব্যাক’, ‘কিক ২’। 

 

বন্ধ করুন