বাংলা নিউজ > বায়োস্কোপ > Randeep Hooda: 'ভক্তির কোনও VIP গেট হয় না', সাধরণের সঙ্গে দীর্ঘ লাইনে হেঁটে লালবাগচা রাজা দর্শন করলেন লিন ও রণদীপ হুদা

Randeep Hooda: 'ভক্তির কোনও VIP গেট হয় না', সাধরণের সঙ্গে দীর্ঘ লাইনে হেঁটে লালবাগচা রাজা দর্শন করলেন লিন ও রণদীপ হুদা

দীর্ঘ লাইনে দাঁড়িয়ে লালবাগচা রাজাকে দর্শন রণদীপ হুদা ও স্ত্রী লিন লাইশরামের

সম্প্রতি এই ভক্তির ক্ষেত্রেও এই বৈষম্য নিয়ে প্রশ্ন তুলেছেন ধনকুবের হর্ষ গোয়েঙ্কা। তবে ভক্তির যে সত্যিই কোনও বৈষম্য থাকা উচিত নয়, সেটাই এবার প্রমাণ করলেন অভিনেতা রণদীপ হুদা ও তাঁর স্ত্রী লিন লাইশরাম। VIP- লাইন নয়, আম জনতার সঙ্গে লাইনে দাঁড়িয়ে লালবাগচা রাজা-কে দর্শন করলেন রণদীপ ও তাঁর স্ত্রী।

মুম্বইয়ে লালবাগচা রাজা দর্শনের জন্য প্রতিবছরই সাধারণের ভিড় উপচে পড়ে। তবে লালবাগচা রাজার দর্শন পাওয়া তো মুখের কথা নয়। টানা ১০ দিন ধরে চলা গণেশ চতুর্থী উৎসবের সময় প্রায় প্রতিদিন সেখানে ১.৫ মিলিয়ন ভক্তের সমাগম হয়। গণপতি বাপ্পার এক ঝলক দর্শন পেতে সেখানে সাধারণ মানুষকে লম্বা লাইনে অপেক্ষা করতে হয়। কখনও আবার সেই অপেক্ষা ১২ ঘণ্টা পর্যন্তও চলে।

তবে আবার সেখানে VIP দর্শনেরও সুযোগ রয়েছে। সেক্ষেত্রে এক্কেবারেই তাঁদের বিশেষ অপেক্ষা করার প্রশ্নই থাকে না। ভিআইপিরা আইকনিক মূর্তির সামনে দাঁড়িয়ে ছবি তুলছেন, তাও আবার কোনও তাড়াহুড়ো ছাড়াই। সম্প্রতি এই ভক্তির ক্ষেত্রেও এই বৈষম্য নিয়ে প্রশ্ন তুলেছেন ধনকুবের হর্ষ গোয়েঙ্কা। তবে ভক্তির যে সত্যিই কোনও বৈষম্য থাকা উচিত নয়, সেটাই এবার প্রমাণ করলেন অভিনেতা রণদীপ হুদা ও তাঁর স্ত্রী লিন লাইশরাম। VIP- লাইন নয়, আম জনতার সঙ্গে লাইনে দাঁড়িয়ে লালবাগচা রাজা-কে দর্শন করলেন রণদীপ ও তাঁর স্ত্রী।

ইতিমধ্যেই নেটপাড়ায় উঠে এসেছে লাইনে দাঁড়িয়ে রণদীপ ও লিন লাইশরামের। তারকা দম্পতির এই নম্র আচরণে প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা।

গত ১২ সেপ্টেম্বর এই লালবাগচা রাজা দর্শনে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকা আম-জনতার ঠেলাঠেলির একটা ভিডিয়ো পোস্ট করেন আরপিজি গ্রুপের চেয়ারম্যান, ধনকুবের হর্ষ গোয়েঙ্কা। সেখানে তিনি প্রশ্ন তুলেছেন, ‘কখনও ভেবে দেখেছেন কেন অনেক লোকজন লালবাগচা রাজা-র জন্য ভিআইপি দর্শন বেছে নেন? এর কারণ সাধারণ ভক্তরা প্রায়শই দীর্ঘ অপেক্ষা এবং ভিড়ের মুখোমুখি হন। এটা অসম আচরণকেই তুলে ধরে। বিশ্বাস কি সবার জন্য সমান হওয়া উচিত নয়?’ অর্থাৎ কেন এই বৈষম্য, সেই প্রশ্নই তুলেছেন হর্ষ গোয়েঙ্কা। আর এবার রণবীর হুদা প্রমাণ করলেন সত্যিই ভক্তির কোনও বৈষম্যই হয় না।

প্রসঙ্গত, গত বছর (২০২৩) নভেম্বরে লিন লাইশরামকে বিয়ে করেন রণদীপ হুদা। এই জুটি ২৯ নভেম্বর ইম্ফলে গাঁটছড়া বাঁধেন, এরপর মুম্বাইতে একটা রিসেপশনও হয়। তাঁদের ঐতিহ্যবাহী পোশাক পরে বিয়ের ছবি ও ভিডিো সেসময় সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড করতে শুরু করেছিল।

Haryana and JNK Election Haryana and JNK Election
বায়োস্কোপ খবর

Latest News

‘যাঁদের কোল খালি হল, তাঁদের ঘরে জ্বলবে না আলো…’ পুজোর আগে সরব রূপাঞ্জন! ট্রোল হন খারাপ খেললেই, এই কাজের জন্য কেএল রাহুলকে অভিবাদন করতেই হবে! ‘নারীদের যথেষ্ট সম্মান…’ ধর্ষকদের সঙ্গে তুলনা দেখে কী বলছে অসুর সম্প্রদায়? ‘কোথায় রাত্তিরের সাথী? আমাকে বেঞ্চ নিয়ে মারতে এসেছিল’, বললেন নার্স পঞ্চমীতে ডাক্তাদের মহামিছিলে 'না' পুলিশের, অভিযোগ জলের গাড়ি আটকানোর দুর্দান্ত ওপেনিংয়ের পরেও হরিয়ানায় খেই হারাল কংগ্রেস! BJP-র কামব্যাকে মিমের বন্যা মুখ্যমন্ত্রীর ছবি দিয়ে সোশ্যাল মিডিয়ায় কুকর্ম, ধাক্কা খেয়ে কড়া বার্তা সিপিএমের ‘‌সারারাত সরকারি বাস পরিষেবা চালু থাকবে’‌, দুর্গাপুজো উপলক্ষ্যে ঘোষণা মন্ত্রীর সুর নরম ক্রীড়া উপদেষ্টার, তবে কী বাংলাদেশেই শেষ টেস্ট শাকিবের? ভবানীপুর ৭৫ পল্লীর থিমে এবার জীবনানন্দ, ফুটে উঠছে ‘প্রেমিকা’ কলকাতা

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.