ছোট পর্দার অভিনেত্রী শ্রুতি দাসকে অনেকেই বলে ‘ঠোঁটকাটা’। কারও আবার মত ‘রূঢ়’। কিন্তু সেসব যে নিছকই নিন্দকদের মন্তব্য, তা বুঝিয়ে দেয় যে ভালোবাসা তিনি পান নিজের অনুরাগীদের কাছ থেকে। কাটরার এক ছোট্ট ঘর থেকে আসেন তিনি। অভিনেত্রী হওয়ার স্বপ্ন যখন দেখেছিলেন তখন অনেকেই করেছিল কটাক্ষ। অনেকেই বলেছিলেন, নায়িকা হওয়ার যে স্বপ্ন তিনি দেখছেন, তা কোনওদিন পূরণ হবে না। তবে সেসব মিথ্যে প্রমাণ করে দিয়েছেন শ্রুতি।
আপাতত তাঁকে দেখা যাচ্ছে জি বাংলার রাঙা বউ ধারাবাহিকে। প্রথম থেকেই টিআরপি-তে বেশ ভালো ফল করছে এই মেগা। সিরিয়ালে শ্রুতির বিপীরতে রয়েছেন গৌরব রায়চৌধুরী। দুজনে একসঙ্গে এর আগেও কাজ করেছেন ত্রিনয়নী-তে। এবারও পাখি আর উজান হিসেবে জায়গা করে নিয়েছেন দর্শক মনে।
ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো শেয়ার করলেন শ্রুতি। যা তোলা হয়েছে কোনও এক সাংস্কৃতিক অনুষ্ঠানের পরে। নিমন্ত্রিত ছিলেন সেখানে রাঙা বউ-এর পাখি। অভিনয়ের পাশাপাশি খুব ভালো গানও গান তিনি। মাঝেমধ্যেই মিষ্টি গলায় অনবদ্য সুরে গান উপহার দেন তিনি নেট-নাগরিকদের। আরও পড়ুন: মিটে গেল ঝামেলা! কার্তিকের জন্মদিনের উপহার, এবার হিরো করণ জোহরের সিনেমায়
শ্রুতির এবারের শেয়ার করা ভিডিয়োতে দেখা গেল, মঞ্চে সকলের থেকে বিদায় নিচ্ছেন অভিনেত্রী। পিছনে যেন বাধভাঙা উচ্ছ্বাস। যতদূর চোখ যায়, চোখে পড়বে দর্শকদের মাথা। শ্রুতিকে বলতে শোনা যায়, ‘পরেরবার ক্লাব কতৃপক্ষ আমাকে না ডাকলেও আমি চলে আসব আপনাদের সঙ্গে দেখা করতে।’ চিৎকার করে জনতাকে, আই লাভ ইউ-ও বলেন।
আরও পড়ুন: ‘ইন্ডাস্ট্রি সুবিচার দেয়নি, ভগবান দিয়েছে…’, গদর ২-এর সাফল্য ফের কাঁদাল সানিকে
ভিডিয়োর ক্যাপশনে শ্রুতি লিখলেন, ‘সবাই বলেছিল, এ কোনওদিন নায়িকা হতে পারবে না। কেউ মেনে নেবে না। আর তারপর এটা হল…’
পরিচালক স্বর্ণেন্দু সমাদ্দারের সঙ্গে সম্পর্কে থাকায় কম কটাক্ষের মুখে পড়তে হয়নি শ্রুতিকে একসময়। কেউ কেউ কটাক্ষ করেছিল তাঁর গায়ের রং নিয়েও। তবে শ্রুতি প্রমাণ করেন, অভিনয়ইটাই আসল। এমনকী, আগের ধারাবাহিক দেশের মাটি শেষ হওয়ার পর দীর্ঘদিন হাতে তাঁর কোনও কাজও ছিল না।
সেই নিয়ে মুখ খুলে শ্রুতি বলেছিলেন, ‘আমি তো ইন্ডাস্ট্রির ভাষায় অসাধারণ, অনন্য। তথাকথিত নায়িকা নই। তাই আমায় নিয়ে অন্য ধরনের গল্প ভাবতে হয়। সেটার সঠিক সময় নিশ্চয়ই এখনও আসেনি। এলে কেউ না কেউ, কখনও না কখনও আমায় হয়তো ঠিক ডাকবেন।’