কিছুদিন আগেই শুরু হয়েছে স্টার জলসার নতুন ধারাবাহিক রাঙামতি তীরন্দাজ। অল্পদিনেই দর্শকদের নজর কেড়েছে এই ধারাবাহিক। তবে এদিন চ্যানেলে তরফে যে প্রোমো ভিডিয়ো প্রকাশ্যে আনা হয়েছে সেটা দেখেই হেসে গড়াগড়ি খাচ্ছে নেটপাড়া। কিন্তু কী দেখানো হয়েছে সেখানে?
আরও পড়ুন: শ্যুটিং চলাকালীন বড়সড় বিপদে অক্ষয়! দুর্ঘটনায় চোখে আঘাত পেলেন ‘খিলাড়ি’
রাঙামতি তীরন্দাজ ধারাবাহিকের নতুন প্রোমো
এদিন স্টার জলসার তরফে রাঙামতি তীরন্দাজ ধারাবাহিকের যে প্রোমো প্রকাশ্যে আনা হয়েছে সেখানে দেখা যাচ্ছে নায়িকাকে নিয়ে খলনায়ক একটা জায়গায় এসে একটি বহুতলের দিকে তাক করে বলছে ওখানকার অ্যালার্ম ভাঙতে হবে। সেই কথা শুনেই দূরবীন দিয়ে সেটা দেখে রাঙামতি। আর তখনই দেখতে পায় সেখানে যে এনগেজমেন্ট পার্টি চলছে তাতে হাজির তাঁর উড়ান বাবু। অর্থাৎ তাঁর স্বামী। কিন্তু খলনায়ক তাঁকে বোঝায় একজন পরিবার, আবেগের সময় নয়। সে যেন লক্ষ্যে মন দেয়। কথা শুনে নায়িকা তীর ছুঁড়ে সেই অ্যালার্ম ভেঙে দেয়। আর সঙ্গে সঙ্গেই তাঁকে বেঁধে রেখে তার বিয়ে দুষ্কৃতীরা সেই বহুতলের দিকে যেতে থাকে। এমন অবস্থায় নায়িকা বলে সে যেভাবে হোক তাঁর উড়ান বাবু সহ সবাইকে বাঁচাবেন। কিন্তু কীভাবে? সেটাই দেখা যাবে এই মেগার দুরন্ত দুদিনে। আর এই দুরন্ত দুদিন এপিসোড দেখানো হবে আগামী ১৬ এবং ১৭ ডিসেম্বর। অর্থাৎ সোমবার এবং মঙ্গলবার।
কী বলছে নেটপাড়া?
এদিন এই প্রোমো দেখে হেসে গড়িয়ে যাচ্ছে নেটপাড়া। এক ব্যক্তি লেখেন, 'বলছি বিষ কোথায় কিনতে পাওয়া যায়?' দ্বিতীয় জন লেখেন, 'যাই বলেন, দারুন কেমন আলাদা ফিলিংস পেলাম প্রোমোটায়! বিদেশী বিদেশি ফিলিংস।' তৃতীয় ব্যক্তি লেখেন, 'উড়ানবাবু মানে রাঙার বর উড়ে নাকি?'
যদিও কেউ কেউ আবার তারিফ করেছে প্রোমোর। সেখানে এক ব্যক্তি লেখেন, 'প্রোমোর তীর ছোড়াটা আর যাওয়ার সময়টুকু খুব মারাত্বক একে বারে কিরণমালা। সত্যি প্রোমোটা খুব সুন্দর। সল্ট পাবে কিনা জানি না তবে ভালো করুক এটাই চাইব।' আরেকজন লেখেন, 'মনে হল হিন্দি সিরিয়ালের প্রমো দেখলাম।'
আরও পড়ুন: খরা কাটিয়ে ফের বলিউডে কামব্যাক করছেন প্রিয়াঙ্কা! কবে আসছে দেশি গার্লের নতুন হিন্দি ছবি?
রাঙামতি তীরন্দাজ ধারাবাহিক প্রসঙ্গে
এই ধারাবাহিকটি স্টার জলসার পর্দায় দেখা যায়। রোজ সন্ধ্যা সাড়ে সাতটায় সম্প্রচারিত হয় রাঙামতি তীরন্দাজ।