এবারের টিআরপিতে রীতিমত চমক দেখিয়েছে স্টার জলসার অন্যতম মেগা রাঙামতী তীরন্দাজ। সকলকে চমকে দিয়ে এই ধারাবাহিক দুই নম্বর স্থানে উঠে এসেছে। বেড়েছে নম্বরও। ফলে ধারাবাহিক নিয়ে দর্শকদের মধ্যে যে আগ্রহ তৈরি হচ্ছে সেটা বলার অপেক্ষা রাখে না। আর সেই আগ্রহ আরও বাড়াতে গল্প আরও জমাতে প্রকাশ্যে এল রাঙামতী তীরন্দাজ ধারাবাহিকের নতুন প্রোমো। আর সেখানেই দেখা গেল বড়সড় টুইস্ট আসতে চলেছে গল্পে। দৃষ্টিশক্তি হারাতে বসেছে নায়িকা। এবার কী ঘটবে?
আরও পড়ুন : IPL -এর আগেই কেকেআরের ড্রেসিংরুমে ঢুকে চাবি হাতাচ্ছেন তৃণা! ভেঙ্কটেশ আইয়ারের হাতে ধরা পড়তেই কী বললেন?
আরও পড়ুন : প্রেরণা নয়, অনুরাগের ছোঁয়া - খ্যাত অভিনেত্রীর সঙ্গে চুটিয়ে প্রেম করছেন 'ইনফ্লুয়েন্সার' সৈকত! কে তিনি?
রাঙামতী তীরন্দাজ ধারাবাহিকের নতুন প্রোমো
রাঙামতী একজন নামী তীরন্দাজ হতে চায়। সামনেই তাঁর একটি প্রতিযোগিতা আছে। আর সেটার আগেই কিনা ঘোলাটে হয়ে ঝাপসা হয়ে যাচ্ছে নায়িকার দৃষ্টিশক্তি। এমন অবস্থায় সে খেলবে কীভাবে? কিছুতেই সে লক্ষ্যভেদ করতে পারে না। বারবার ভুল হতে থাকে। তার স্বামী একলব্য তাঁকে উৎসাহ দেয় মনোনিবেশ করার জন্য। বলে পারতেই হবে তাঁকে । এমনকি তাঁর গুরু, তাঁর শাশুড়িও তাঁকে মনে করিয়ে দেয় স্বপ্নের কথা। এমন অবস্থায় শেষ পর্যন্ত কি প্রতিযোগিতায় রাঙামতী তাঁর স্বপ্নপূরণ করে লক্ষ্যভেদ করতে পারবে সেটাই দেখার।
আরও পড়ুন : 'আরেকটা গানের ওপারে হতে চলেছে চিরসখা', দাবি দুলাল লাহিড়ির! সুদীপের প্রশংসায় কী লিখলেন অভিনেতা?
কে কী বলছেন?
এই প্রোমো প্রকাশ্যে আসার পরই দর্শকরা তাঁদের মতামত জানিয়েছেন। এক ব্যক্তি রাঙামতীর বাচনভঙ্গি নকল করে লেখেন, 'তুকে পারতে টো হবেই রাঙা।' আরেকজন লেখেন, 'দারুণ লাগল ।' তৃতীয় জন লেখেন, 'অনেক শুভেচ্ছা টিআরপিতে ভালো ফল করার জন্য। দারুণ নম্বর তুলেছ।'
প্রসঙ্গত রাঙামতী তীরন্দাজ ধারাবাহিকটি রোজ সন্ধ্যা সাড়ে সাতটায় সম্প্রচারিত হয়। এটি স্টার জলসার পর্দায় দেখা যায়।
আরও পড়ুন : অরিজিৎ - সোনু থেকে কেকে, ৫০ সেকেন্ডে ১১ জন শিল্পীর কণ্ঠ অনুকরণ! পাসুরি গেয়ে তাক লাগালেন যুবক
আরও পড়ুন : 'এটা কি আচরণ?' ডিভোর্সের শুনানিতে ঢুকতে গিয়েই মেজাজ হারালেন ধনশ্রী! কার উপর চেঁচিয়ে উঠলেন যুজির প্রাক্তন?