মঙ্গলবার রাতে মৃত্যু হয় বাপ্পি লাহিড়ির। গত বছর এপ্রিল মাসে কোভিড আক্রান্ত হয়েছিলেন। তারপর থেকেই ভুগছিলেন একাধিক রোগে। মুম্বইয়ের ক্রিটিকেয়ার হাসপাতালে গত ২৯ দিন ধরে ভর্তি ছিলেন। তারপর ১৫ তারিখ শরীর কিছুটা ভালো হওয়ায় তাঁকে হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে আসা হয়। তবে মঙ্গলবার ফের শরীরের অবস্থা সঙ্কটজনক হলে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়ার কারণে প্রাণ হারান রাতেই। এবার শোকপ্রকাশ করলেন রানি মুখোপাধ্যায়। শোকজ্ঞাপন করে জানালেন তাঁর মা কৃষ্ণা মুখোপাধ্যায় ও বাপ্পি লাহিড়ী ছোট্ট থেকে দারুণ বন্ধু ছিলেন। বন্ধুর মৃত্যুর খবরে ভীষণভাবে ভেঙে পড়েছেন রানির মা। বলি-অভিনেত্রীর কথায়, 'ওঁর মৃত্যু আমাদের কাছে স্বজন হারানোর মতোই।'
টাইমস অফ ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে রানি বলেছেন, 'দেশ তার আরও একটি রতন হারাল। ভারতীয় ছবির ইতিহাসে বাপ্পি আঙ্কলের নাম উজ্জ্বলভাবে খোদাই করা থাকবে চিরকাল। তাঁর রচিত সুর ছিল কালজয়ী। আর সংগীতকার হিসেবেও তাঁর ভার্সেটাইলিটি ছিল দেখার মতো। কঠোর পরিশ্রমকে পুঁজি করে ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা তৈরি করেছিলেন। বাবা হিসেবে, স্বামী হিসেবে, পুত্র হিসেবে সব বিভাগেই তিনি সফল। জানি সবাই ওঁর মৃত্যুর খবরে শোকজ্ঞাপন করছেন, তবে আমার ক্ষেত্রে বলব এ আপনজন হারানোর যন্ত্রণা। ছোট থেকে ওঁকে ঘিরে সমস্ত স্মৃতি শুধু ফিরে ফিরে আসছে। প্রচন্ড মিস করব ওঁকে। বড্ড তাড়াতাড়ি চলে গেল। ওঁর পরিবারের উদ্দেশে আমার সমবেদনা রইল।'