মুম্বইয়ের মুখার্জি পরিবারের দুর্গা প্যান্ডেলে প্রতি বছরের মতো এবারও ছিল বলিউড তারকাদের ভিড়। দশমীর দিন সিঁদুর খেলা উৎসব চলাকালীন একটি ভিডিয়ো খুব ভাইরাল হয়েছে। যেখানে দেখা যায় শার্লিন চোপড়া রানি মুখোপাধ্যায়ের পা ছুঁয়ে প্রণাম করতে যায়। আর তাতে আদিরা-র মায়ের প্রতিক্রিয়া ভাইরাল সোশ্যালে।
রানির পা ছুঁয়ে প্রণাম করতে যান শার্লিন
পাপারাজ্জোদের তোলা ভাইরার ভিডিয়োতে দেখা যাচ্ছে, দুর্গা প্যান্ডেলে রানির দিকে এগিয়ে আসছেন শার্লিন। মুখে হাসি। এরপর শ্রদ্ধার সঙ্গে রানির পা স্পর্শ করার চেষ্টা করেন শার্লিন। রানি বেশ অবাক হয়ে যান, পেছন সরে গিয়ে শার্লিনকে ইশারা করেন পায়ে হাত না দিতে। এরপরে দুজনে উৎসবের অংশ হিসাবে একে অপরকে সিঁদুর লাগান। এদিন শার্লিন বেছে নিয়েছিলেন লাল ও সোনালি রঙের সিল্কের শাড়ি, চুলে লাগিয়েছিলেন তাজা ফুল। রানি একটি লাল ব্লাউজের সঙ্গে ক্রিম এবং সোনালি রঙের কম্বিনেশনে শাড়ি বেছে নিয়েছিলেন।
নেটিজেনদের প্রতিক্রিয়া
রানি আর শার্লিনের এই ভাইরাল ভিডিয়োতে প্রতিক্রিয়া জানিয়ে নেট-নাগরিকরা নানা ধরনের প্রতিক্রিয়া জানিয়েছেন। একজন লেখেন, ‘রানি তো পুরো ঘাবড়ে গেছে।’ আরেকজন লিখলেন, ‘শার্লিন কত ছোট রানির থেকে?’ তৃতীয়জনের মন্তব্য, ‘বয়স ধরা পড়ে যাবে এই ভয়তেই পায়ে হাত দিতে দিল না বোধহয়’। চতুর্থজন লেখেন, ‘মা দুর্গার সামনে পায়ে হাত দিতে নেই অন্য কারও, তাই রানি না করেছেন। এটা নিয়ে হাসিঠাট্টা করা উচিত নয়।’
রানির থেকে কত ছোট শার্লিন?
১৯৭৮ সালের ২১ মার্চ জন্ম রানি মুখোপাধ্যায়ের। বর্তমানে তাঁর বয়স ৪৬ বছর। অন্যদিকে শার্লিনের জন্ম ১৯৮৪ সালের ১১ ফেব্রুয়ারি। তাঁর বয়স ৪০ বছর। অর্থাৎ রানি হিসেবমতো ৬ বছরের বড় শার্লিনের থেকে।
মুখার্জি পরিবারের দুর্গাপুজো
এই বছর জুহুর এসএনডিটি মহিলা বিশ্ববিদ্যালয়ের কাছে দুর্গাপুজো মণ্ডপের আয়োজন করছেন রানি ও কাজল। আলিয়া ভাট, রণবীর কাপুর, জয়া বচ্চন, অজয় দেবগন, তানিশা, বিপাশা বসু, করণ সিং গ্রোভারের মতো সেলিব্রিটিদের আসতে দেখা গিয়েছে মুম্বইয়ের এই অন্যতম বিখ্যাত পুজোমণ্ডপ দর্শনে। তাঁদের খুড়তুতো ভাই অয়ন মুখোপাধ্যায়ও পরিবারের বাকি সদস্যদের পাশাপাশি নিয়মিত উপস্থিত ছিলেন সেখানে।
কাজের সূত্রে, ২০২৩ সালে 'মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে' ছবিতে শেষবার দেখা গিয়েছিল রানিকে। শীঘ্রই তাঁকে 'মর্দানি'র তৃতীয় কিস্তিতে দেখা যাবে, যেখানে তিনি পুলিশ অফিসার শিবানী শিবাজি রায়ের চরিত্রে। 'দ্য স্কাই ইজ পিঙ্ক' খ্যাত সোনালি বোস পরিচালিত একটি ফ্যামিলি ড্রামায়ও অভিনয় করার কথা রয়েছে রানির।